| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রায় ৪হাজার বছর আগে চীনারা গণনা করার জন্যএকটি যন্ত্র তৈরি করে। যার নাম ছিলঅ্যাবাকাস। এটিই হলো পৃথিবীর প্রথমগণনাকারী যন্ত্র। আর এটিই হলো বর্তমানকম্পিউটারের পূর্বপূরুষ। ১৯৪০ সনে ক্লড শ্যাননপ্রথম এই ডিজিটাল ইলেকট্রনিক কম্পিউটারআবিষ্কার করেন।
প্রোগ্রামেবল ডিভাইসের জন্যএটি একটি সম্ভাবনার দুয়ার উন্মোচিত করে।১৯৪১ সনে করনার্ড জিউস আবিস্কার করেনপৃথিবীর প্রথম অপারেশনাল কম্পিউটার। আরপার্সোনালকম্পিউটারগুলোআস্তে আস্তে মার্কেটে আসতেথাকে ১৯৭৭ সনের দিকে। তবে মূলত বর্তমানকম্পিউটারের রূপরেখা তৈরি করেন ব্রিটিশগণিতবিদ 'চার্লস ব্যাবেজ'।
১৮২২সালে তিনি লগারিদমসহ গাণিতিক হিসাব-নিকাশ অধিক সহজ করার লক্ষ্যে একটি যন্ত্রতৈরি করার পরিকল্পনা হাতে নেন। এরও অনেকপরে ১৮৩৩ সালে তিনি আগের সবগণনাকারী যন্ত্রের স্মৃতিভাণ্ডারেরপ্রয়োজনীতা অনুভব করেন। এ জন্যতিনি একটি যন্ত্র তৈরির চিন্তা করেন, যারনাম দেন অ্যানালটিক্যাল মেশিন। এটির কাজতিনি শেষ করতে পারেননি। তার এই মেশিনেরডিজাইনের ওপর ভিত্তি করেই আজকের এইকম্পিউটার তৈরি করা হয়েছে।
এই জন্যইতাকে কম্পিউটারের আদি পিতা বা জনকবলা হয়। কম্পিউটারের সবচেয়ে বড় সাফল্যআসে মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে।ব্যবহারের সুবিধা বেড়ে যায় ও কাজেরক্ষমতা বেড়ে যায়।
©somewhere in net ltd.