নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শোয়াইব জিবরান

shoaib jibran

আমার আত্মা জুঁই ফুলের মতো শাদা হোক

shoaib jibran › বিস্তারিত পোস্টঃ

হাজব্যান্ড ইন ম্যানভিল

১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০২

শোযাইব জিবরান



ঢাকা থেকে দূর শহরে এসেছি। স্নাতকোত্তর প্রোগ্রামের পরীক্ষার বহিঃপরিদর্শক হিসেবে।পরীক্ষার হলে গিয়ে দেখি এক ম্যাডাম গার্ড দিচ্ছেন রাজকুমারীর রূপ নিয়ে।পরিচয় পেয়ে ‘আমিই সব দেখছি স্যার আপনি বসুন’ বলে সমীহ করে বসতে বললেন।পরীক্ষার ফাঁকে ফাঁকে টুকটুক করে কথা বললেন।আসতে পথে সমস্যা হয়েছে কিনা, গরম পড়েছে, এখানে নকল হয় না - এইসব। শেষে পরিবার সন্তানের কথা জিজ্ঞাসা করলেন।জবাব দিলাম তাঁর সারল্যমাখা মুখপানে চেয়ে। আমার কথা বলব স্যার পথে যেতে যেতে।

পরীক্ষা শেষ হওয়ার পর ফিরছি উঁচু-নীচু পাহাড়ী পথ বেয়ে।বলতে শুরু করলেন, আমার স্বামীও চাকুরিজীবী।বদলীর চাকুরি।এখন পোস্টিং অমুক জেলায়।আমি বললাম, সে তো বাংলাদেশের আরেক প্রান্তে।আসতে- যেতে তো কষ্ট হয়। তিনি বললেন, আর বলবেন না স্যার, সে তো পাগল।একটু ফাঁক পেলেই ছুটে আসে। আমাদের একটি কন্যা আছে। সে তাঁর পাগল।প্রতিদিন কথা বলা চাই।ঘন্টার পর ঘন্টা।বাপ-বেটির সেকি সখ্য! আর আপনার? সে আর বলবেন না স্যার বলে লাজুক হাসলেন।গোধূলির আভা ছড়িয়ে পড়ল তাঁর রক্তিম মুখে। একটি সুখি পরিবারের প্রাণবন্ত ছবি ভাবতে ভাবতে তাঁকে বিদায় জানিয়ে ফিরলাম সন্ধ্যায়।

উঠেছি শহরের আত্মীয়ের বাসায়।রাতে খাবার টেবিলে ম্যাডামের সুখগল্পটি বললাম তাঁদের।বাসার গৃহকএী খুবই অবাক হলেন। তিনি ম্যাডামকে চিনেন। বললেন, বলেন কী জিবরান ভাই।উনার তো স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়েছে সে অনেক দিন!



ফিরছি রাতের ট্রেনে।দুলছে ট্রেন পু ঝিক-ঝিক।জানালার বাহিরে অন্ধকার, চরাচর মায়াময়।

মন্তব্য ৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৩

রুমি৯৯ বলেছেন: OMmmmmmmmmmmmm

২| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫২

ননদালীনাজ বলেছেন: পুরাতন কথা মনে করাই দিলেন- গল্পটা খুব প্রিয় ছিল- He has no mother, he has no skates !

৩| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১২

অপূর্ণ রায়হান বলেছেন: মিশ্র অনুভূতি +++++++++

৪| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৫

সাইবার অভিযত্রী বলেছেন: He has no mother, he has no skates !

বাচ্চাদের রোলার স্কেট কিনে দেব- এমন একটা চিন্তা কাজ করে জেরীর কথা মনে হতেই, আশা আছে সামনের ঈদের পরেই ...

৫| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৫

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: অপূর্ন বলেছেন: মিশ্র অনুভূতি +++++++++

৬| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৫

বটবৃক্ষ~ বলেছেন: :(:( বিষন্ন হয়ে গেল মনটা!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.