নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবুজ ( কষ্ট )

সবুজ ( কষ্ট ) › বিস্তারিত পোস্টঃ

প্রেম নিয়ে আমার কিছু কথা ।

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০

তোমাকে না বলেছি চুল ছোট রাখতে ? এত বড় চুল কেন তোমার ?



তোমার চোখ এমন দেখাচ্ছে কেন ? দেখি , কাছে এসোতো , তাকাও আমার দিকে ... কি ব্যপার ,সারারাত ঘুমাওনি ? কি করেছো না ঘুমিয়ে আমাকে বলো । কয়টা পর্যন্ত জেগেছিলে ?



কাল বাইরে থেকে বাড়ি ফিরেছো কয়টায় ? কি কি আজেবাজে জিনিস খেয়েছো বলো ?



গতকাল সারাদিন কার কার সাথে সময় কাটিয়েছো ?



সিগারেট খেয়েছো নাকি ? তোমার ঠোঁট এত কাল লাগছে কেন ? দেখি , কাছে এসোতো ... তাইতো , কেন সিগারেট খেয়েছো বলো । কি এমন টেনশন তোমার ? কে ছিল তখন তোমার সাথে ?



মা'র কথা আজ কয়টা শোননি ?



বাড়ির কাজকর্ম ছেড়ে কোথায় গিয়ে আড্ডা মেরেছো ?



তখন যে দেখলাম কিছু বাজে ছেলের সাথে গল্প করতে ? কেন করবে ? ওদের সাথে তোমার কিসের এত ভাব ?



আর যে দেখলাম তখন একটা মেয়ের সাথে বেশ হেলেদুলে গল্প করছো । তার সাথে তোমার কিসের এত গল্প ? তুমি জানো , মেয়েটা কেমন ?.........



.........এমন আরও অনেক প্রশ্নের জবাব দিয়ে প্রিয়জনের মন রাখতে হয় সুখে ভরপুর ।তার মনে নিজেকে গাঁথতে হয় চিরস্থায়ী ভাবে ।



প্রেম মানে জৈবিক চাহিদা মেটানোর কোন মন্ত্র নয় । প্রেম হয় আবেগের মাঝে নিজেকে নতুন করে সৃষ্টি করা । মিষ্টি কিছু শাসনের বেড়াজালে নিজেকে প্রতিনিয়ত বেঁধে রাখা ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫২

সরদার হারুন বলেছেন: বোন, জীবনে একজনকে ভাল বেসে ছিলেম।সে আজ নেই সে ছিল আমার চেয়ে রূপে,গুনে,প্রতিভায় অনেক অগ্রগামি কিন্তু একদিনও এমন প্রশ্র করেনি যাতে মনে হয় যে সে আমাকে সন্দেহ করে।
বহুদিন আগে তুমি চলে গেছ
তবু যেন মনে হয় ছায়া হয়ে আছ।
অজানা দেশ থেকে ফিরবেনা তুমি
তব আজো পথ চেয়ে বসে আছি আমি।

২| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৮

জেরিফ বিন্ আমির বলেছেন:
জীবনে প্রেম করলামনা । পড়াশোনা নষ্ট হবে ভেবে। প্রতিষ্ঠিত হলাম। ভালো চাকরী করছি। মা-বাবা দেখেশুনে বিয়ে করাল। এক বছর সংসার করলাম। নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে হল।তারপর? তারপর আমার ঘরনীর পুরান প্রেম জাগল। আর আমার নতুন প্রেম কবরে গেল। আমার সারাজীবনের সঞ্চয় ভালোবেসে তার কাছে জমা দিয়েছিলাম। লুটপাট হল। তার দোষে তার চাচারা আমাকে পেটালো। এখনো খুঁজছে। পেলে আবার পেটাবে। শুনেছি নারী-নির্যাতন মামলা করবে। বাংলাদেশে মেয়েদের জন্য আইন খুব কড়া। রিমান্ডে আমাকে কি পরিমান পেটানো হবে সেটা ভাবছি আর জীবনের প্রথম প্রেমের তিক্ত অভিঞ্জতার মুখে থুথু দিচ্ছি। তার প্রেমের বলি আমি আর আমার প্রেমের বলিও আমি। আমি তৈরী..

৩| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট..ভাল হয়েছে

৪| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮

সবুজ ( কষ্ট ) বলেছেন: আসলে আমাদের দেশের মেয়েদের মনটাই নষ্ট হয়ে গেছে । খুজলে হাজার হাজার ছেলে পাওয়া যাবে যারা মেয়েদের সংস্পর্শে এখনও যায়নি । কিন্তু হাতে গোনা মেয়ে পাওয়া যাবে কিনা সন্দেহ যারা ছেলেদের সংস্পর্শে আসেনি ।

দোষ তারা করলেও দোষী ছেলেরাই । একটা মেয়ে ইচ্ছে করলে আপনাকে টেনে ঘরে তুলতে পারে , তাতে তেমন কিছুই হবেনা । কিন্তু , আপনি চাইলেই তা পারবেনা । আপনি চাওয়া মানেই লঙ্কাকান্ড বেঁধে যাওয়া ।

কি আর করার । সহ্য করে যান । সুদিন আসবেই বিস্বাস রাখুন ।

জেরিফ ভাইয়ার কথা পড়ে খুব কষ্ট পেলাম । মানুষ যে এমন হতে পারে তা আমার বিস্বাসেই ছিলনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.