নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহেল রানা.

সোহেল রানা. › বিস্তারিত পোস্টঃ

দূর পরবাসের একাকীত্বতা ও আমি

১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৭

দূর প্রবাসে থাকি নিজেকে বড় একা একা মনে হয় , সময়ের বদলে এই ভার্চুয়াল জগতটাই আমার সবচেয়ে বড় বন্ধু মনে হয়, সেখানেই আমি খুজে পাই আমার স্বদেশ, সেই গ্রামবাংলার মানুষগুলি। জীবন শুরু হয় তখন থেকে যখন থেকে কেউ একা একা পথচলা সুরু করে। সময়ের প্রয়োজনে নানা কাজে ব্যাস্ত সময়ে ডুবে বিভোর হয়ে কখন যে এ জীবন শেষ দ্বার প্রান্তে গিয়ে পৌছায় । সকল ব্যাস্ততা লুটিয়ে সময় নিঃশেষ করে প্রস্থান হয় মৃত্যর মাধ্যমে । শুধু মাঝে রেখে যায় কিছু স্মৃতি, আর কিছু নয় । মরণের কথা মনে করলে এই প্রবাস জীবনটাও অসহায় লাগে, মনে হয় এই পৃথিবী ভুকে একজন অসহায়, পাওয়া না পাওয়ার মাঝে জীবন থেকে চলে গেল কত গুলো বছর, দুনিয়ার সুখের জন্য এ প্রবাস জীবন, আরেকটা তো জীবন আছে মরণের পরে, কি নিয়ে যাব সেই জীবনের জন্য.আজ যদি চলে যাই বিধাতার ডাকে সাড়া দিয়ে ওপারে। এমন নিঃসঙ্গ জীবন ভালো লাগেনা, বিষন্ন দিন রাতের শেষে বার বার মনে পড়ে যায় আমার সেই প্রিয় গ্রামের মেঠুপথ, আজ হয়ত বহু উল্লাসে ভরা সেইখানে হয়তো সবাই ব্যাস্থ, মিলেনা সময় তবুও সেখানেই ফিরে যেতে চাই দূরের আমি।

এই দূর পরবাসে মাঝে মাঝে সপ্নের বেশে স্মৃতিরা এসে আমাকে করে যায় বড়বেশী এলোমেলো। গানটি শুনতে এখানে ক্লিক করুন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.