নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রো

শৈবাল সামি

শৈবাল সামি › বিস্তারিত পোস্টঃ

যে গল্পের নাম নেই - ০৩

০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫২

দেখতে কালো , স্লিম ছেলেটা দেখতে দেখতে বড় হয়ে গেল । পারভেজ এখন ৯ম শ্রেণিতে পড়ে। ছাত্র হিসেবে খুবই ভাল, শিক্ষকদের আর এতিমখানার আদর ও শাসনে পড়ালেখা খুব ভালভাবেই করছিল সে। ৯ম শ্রেণির শেষের দিকে তার টাইফয়েড হয়। যার ফলস্রুতিতে ১০ম শ্রেণিতে সে উত্তীর্ণ হতে পারেনা। সে খুব ভেঙ্গে পড়ে এবং একটা সময় পরে দুঃখ কাটিয়ে আবার পড়াশনায় মনোনিবেশ করে। ২য় বার ক্লাস নাইনে সে প্রথম সাময়িক পরীক্ষায় প্রথম হয়। তার কনফিডেন্স লেভেল খুব বেড়ে যায়। যা এসএসসি তে তার ভাল রেজাল্ট এনে দেয়। ৫টা লেটার সহ স্টার মার্কস।



পারভেজের রেজাল্টে খুশি হয়ে এতিমখানা কর্তৃপক্ষ ওকে ঢাকার একটি স্বনামধন্য কলেজে ভর্তি করে দেয়। সেখান থেকে ভাল ভাবে পড়াশনা করে সে ভাল রেজাল্ট নিয়ে এইচএসসি পাশ করে।



পারভেজ খুব প্রতিবাদী ছেলে। কোন অন্যায়- অবিচার দেখলেই প্রতিবাদ করত। যার জন্য আস্তে আস্তে সে তার এতিমখানার কর্তৃপক্ষের নিকট থেকে বাজে ব্যবহার পায়। অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়। সর্বোপরি তাকে এতিমখানা থেকে বের করে দেওয়া হয়। যদিও এইচএসসি'র পরে নিয়ম অনুযায়ী সেখান থেকে চলে আস্তে হয়। কিন্তু পারভেজের তো কেউ নেই।



এতদিন এই ব্যাপারটা ওর মাথাতেই ছিলনা যে, ওর কেউ নেই। বাবা, মা আত্মীয় - স্বজন নিয়ে ওর কোন অনূভুতি ছিলনা। কিন্তু এখন আস্তে আস্তে ওর ভিতরে সেই অনূভুতি মাথাচাড়া দিয়ে উঠছে।প্রায় রাতেই ও কান্না করত এই ভেবে যে সবার কেউ না কেউ থাকে আমার কেউ নেই। সম্পূর্ণ একা এক মানব।



ওখান থেকে বের হয়ে সে একটি মেসে উঠল। ক্লাস টেন এ পড়ার সময় থেকে ও টিউশনি করা শুরু করেছিল। টিউশনির টাকা দিয়ে ওর জীবনসংগ্রাম শুরু। মেসে উঠার পর কিছু নতুন বন্ধু হল। যাদের সহযোগিতায় কয়েকটি টিউশনি পেল সে। সাময়িক মানসিক ধাক্কা সামলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। আস্তে আস্তে কঠিন পৃথিবীর ধাক্কা খেয়ে খেয়ে পুরুষ হয়ে উঠতে লাগল আমাদের পারভেজ।





মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৭

বটের ফল বলেছেন: পরের পর্বের অপেক্ষায় থাকলাম।

২| ১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৩

শৈবাল সামি বলেছেন: ধন্যবাদ বটের ফল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.