নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবুজ ( কষ্ট )

সবুজ ( কষ্ট ) › বিস্তারিত পোস্টঃ

একটা মেয়ে কখন কেমন ?? আসুন জানি ।

৩০ শে মে, ২০১৩ রাত ২:২৯

মেয়েরা এমনিতে হাজার রকম ভান ধরতে পারে । তবে তারা প্রকাশ করতে না চাইলেও তাদের কিছু কিছু বিষয় বিশ্লেষন করলে আসল সত্যিটি পাওয়া যায় । এবার পোষ্টটি সেই বিশ্লেষিত বিষয়টি নিয়ে । এতে আবার মনে করবেন যে আমি মেয়ে বিষয়ে পিএইচডি করেছি । এসব আমার সংগ্রহের ফসল । আমি মিলিয়ে দেখেছি কথাগুলো ফেলনা নয় । তাই একে একে সংগ্রহ করতে করতে আজ এই অবস্থানে । আপনিও মিলিয়ে দেখতে পারেন ।



একটা মেয়ে যখন চুপ করে থাকে

তাহলে বুঝতে হবে হাজার টা চিন্তা তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে।



যখন একটা মেয়ে কোন কিছু নিয়ে তর্ক করেনা তার মানে হচ্ছে সে কোন বিষয় নিয়ে গভীর চিন্তায় মগ্ন।



যখন কোন মেয়ে জিজ্ঞাসু চোখে তাকায় আপনার দিকে তার মানে হচ্ছে সে আপনার কাছে জানতে চায় আপনি কয়দিন তার পাশে থাকবেন?



যখন কোন মেয়ে অনেক্ষন সময় নিয়ে বলে‘আমি ভাল আছি’

তার মানে সে মোটেও ভাল নেই।



যখন কোন মেয়ে আপনার দিকে অদ্ভুত ভাবে তাকায় তার মানে সে আপনার বলা মিথ্যে কথাটা ভেবে অবাক হয় আপনি মিথ্যে বলছেন কেন?



যখন কোন মেয়ে আপনার বুকে মাথা রাখে সে আপনাকে সারাজীবন তার নিজের করে পাওয়ার ইচ্ছে পোষণ করে।



কোন মেয়ে যদি আপনাকে প্রতিদিন কল করে তাহলে বুঝে নিতে হবে, সে চায় আপনি তার দিকে পূর্ণ মনোযোগ দিন ।



যখন কোন মেয়ে বলে যে সে আপনাকে ছাড়া বাঁচতে পারবেনা,

তার মানে মেয়েটি ঠিক করে ফেলেছে আপনি তার ভবিষ্যৎ।



আর যখন কোন মেয়ে আপনাকে বলে সে আপনাকে মিস করছে তার মানে পৃথিবীর আর কেউ আপনাকে তার চেয়ে বেশি মিস

করছে না।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৩ রাত ৩:১৪

বাংলার হাসান বলেছেন: ব্যপুক গবেশনার বিষয়।

২| ৩০ শে মে, ২০১৩ রাত ৩:৪৭

শিপু ভাই বলেছেন: ব্যপুক গবেশনার বিষয়।

৩| ৩০ শে মে, ২০১৩ সকাল ৭:৫২

এস এম আর পি জুয়েল বলেছেন: আনাড়ি পোস্ট হইয়ে গেছে । ভাই বিষয়টা আরও জটিল এ বিষয়ে আপনার আরও পড়ালেখা করা উচিৎ না । B-) B-) B-) B-) ;) ;) :D

৪| ৩০ শে মে, ২০১৩ সকাল ৭:৫৪

এস এম আর পি জুয়েল বলেছেন: আনাড়ি পোস্ট হইয়ে গেছে । ভাই বিষয়টা আরও জটিল এ বিষয়ে আপনার আরও পড়ালেখা করা উচিৎ । B-) B-) B-) B-) ;) ;) :D

৫| ৩০ শে মে, ২০১৩ সকাল ৮:৪০

মাগুর বলেছেন: মেয়েদেরকে বোঝা এত সহজ! মনে হয় না :P

আপনি ভাই আরেকটু গবেষনা করুন ;) আর না হয় নিজেই একটা প্রেম করে দেখুন B-)

৬| ৩০ শে মে, ২০১৩ সকাল ১০:১৬

জেরিফ বিন্ আমির বলেছেন:
আমার মনে হয় আপনি শুধু একটি স্যাম্পল নিয়ে গবেষনা করেছেন। ;)

৭| ৩০ শে মে, ২০১৩ সকাল ১১:৪৯

বাতায়ন এ আমরা কজন বলেছেন:
@জেরিফ বিন্ আমির -- জোশ বলেছেন।

@লেখক --
ভাইজান,
আরও সময় নেন, আরও গবেষনা করেন,
বড় দ্রুতই সিদ্ধান্তে পৌছে গেছেন।

ইহাদের বহু প্রকাশভংগির ব্যাখ্যা করার প্রযুক্তি এখনও আবিস্কার হয়নি,
হবে সে আশাও কম।

সো, সাবধান।
The thing is deeper than you are thinking of..

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৮| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৩

সবুজ ( কষ্ট ) বলেছেন: আমি বিস্বাস করি একটা মানুষকে চেনা এতটা সহজ বিষয় না । যেহেতু মানুষ পরিবর্তনশীল । তবে একটুখানি ভাবলে কিংবা একটা মানুষের সাথে কিছুক্ষন সময় কাটালে তার সম্পর্কে জানা যায় । হয়তো জানাটা সম্পুর্ণ হয় না তবে একটা স্বচ্ছ ধারনা পাওয়া যায় ।

ওকে । আমি মন্তব্যকারীদের মন্তব্য নিয়ে ভাবছি । গবেষনার পরিমান বাড়িয়ে দিলাম । দেখি , ফলাফল কি আসে ।

৯| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৪

নীলনদ বলেছেন: ললনা চেনার আগে পারদের ধর্মটা ভাল করে আয়ত্ত করুন। মেয়েদের এত সহজে চিনতে পারলে পৃথিবীতে কোন কবির জন্মই হত না।

১০| ১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

এইচ আর খান বলেছেন: 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.