![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাতাসে ইথারে ভাসে আজি একি করুন সুর,
কার বুকে থাকা বেদনার বাঁশি বাজে অদূর ।
কি যেন বোঝায় সে সুর আমায় বুঝিনা যে,
ঢেউ তুলে যায় বিষাদের হায় মন-মাঝে ।
কোথা হতে আসে সেই সুর ভেসে কোথা যায়,
কার আঁসু ছুঁয়ে মন-দ্বার বেয়ে কে বাজায় ?
বেদনার কোন অতল গহিনে জন্ম তার,
মায়াজালে ঢাকা সুর দিয়ে আঁকা কষ্ট কার !
কার রাশি রাশি দুখেতে বাজিছে এ বাঁশি,
কোন হৃদয়ের দেয়ালে ধ্বনিছে সর্বনাশী ।
এ সুর তাহারে লয়ে যাবে হায় ধ্বংসিতে,
তবু সে ফুঁ দিয়া চলিয়াছে নাশ-বংশীতে ।
হন্য, শ্রান্ত, ক্লান্ত হইয়া খুঁজি তারে,
বাঁচিতে চাহিলে বংশী তুই আজ থামা রে !
সবখানে খুঁজি সবদ্বারে পুঁছি পাইনা,
কিন্তু সে সুর কভু মোর পিছু ছাড়েনা।
অবশেষে যবে হতাশ হৃদয়ে এসে বসি,
হঠাৎ চমকি নিজেই নিজেরে জিজ্ঞাসি ।
হায়! এ সুর কি তবে আমারি ব্যাথার হংসী ?
সে বাঁশি কি তবে আমারি বেদনা-বংশী ?
০৯ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৯
সবুজ পোকা বলেছেন: ধন্যবাদ :-)
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১:২৮
এম এ কাশেম বলেছেন: সুন্দর ................
ভাল লাগলো।