| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ল্যাপটপ কেনার সিদ্ধান্ত নিলাম। বাজেত সর্বোচ্চ টেনেটুনে ৪৫০০০/- ২ টা মডেল পছন্দ হইছে। বুঝতেছি না কোনটা ভালো হবে। কম্পিউটার বিশেষজ্ঞ ভাইয়েরা একটু পরামর্শ দিয়ে সাহায্য করেন।
১) Click This Link
২) Click This Link
৪৫ এর ভেতর কোর আই ৫ পাওয়া যায়, অনেক ভালো কনফিগারেশনের কিন্তু তাতে গ্রাফিক্স কার্ড নাই। আর গ্রাফিক্স কার্ড হলে তা বাজেট ছাড়ায় যায়। গ্রাফিক্স কার্ড ছাড়া আই ৫ ভালো হবে নাকি গ্রাফিক্স কার্ড সহ আই ৩?
ডেল টা ২ গিবি গ্রাফিক্স কার্ড দিচ্ছে কিন্তু ক্লক স্পিড কম, ১.৭ গিগা হার্জ মাত্র। আর এইচপি টার ক্লক স্পিড ২.৫ গিহা কিন্তু গ্রাফিক্স কার্ড ১ জিবি।
কাজের জন্যই নিচ্ছি মুলত- অটোক্যাড, স্ট্যাড প্রো, ই ট্যাব সেফ, জিআইএস এসব ব্যবহারের জন্য। মাঝে মাঝে টুকটাক গেম খেলতে ভালো লাগে। এই জন্য গ্রাফিক্সের জন্য মনটা টানে।
টেকি ভাইয়েরা একটু মতামত দিয়ে সাহায্য করেন।
২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
বিদ্রোহী কান্ডারী বলেছেন: গ্রাফিক্স কার্ড ছাড়া কোর আই ৫ কেমন হবে? বিল্ট ইন ১ গিগা গ্রাফিক্স কার্ডের পারফরমেন্স কি ডেডিকেটেড এর মত নাকি কম হবে?
২|
২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
বাকি বিল্লাহ বলেছেন: আই ৫ নিলে তো কোন কথা নাই চোখ বন্ধ করে নিয়ে নেন। কনফিগার হাই হলে গ্রাফিক্স কার্ড ছাড়াও হার্ডলি কাজ করতে পারবেন।। বিল্ট ইন গ্রাফিক্স অবশ্যই পারফরমেন্স ডেডিকেটেড এর চেয়ে কম হবে।
৩|
২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
জুবায়েদ হোসেন বলেছেন: আমি এইচপি প্রোবুক ব্যবহার করি, পারফর্মেন্স ভালই, গরম তুলনামূলকভাবে কম হয়। :p
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
বাকি বিল্লাহ বলেছেন: এইচপি নেন।
NVIDIA গ্রাফিক্স দিয়ে ডেল নেয়ার দরকার নাই।