নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে আমি ছাড়া আর কিছুই নেই।

পরিশোধিত সক্রেটিস

পরিশোধিত সক্রেটিস › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসারা আজ সুখে নেই

০৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২০

যারা ভালোবাসার বুলি আওড়ায় তারা দিন শেষে টাকার কাছেই নিজেকে সঁপে দেয়।

মেয়ে হলে টাকাওয়ালা বফ/বর আর ছেলে হলে ব্যবসা বা জব।

ভালোবাসা চুপটি করে লুকিয়ে থাকে সেই ষোড়শে পাওয়া বেলিফুলের মালায় যা দশম শ্রেণীর কোনো পরিত্যক্ত বইয়ের মাঝে চুপটি করে বসে আছে অথবা হাবাগোবা স্কুল পড়ুয়া ছেলের বোতামে।

চতুর্দশী মেয়ে ছেলের আর তা থাকে না। অর্থ কিনে নেয় সেই 'প্রথম ছোঁয়ায় আপদামস্তক ঝাঁকিয়ে দেয়া শিহরণ'।

মেয়েটি ভাবে 'ধনী কাউকে সঙ্গী করে নিলে বোধহয় জীবনটা অনে সুন্দর হবে,'
বা ছেলেটি ভাবে, 'অনেক অর্থ সম্পদের মালিক হলে হয়ত তার সঙ্গী সুখী হবে'।

ভালোবাসারা আজ সুখে নেই।তারা বেঁচে থাকে লোভাতুর চোখের বিপরীতার্থক কান্নায়।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.