নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কাজী নজরুলের বিদ্রোহী কান্ডারী

বিদ্রোহী কান্ডারী

আমি পরিবর্তন চাই।

বিদ্রোহী কান্ডারী › বিস্তারিত পোস্টঃ

ল্যাপটপ বিষয়ক পরামর্শ চাই

২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৪

ল্যাপটপ কেনার সিদ্ধান্ত নিলাম। বাজেত সর্বোচ্চ টেনেটুনে ৪৫০০০/- ২ টা মডেল পছন্দ হইছে। বুঝতেছি না কোনটা ভালো হবে। কম্পিউটার বিশেষজ্ঞ ভাইয়েরা একটু পরামর্শ দিয়ে সাহায্য করেন।
১) Click This Link

২) Click This Link

৪৫ এর ভেতর কোর আই ৫ পাওয়া যায়, অনেক ভালো কনফিগারেশনের কিন্তু তাতে গ্রাফিক্স কার্ড নাই। আর গ্রাফিক্স কার্ড হলে তা বাজেট ছাড়ায় যায়। গ্রাফিক্স কার্ড ছাড়া আই ৫ ভালো হবে নাকি গ্রাফিক্স কার্ড সহ আই ৩?

ডেল টা ২ গিবি গ্রাফিক্স কার্ড দিচ্ছে কিন্তু ক্লক স্পিড কম, ১.৭ গিগা হার্জ মাত্র। আর এইচপি টার ক্লক স্পিড ২.৫ গিহা কিন্তু গ্রাফিক্স কার্ড ১ জিবি।

কাজের জন্যই নিচ্ছি মুলত- অটোক্যাড, স্ট্যাড প্রো, ই ট্যাব সেফ, জিআইএস এসব ব্যবহারের জন্য। মাঝে মাঝে টুকটাক গেম খেলতে ভালো লাগে। এই জন্য গ্রাফিক্সের জন্য মনটা টানে।

টেকি ভাইয়েরা একটু মতামত দিয়ে সাহায্য করেন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

বাকি বিল্লাহ বলেছেন: এইচপি নেন।
NVIDIA গ্রাফিক্স দিয়ে ডেল নেয়ার দরকার নাই।

২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

বিদ্রোহী কান্ডারী বলেছেন: গ্রাফিক্স কার্ড ছাড়া কোর আই ৫ কেমন হবে? বিল্ট ইন ১ গিগা গ্রাফিক্স কার্ডের পারফরমেন্স কি ডেডিকেটেড এর মত নাকি কম হবে?

২| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

বাকি বিল্লাহ বলেছেন: আই ৫ নিলে তো কোন কথা নাই চোখ বন্ধ করে নিয়ে নেন। কনফিগার হাই হলে গ্রাফিক্স কার্ড ছাড়াও হার্ডলি কাজ করতে পারবেন।। বিল্ট ইন গ্রাফিক্স অবশ্যই পারফরমেন্স ডেডিকেটেড এর চেয়ে কম হবে।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

জুবায়েদ হোসেন বলেছেন: আমি এইচপি প্রোবুক ব্যবহার করি, পারফর্মেন্স ভালই, গরম তুলনামূলকভাবে কম হয়। :p

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.