নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে আমি ছাড়া আর কিছুই নেই।

পরিশোধিত সক্রেটিস

পরিশোধিত সক্রেটিস › বিস্তারিত পোস্টঃ

নব উদ্দীপনা

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪২

চলো শির উঁচু করে দাড়াই,
দেশটাকে নতুন করে সাজাই,
যেখানে জন্ম নেবেনা কোনো জাফর সাদিক
যেখানে সত্যবাদীরা পড়বে না মুখ থুবড়ে
যেখানে ধুলো মাখা হয়ে গোড়াউনে পড়ে থাকবেনা
সাগর-রুণিদের ফাইল।

যেখানে আকাশ্চুম্বী হবে না দুর্নীতিতে ঘেরা
কোনো রাক্ষসের অট্টালিকা।
যেখানে ঝুলবেনা তাড়কাটায় ফেলানীদের লাশ
রাস্তায় পরে তড়পাবে না কোনো বিশ্বজিত
পাড় পাবে না একটিও যুদ্ধাপরাধী।

যেখানে হাজার কোটি টাকা লুট করে নামমাত্র জেলে
আয়েশ করবেনা কোনো তানভীর।
যেখানে নিজের সংস্কৃতি পিষে ফেলে পড়বেনা বিদেশীদের প্রভাব
যেখানে শিক্ষার্থীদের পড়তে হবে না।
বিশবছর আগের কারিকুলাম
যেখানে পিষ্ট হবেনা নব উত্থান।
সেখানে হাজার মানুষের খুনি রানারা খুনের দৃশ্যপট পরিবর্তন করতে পারবে না
জনগনই হবে সব।

চলো বয়সে না, কবি নজরুলের তারুন্যের মন্ত্রে জেগে উঠি
সবাই হাতে হাত রেখে অগ্ন্যুৎপাতের ন্যায় অনাচারের বিরুদ্ধে ছড়িয়ে পড়ি,
চলো নতুন করে সাজাই পুরনো এই দেশ,
শত কোটি ভালোবাসার একিভুত এক অনুভুতি,এক প্রতিচ্ছবি-
বাংলাদেশ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.