![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোয়াইব জিবরান
খেলছিলে তুমি। খেলতে খেলতে এতদূর। আনমনে।
তুমি তো নিঃস্ব ছিলে, একা ছিলে
বাতাসের হাহাকার- সেও ছিল না গো।
আর নিঃসঙ্গতার ভেতর কেঁদে উঠেছিলে তুমি
ওঁ ও ঁ শব্দের ওঙ্কারে।
তারা ছড়িয়ে পড়েছিল দিক-বিদিক মহাশূন্যে, প্যানোরামায়।
আর শব্দেরা নত্র হল, গ্রহ হল, গ্রহাণু হল আর ঝুলে থাকল শূন্যে
তুমি খুব আহাদিত হয়েছিলে।
তারপর শব্দের খেলা পেয়ে বসেছিল তোমায়
তুমি শব্দে শব্দে ভরে তুললে শূন্যতা, তোমার হাহাকার।
তোমার শব্দে জেগে উঠল সমুদ্র-নদী, বৃ আর জলচর প্রাণি
তবু খেলা তোমার থামল না।
আজ দ্যাখ তোমার শব্দে জেগে উঠেছি আমি, শব্দের ঈশ্বর।
©somewhere in net ltd.