![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারো চোখে পড়েছে কি না কিংবা কারও কানে গিয়েছে কি না আমি জানিনা । তবে আজ আমি জানাবো ।
কোন ভণিতা ছাড়া আমি মূল কথায় যাচ্ছি ।
স্কুল লেবেলের ইসলাম শিক্ষা বইয়ের নাম বদলানো হয়েছে । আগে ছিল শুধু ইসলাম শিক্ষা । আর এখন তার নাম দেয়া হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা । ইসলাম শিক্ষার সাথে নৈতিক শিক্ষা কথাটি কিভাবে আসে আমি বুঝতে পারছি না ।
আমরা মুসলমান হিসেবে গর্ববোধ করি । সেই ছোটবেলা থেকেই জানি একমাত্র আল্লাহ ব্যতীত অন্য যে কোন কিছুর নাম নিয়ে কোন পশুর জবাই করা মাংস খাওয়া হারাম । অথচ ,আধুনিক যুগের ইসলাম বইয়ে লেখা আছে , আল্লাহ এবং দেব দেবীর নাম ব্যতীত অন্য কারও নাম নিয়ে জবাই করা পশুর মাংস খাওয়া হারাম । আল্লাহর সাথে তাল মিলিয়ে দেব দেবীর নামটাই বা কিভাবে আসে তাও আমার মাথায় ধরেনা ।
কত বড় কথা ! একবার চিন্তা করে দেখুন তো , বাংলাদেশ নাস্তিকতার কোন পর্যায়ে যাচ্ছে ? এই লেখাটা নিশ্চয়ই শিক্ষামন্ত্রীর অনুমতি ব্যতিরেকে হয়নি ? তিনি একজন মুসলমান ঘরের মুসলমান সন্তান হয়ে কি করে এই অনুমতি দিতে পারেন ?
জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন , আর কতদূর খেলবেন আমাদের প্রিয় ধর্মকে নিয়ে ?
২| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯
সবুজ ( কষ্ট ) বলেছেন: একদম ঠিক বলেছেন । কিন্তু নাস্তিকতার জাল যেভাবে বিস্তার করছে তাতে আস্তিক খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ ।
৩| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৮
গোবর গণেশ বলেছেন: আমি বইটি স্বচক্ষে দেখি নাই। যদি নামটি সত্যিই ইসলাম ও নৈতিক শিক্ষা দেওয়া হয়ে থাকে, তার মানে এই দাঁড়ায় যে, ইসলামে নৈতিকতা নাই। তা নাহলে ইসলাম শিক্ষার পাশাপাশি নৈতিকতা শিক্ষার প্রয়োজন পড়বে কেন। ইসলাম যথেষ্ট নৈতিক বলেই আমি মনে করি।
৪| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৫
স্বপ্ন অপূর্ণ বলেছেন: ইসলাম শিক্ষা নামটিই ছিলো সঠিক
৫| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৫
ঠোঁট কাটা বন্ধু বলেছেন: কত বিচিত্র কারণে পাবলিকের ধর্মানুভূতি আহত হয়!
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫
েমাঃ হাসান সেরায়ার বলেছেন: এভাবেই ধীরে ধীরে নাস্তিকতার পথে ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে যাওয়ার জন্য এটি একটি কূটকৌশল। এ বিষয়ে সকলকে জোর প্রতিবাদ জানানো উচিত।