![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লামা কবি ইকবাল রহ. বলেন- চাল চলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি সভ্যতায়। এই তো সে-ই মুসলিম যাকে ইহুদিও দেখে লজ্জা পায়।
সারা আলমের দ্বীনের তাকাজাকে সামনে রেখে সাথী ভাইদের খেয়াল নিয়ে আগামী ২৪ ঘন্টা কাজের একই সিদ্ধান্তে উপনীত হওয়ার ॥
তিনটি বিষয়ের উপর পরামর্শ করব ॥
১ । এলাকা থেকে নগদ জামাত কি করে বের করা যায় তার ফিকির করা ॥
২ । নিজে এবং সাথী ভাইরা কি করে জ্ঞানী গুণী কর্মট দাঈ বনে যাই তার ফিকির করা ॥
৩ । এলাকায় যদি মসজিদ ওয়ারী পাঁচ কাজ চালু থাকে তবে আরো জোরদার করা আর না থাকলে চালু করা ॥
পরামর্শ করার ফায়দা
১ । পরামর্শ করা আল্লাহর হুকুম নবীর সুন্নত মুমিনের গুণ ।
২ । পরামর্শ করে কাজ করলে খায়ের বরকত হয় ।
৩ । পরামর্শ করে কাজ করলে নিজেদের মধ্যে মিল মহব্বত পয়দা হয় ।
৪ । পরামর্শ করিয়া কাজ করিলে তোড় খতম হয় ।
৫ । পরামর্শ করিয়া কাজ করিলে আজাব গজবের ফয়সালা আল্লাহ পাক উঠিয়ে নেন ।
৬ । পরামর্শ করে কাজ করলে উত্তম বদলা আতিশীঘ্র পাওয়া যায় ।
৭ । পরামর্শ করে কাজ করলে ওহীর বরকত পাওয়া যায় ॥
পরামর্শ করার আদব
১ । পরামর্শের আগে একজন আমির ঠিক করা ।
২ । ডানদিক থেকে খেয়াল পেশ করা ।
৩ । কাহারও খেয়াল না কাটা ।
৪ । দীল থেকে দ্বীনের প্রথম মোতাওয়াজ্জা হয়ে খেয়াল পেশ করা ॥
৫ । আমার খেয়াল অনুযায়ী রায় হলে খুশি না হওয়া , এস্তেগফার পড়া কারণ খারাপি আসলে আমি দায় হয়ে যাব ।
৬ । আমার খেয়াল অনুযায়ী রায় না হলে মন খারাপ না করা বরং আলহামদুলিল্লাহ পড়া ।
৭ । পরামর্শের আগে কোনো পরামর্শ নাই এবং পরেও কোনো পরামর্শ নাই ।
৮ । আমির সাহেব যে রায় দেন তা বিনা আপত্তি তে মেনে নেওয়া ।
৯ । আমির সাহেব ইচ্ছা করলে সাথীদের মতামত না নিয়েও রায় দিতে পারেন ॥
২| ০৭ ই মে, ২০১৪ সকাল ৯:০৮
রাতুলবিডি৫ বলেছেন: পরামর্শ করে কাজ করলে ওহীর বরকত পাওয়া যায়
- এই কথার রেফারেন্স কি ?
আরেকটা বিষয় জানতে চাচ্ছি :
মনে করেন হেজাজতে ইসলাম লং মার্চের ডাক দিল । আপনি সেখানে যাবেন কিনা সেটা কি তাবলীগের আমীর বা শুরার সাথে পরামর্শ করবেন ?
না হেফাজতের আমীরের সাথে ? না ওহী থেকে নির্দেশণা খুজবেন ?
অথবা আপনি মনে মনে এরাদা করলেন জেহাদে যাবেন , সেটা কি তাবলীগের আমীর সাহেবের কাছ থেকে জানতে চাইবেন ?
১১ ই মে, ২০১৪ সকাল ৮:২৮
সোয়েব সালেহীন বলেছেন: কথাটি এভাবে পাওয়া যাবে কি না জানিনা,সম্ভাবত এটা একারণে বলে যে,নবীজিও পরামর্শ করতেন আর নবীজি স. এর সব কাজই ছিল ওহি ভিত্তিক... ।
৩| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:২৬
নিজাম বলেছেন: অতি ভাল পোস্ট। ধন্যবাদ।
৪| ১৮ ই মে, ২০১৪ দুপুর ২:৫০
রাতুলবিডি৫ বলেছেন: ,নবীজিও পরামর্শ করতেন আর নবীজি স. এর সব কাজই ছিল ওহি ভিত্তিক -ভাই আপনার কি মনে হয় কোন বিষয়ে ওহী নাজিল হলে সেটা নিয়ে নবীজী পরামর্শ করতেন ?
পরামর্শ তো সে সব বিষয়ে করতেন যে বিষয়ে ওহী আসেনি ।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৪ সকাল ৮:২৭
রেজওয়ান26 বলেছেন: খুব ভাল পোষ্ট।