নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

জীবনের শেষ কথা

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৪

জীবনের শেষ কথা
যেন সব স্মৃতি মূখর অনুভবের ব্যাথা।
চলে যেতে চাই
যেখানে নাগরিক কোলাহ নাই ।
নাই কোনো সন্ত্রাস চাঁদাবাজীর আহাকার
নেই কোনো ব্যাথা হারাবার ।
নেই নির্যাতিত,লাঞ্ছিত,অবহেলিত কোনো জীবন
নেই ভয় আত্মরক্ষার
নেই আবির্ভাব কোনো শোসনকারী নেতার।

সমাজের বিত্তবান মানুষগুলো আজ বড় ভোগবিলাসী হয়ে উঠেছে। যে কোনো কিছুর বিনিময় হোক সাধারন মানুষকে
তাদের অধিকার থেকে বঞ্চিত করাই যেন তাদের প্রধান
কজ হয়ে দাঁড়িয়েছে ।অথচ বিবেক আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় জীবনের শেষ প্রান্তে ধনী গরিব আমরা মানব সম্প্রদায় সবাই একই গাড়ির যাত্রী একই রাস্তার পথচারী ।
বাস্তবে একটু ভেবে দেখুন আমরা ধনী হই আর যত গরিবই হইনা কেন,মুসলিম হলে নামাজ এক সঙ্গে এক কাতারে
নামাজ পড়ি যেখানে ধনি গরিবের কাতার ভাগ করা নাই ।
মৃত্যুর পরে সেই একই ঠিকানা সারে তিন হাত মাটির নিঁচে
হবে মাটির বিছানা । সাথে সঙ্গি হবে শুধু সামান্য সাদা কাপড়।
হিন্দু হলে মৃত্যুর পরে পুড়ে ছাই।আর মন্দিরে যাওয়া। আর খ্রীষ্টান হলেও একই অবস্থা কফিনে করে মাটির নিচে
কবর দিবে ।আর গীর্জায় দাঁড়িয়ে প্রাথনা।
আমরা মানব সম্প্রদায় ধর্ম নিয়ে কত বিবেদ ঝগড়া লড়াই করি অথচ ঠিক মত না করি পালন না মানি ধর্ম।
অথচ প্রতিটা ধর্মে মানব সম্প্রদায়ের শেষ অবস্থান সম্পর্কে অবগত বা সতর্ক করে দিয়েছে ।যার নৈতিকতা
হিসাব করলে পৃথিবীর ওপরে জীবন বাজি রেখে যত সম্পদ গড়লাম সবই ক্ষণিকের জন্য বৃথা পরিশ্রম
আসল লাভের কিছুই করলাম না।

মন্তব্য ২৫ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩২

শাহিন বিন রফিক বলেছেন:



প্রতিটি ধর্মে মানবতার কথা বলা আছে।
প্রশ্ন হচ্ছে- যাদের কথা আপনি বলছেন তারা কি আসলেই ধর্ম মানেন?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৯

সূচরিতা সেন বলেছেন: রফিক দা আমি কিন্ত লেখা মাঝে বিষয়তা তুলে ধরার চেষ্টা করেছি । যে ধর্মই হোক সেটা যদি নিজ নিজ ধর্ম মতাবেকই পালন করি
আমরা তাহলে পৃথিবীতে অনেক ক্ষেত্রে আংশিক স্বর্গ গড়ে তোলা যেত।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: কথাগুল চরম বাস্তব। সকল ধর্মের আগে মানব ধর্ম। আগে ধর্ম আসেনি। এক এসেছে মানুষ। তারা একটা গোষ্ঠী হয়ে সামাজিক ভাবে বসবাস করত। তারপর আসল ধর্ম। জাতি ভাগ হল। তবুও কেউ নিজ নিজ ধর্মে মনোযোগীী হতে পারেনি। স্বধর্মেই হয় বিবাদ। আসলে মানুষকে মনুষ্যেের চর্চা আগে করা উচিত।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৩

সূচরিতা সেন বলেছেন: অসংখ্য ধন্যবাদ মেহেদী দাদা ।সময় উপযোগী সুন্দর মন্তব্যটির জন্য অনেক কৃতজ্ঞ থাকলাম। আপনাদের একেকটি মন্তব্য
আমায় লেখার কত অনুপেরণা দিচ্ছে তা বলে শেষ করতে পারবোনা। শুভরাত্রী ।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৭

চাঁদগাজী বলেছেন:


"চাঁদাবাজির" শব্দটাকে আমি চাঁগাজীর হিসেবে পড়ি সব সময়, সমস্যা

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৭

সূচরিতা সেন বলেছেন: আমি যেতুকো বুঝি আপনি এই ব্লগে আমাদের অনেকেরি মুরব্বী হয়ত কারো চাচা বা কারো বাবা মামা খালুর বয়স। আমি
আপনাকে কাকু বলেই ডাকবো । আপনি অমন ভাবে বলে আমায় লজ্জায় ফেলবেন না গাজী কাকু।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: সুন্দর প্রতিউত্তরে আবার ফিরে এলাম। ভাল থাকবেন। শুভ রাত্রি দিদি।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০১

সূচরিতা সেন বলেছেন: শুভরাত্রী দাদা।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৫

কাওসার চৌধুরী বলেছেন:



লোভ আর দুর্নীতি আমাদের সমাজের একটা ব্যধি হয়ে দাঁড়িয়েছে; আর ধর্মকে ভিত্তি করে অনেকে নিজের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আখের গোছায়; সব দিকে শুধু খাই খাই কিসিমের মানুষ৷ধার্মিকের চেয়ে বকধার্মিকের সংখ্যা বহুগুণে বেশি এ বঙ্গে৷লেখাটি ভাল লেগেছে দিদি ৷

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২১

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় কাওসার দাদা। মন্তব্যের মাঝে বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেছেন । দাদার আগের লেখাটা
শেষ করেছি আর আজকে যেটা পোস্ট করেছেন সেটাতে এখনো যেতে পারিনি । আজ হয়ত আর যেতে পারবো না কাল
অবশ্যয় পড়বো যদি ঈশ্বর বাঁচিয়ে রাখেন। শুভরাত্রী দাদা।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: নীতি নৈতিকতাহীন মানুষদের সংখ্যা দিনদিন বাড়ছে। সবাই দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৯

সূচরিতা সেন বলেছেন: খুবই সুন্দর কথা বলেছেন দাদা।যতদিননা আমরা আমাদের নীতি নৈতিকতা ঠিক করতে পারবো ততদিন মানব সম্প্রদায়
ভালো কোনো অবস্থানেও যেতে পারবো না।শুভরাত্রী দাদা।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০২

বলেছেন: গাজী কাকু একজন হাজী
চাঁদাবাজি শুনলে ধর্মিক সাজি ।
সকল ধর্মেই মানুষের মঙ্গলের কথা বলা হয়েছে কিন্ত সব ধর্ম ব্যবসায়ী

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪২

সূচরিতা সেন বলেছেন: ল সব ধর্ম ব্যবসায়ী না ধর্মের কিছু মানুষ হলেন ধর্ম ব্যবসাহী।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২২

ডার্ক ম্যান বলেছেন: দুনিয়ার সবচেয়ে সফল বাণিজ্য ধর্ম

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩

সূচরিতা সেন বলেছেন: তবে সবার ক্ষেত্রে নয় কিছু মানুষের ক্ষেত্রে।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: টাকা থাকলে তার আর কিছুর দরকার পড়ে না, না শিক্ষা না বিবেক। টাকার ক্ষমতায় সব কিছু থেকে অতি সহজেই পার পাওয়া যায়।

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৮

সেলিম আনোয়ার বলেছেন: ইসলাম সমতার দর্শন। ইসলাম বলে দরিদ্র ধনী লোকের আগে বেহেশতে যাবে ।আর মানুষ টাকার পূজারী। স্রষ্টাকে প্রকৃত অর্থে কজনে মনে রাখে ??

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

বাকপ্রবাস বলেছেন: মানুষকেই আমার সবচেয়ে জটিল, কুটিল ও ভয়ংকর মনে হয়।

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০২

ঠ্যঠা মফিজ বলেছেন: চমতকার ভাবে ফুটিয়ে তুলছেন সমাজের বাস্তব চিত্র।

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫০

ব্লগ মাস্টার বলেছেন: বাহ! দারুন।

১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! চমৎকার কাব্য কথার গাঁথুনি। তবে ব্লগেও শান্তি নেই আপু। কারোও পোস্টে কমেন্ট করুন বা নাই করুন চাঁদগাজীর পোস্টে মন্তব্য না করলে ব্লগ অনেকটাই পানশে। হা হা হা,। শ্রদ্ধেয় গাজীসাহেবের নাম আনার জন্য ক্ষমাপ্রার্থী।


শুভেচ্ছা নিয়েন ।

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

রাকু হাসান বলেছেন: কবিতায় বাস্তবতার প্রতিফলন । কাব্যে অসাধারণ ।

১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৫

সনেট কবি বলেছেন: সুন্দর+

১৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খুব সুন্দর লেখা দিদি ভাই। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.