![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গর্ভের ভেতর নারী,নারীর ভেতর গর্ভ
১. নীল নীল এই প্রান্তরে, সবুজে ঘেরা চারিপাশ
ইহার মাঝে রক্ত লাল, কোন এক ফুলের আবির্ভাব
সেই ফুলের নেই কোন ঘ্রান, আছে শুধু প্রতিচ্ছবি
মনে হচ্ছে, কোন এক কালের বার্তা নিয়ে এসেছে
অনন্ত কালের দিকগামী পথ, যা ফুরোবে না কোন পথে এসে
অবচেতনের খেয়ালে চলবে পথিক, অনন্তকালের পথে
*******************************
২.মৃত্যু ক্ষুদা তারিয়ে বেড়াচ্ছে প্রতিক্ষন, প্রতি মুহূর্তে
স্বাদ নিতে নাহি চায় এই মন, তবু নিতে হয়
অবশেষে পড়ে থাকে, পরিশেষে রেখে যাওয়া কিছুক্ষন
স্মৃতির সীমানায় পড়ে থাকে শুধু প্রতিচ্ছবি
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৬
অবচেতনমন বলেছেন: হতাশার প্রতিচ্ছবি! আরমান মন্তব্যে ++++++++,ভালো থেকো প্রতিক্ষন এই কামনা।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৬
একজন আরমান বলেছেন:
হতাশার প্রতিচ্ছবি !