নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবুজ ( কষ্ট )

সবুজ ( কষ্ট ) › বিস্তারিত পোস্টঃ

তোমারই কারণে . . . . .

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:১১

সখি ,

তুমি কি জানো , তোমার এক চিমটি কষ্টের বিনিময়ে আমি আমার হিমালয় সম সুখ বিসর্জন দিতে পারি ?

জানোনা ?

জানবে কি করে ? তোমার মনে তো এক চিমটি বিস্বাসও নেই । তুমি কি এটা জানো সখি , তোমার জন্য কত সুখ অপেক্ষারত ?

এটাও জানোনা ?

আচ্ছা , তা না হয় নাই জানলে , আমি যে তোমায় ভালবাসি তা কি জানো ?

কি বললে ?

মনে করতে পারছোনা ? আমি তোমায় কোনদিন ভালবাসার কথা বলেছিলাম কিনা তা মনেই করতে পারছে না ?



সখি ,

দেখতো আমার কপালে সদ্য পোড়া কোন দাগ আছে কিনা ?

আছে ?

একটু ভাল করে দেখো . . . .

কি , তুমি নিশ্চিত ?

তাহলে ঠিকই আছে ।

আবার প্রশ্ন করছো কেন ?

জানোনা , তোমার মত কিছুই না জানা একটা মেয়েকে ভালবেসে যে কাররই কপাল পুড়তে পারে ।





আমার ডায়েরি থেকে 7-5-10 ইং

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:২৭

ট্যামময বলেছেন: :(

২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
কষ্টকথনে ভালোলাগা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.