![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলা সাহিত্যের কেউ নই।সৃস্টির চিরায়ত নিয়ম অনুসারে জীবন চালাতে হয।আমি অতি সাধারন ভাবে এই জীবন নামে সীমাহীন সাগরকে পাড়ি দেওয়ার প্রত্যয়ে হাল ধরেছি।কেউ জীবনকে চিনে অতি অল্প বয়সে আমিও তাদের একজন।তবে আমি আমার জীবনেকে সম্পূর্ন রূপে লেখায় ফুটিয়ে তুলতে পারিনি।যদি মহান আল্লাহর অশেষ তায়ালার কৃপায় এবং এই ব্লগের সকল গুণী লেখকেদের সহযোগিতায় আমার লেখার মাধ্যমে পুরোপুরি ফুটিয়ে তুলতে পারলে আমি বিশ্বাস করি আমার মত অনেক সুযোগ সুবিধা বঞ্চিতরা জীবনের দিশা খুঁজে পাবে।
অ্যাজমার রোগীর জন্য যা জানা প্রয়োজন:
আমাদের ফুসফুস ও শ্বাসনালীর একটি রোগ অ্যাজমা। সাধারনত বাংলাদেশে এটি হাঁপানি বলেই পরিচিত। অ্যাজমা রোগটি থেকে পুরোপুরি আরোগ্য পাওয়া সম্ভব না হলেও একে নিয়ন্ত্রনে রাখা সম্ভব।
১)ধুমপান থেকে বিরত থাকুন
২)ধূলাবালি থেকে দূরে থাকুন।
৩)মশার কয়েল ও ধোঁয়া থেকে দূরে থাকুন।
৪)মশা নিরোধক স্প্রে যেমন অ্যারোসল ইত্যাদি থেকে দূরে থাকুন।
৫)যেসকল খাবার ও ব্যবহার্য জিনিসে রোগীর এর্লাজী হয় সেগুলো থেকে বিরত থাকুন।
৬)ঠান্ডা এড়িয়ে চলুন।
৭)মুখে মাস্ক ব্যবহার করুন।
৮)কিছু পেশা আপনার অ্যাজমার ভয়াবহতা বাড়িয়ে দিতে পারে।সেক্ষেত্রে পেশা পরির্বতন করুন।
©somewhere in net ltd.