![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলা সাহিত্যের কেউ নই।সৃস্টির চিরায়ত নিয়ম অনুসারে জীবন চালাতে হয।আমি অতি সাধারন ভাবে এই জীবন নামে সীমাহীন সাগরকে পাড়ি দেওয়ার প্রত্যয়ে হাল ধরেছি।কেউ জীবনকে চিনে অতি অল্প বয়সে আমিও তাদের একজন।তবে আমি আমার জীবনেকে সম্পূর্ন রূপে লেখায় ফুটিয়ে তুলতে পারিনি।যদি মহান আল্লাহর অশেষ তায়ালার কৃপায় এবং এই ব্লগের সকল গুণী লেখকেদের সহযোগিতায় আমার লেখার মাধ্যমে পুরোপুরি ফুটিয়ে তুলতে পারলে আমি বিশ্বাস করি আমার মত অনেক সুযোগ সুবিধা বঞ্চিতরা জীবনের দিশা খুঁজে পাবে।
শীতের আগমনে স্বাস্থ্যর্বাতাঃ
প্ররকৃতিতে শীতের আগমন ঘটেছে তাই এ সময়ে প্রয়োজনে আমাদের কিছুটা বাড়তি সতর্কতা। শুষ্ক আবহাওয়ার সাথে কম তাপমাত্রার সংযোজন আর ধূলোবালির তীব্র উপদ্রব, সব মিলিয়েই সৃষ্টি করে কিছু অস্বাস্থ্যকর অবস্থা তবে এসময়ে একটু বৃষ্টি হলে ধূলা বালির পরিমান একটু কমে গেলে জনমনে কিছুটা স্বস্তি নেমে আসে।
শীতকালে যেসকল স্বাস্থ সমস্যা ধেখা দেয় সেগুলো প্রতিরোধ সম্ভব যদি সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নেওয়া হয় এবং স্বাস্থ্য সম্পর্কে আমরা সচেতন থাকি।শীতকালে নবজাতক ,শিশু ও বয়স্কদের প্রতি একটু শি যত্নবান হোন।
শীতকালে যেসকল রোগের প্রার্দভাব বেশি হয়:
A) নবজাতক ও শিশুদের ক্ষেত্রেঃ
সর্দিকাশি, ভাইরাস জ্বর, টনসিলের প্রদাহ, শ্বাসতন্ত্রের অ্যাজমা,নিউমোনিয়া ছাড়া হাত-পা ফেটে যাওয়া, মুখে-জিহ্বায় ঘা, বিভিন্ন চর্মরোগের মধ্যে খোসপাঁচড়া ইত্যাদি বেশি দেখা দেয়।
বয়স্কদের ক্ষেত্রেঃ হাঁপানি, ব্রংকাইটিস, পুরনো কাশি স্ট্রোক,হৃদরোগ ইত্যাদি জটিলতার সৃষ্টি করে।
উপদেশ আসুন সকলে মিলে একটু সচেতন হই-ডাঃসোহেল
©somewhere in net ltd.