নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে আমি ছাড়া আর কিছুই নেই।

পরিশোধিত সক্রেটিস

পরিশোধিত সক্রেটিস › বিস্তারিত পোস্টঃ

হয়ত.....

০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:১৫

হয়ত কোনো দিন, কোনো এক রাস্তার মোড়ে দাঁড়িয়ে হঠাৎ আমাদের দেখা হবে।একটু অপ্রস্তুত হয়ে দুজনেই নিজেকে সামলে নেব।হয়ত তুমি সেদিনের মত পাশ কাটিয়ে সরে পড়তে চাইবে।আমি হয়ত নিজে সাহস সঞ্চয় করে বলবো 'কেমন আছো'!তুমি হয়ত খানিকটা চমকে গিয়ে নীচু স্বরে বলবে' এইতো ভালো,তুমি?' আমি হয়ত একদৃষ্টে তোমার চোখের নীচে পড়া আবছা কালো দাগগুলোর দিকে তাকিয়ে বলবো ' মেয়ে তো তোমার মতই হয়েছে,স্কুলে নিয়ে যাচ্ছিলে বুঝি'। তুমি ছোট করে উত্তর দিবে 'হু'। 'ড্রাইভার দাঁড়িয়ে আছে, আমাকে যেতে হবে,ভালো থেকো', বলে উত্তরের অপেক্ষা না করে ছোট্ট মেয়েটাকে নিয়ে সোজা হাঁটা দিলে সামনের দিকে। কিছুক্ষন তাকিয়ে থাকব হয়ত,সেকেন্ডের কাঁটা ঘুরতে ঘুরতে তুমি মিলিয়ে যাবে হাজার হাজার মানুষের ভিড়ে।আমি ছুটতে চাওয়া চোখের পানিকে আরেকবার আটকে মুখ ঘুরিয়ে লেগুনায় চেপে বসার জন্য পা বাড়াবো।আমার থমকে যাওয়া পৃথিবী আবার চলতে থাকবে.... কাঁধে থাকা ঔষধের থলির মধ্যে অনর্থক খুঁজতে থাকবো কোনো মন ভালো করার ঔষধ খুঁজে পাওয়া যায় কি না।আমি আবার ব্যর্থ হব,আবার।পৌষে গাছের পাতা ঝরে যাবে, ফাল্গুনে আবার নতুন পাতা জন্মাবে।হয়ত আমার পৃথিবীতে পৌষ মাসই চলতে থাকবে,কখনো থামবে আবার চলবে হয়ত ফাল্গুন আর আসবে না।তবে আবার হয়ত আমাদের দেখা হবে,কোনো রাস্তার মোড়ে,গাড়ির মোটা গ্লাসের ওপারে বা কোনো স্বেচ্ছাচারী স্বপ্নে।শুধু প্রশ্ন থাকবে নিরুত্তর ' তবে কি তোমায় আমি আজও ভালোবাসি.........'

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:২৭

লিট্রিমিসটিক বলেছেন: ভাল লেগেছে ভাই। শেয়ারে দিলাম। অনেক ধন্যবাদ।

০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১১

পরিশোধিত সক্রেটিস বলেছেন: ধন্যবাদ ৩

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:২১

নিয়াম বলেছেন: চমৎকার প্রকাশ। শুভকামনা অফুরান

০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১২

পরিশোধিত সক্রেটিস বলেছেন: ধন্যবাদ ও ভালোবাসা :)

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৮

সত্যের ছায়া (সংস্করণ) বলেছেন: আরেকটু দীর্ঘ হলে আরো ভালো হত!

০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫

পরিশোধিত সক্রেটিস বলেছেন: ধন্যবাদ। পরবর্তীতে চেষ্টা করবো।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৯

রাসেল ০০৭ বলেছেন: রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ,
ভাবি নি সম্ভব হবে কোনোদিন ।
আগে ওকে বারবার দেখেছি
লালরঙের শাড়িতে
দালিম ফুলের মতো রাঙা ;
আজ পরেছে কালো রেশমের কাপড় ,
আঁচল তুলেছে মাথায়
দোলনচাঁপার মতো চিকনগৌর মুখখানি ঘিরে ।
মনে হল , কালো রঙে একটা গভীর দূরত্ব
ঘনিয়ে নিয়েছে নিজের চার দিকে ,
যে দূরত্ব সর্ষেখেতের শেষ সীমানায়
শালবনের নীলাঞ্জনে ।
থমকে গেল আমার সমস্ত মনটা ;
চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে ।
হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে
আমাকে করলে নমস্কার ।
সমাজবিধির পথ গেল খুলে ,
আলাপ করলেম শুরু —
কেমন আছ , কেমন চলছে সংসার
ইত্যাদি ।
সে রইল জানলার বাইরের দিকে চেয়ে
যেন কাছের দিনের ছোঁয়াচ – পার – হওয়া চাহনিতে ।
দিলে অত্যন্ত ছোটো দুটো – একটা জবাব ,
কোনোটা বা দিলেই না ।
বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় —
কেন এ – সব কথা ,
এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা ।
আমি ছিলেম অন্য বেঞ্চিতে
ওর সাথিদের সঙ্গে ।
এক সময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে ।
মনে হল কম সাহস নয় ;
বসলুম ওর এক – বেঞ্চিতে ।
গাড়ির আওয়াজের আড়ালে
বললে মৃদুস্বরে ,
“ কিছু মনে কোরো না ,
সময় কোথা সময় নষ্ট করবার ।
আমাকে নামতে হবে পরের স্টেশনেই ;
দূরে যাবে তুমি ,
দেখা হবে না আর কোনোদিনই ।
তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে ,
শুনব তোমার মুখে ।
সত্য করে বলবে তো ?
আমি বললেম , “ বলব । ”
বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধোল ,
“ আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে ,
কিছুই কি নেই বাকি । ”
একটুকু রইলেম চুপ করে ;
তারপর বললেম ,
“ রাতের সব তারাই আছে
দিনের আলোর গভীরে । ”
----রবী ঠাকুর

০৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৯

পরিশোধিত সক্রেটিস বলেছেন: ভালোবাসার রবী ঠাকুর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.