![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০০১ সালের মাঝামাঝি কোন এক ভাবে পরিচয় হল এক হৃদয়বান মানুষের সাথে। তার নাম মনোয়ার। তিনি পারভেজের জীবনসংগ্রাম দেখে খুব কষ্ট পেলেন। তিনি পারভেজকে বুদ্ধি দিলেন যদি তার কোন সমস্যা না থাকে তবে যেন পারভেজ তার সাথে ব্যবসা করে। কিন্তু পারভেজ আসলে কোন কাজই জানতোনা। সে মনোয়ারকে বলল ভেবে জানাবে।
এক সপ্তাহ ভেবে ব্যাংকে জমান দশ হাজার টাকা নিয়ে মনোয়ার ভাইয়ের কাছে গেল শাহবাগে। মনোয়ার ভাইয়ের শাহবাগে ফুলের পাইকারি ব্যবসা। প্রথম ১৫ দিন সে ব্যবসা শিখল, তারপর লেখাপড়ার পাশাপাশি ফুলের ব্যবসা করতে লাগল। যথারীতি হাতে আগের থেকে বেশি টাকা আসতে লাগল। দেড় বছর ভালই ব্যবসা করলো পারভেজ। মনোয়ার ভাইয়ের অনুমতিতে এক সময় নিজেই আলাদা ব্যবসা করতে লাগল।
ভালই চলছিল পারভেজের দিনকাল। ভাল একটা বাসা নিল, পোষাকে অনেক পরিবর্তন আসলো, সর্বোপরি সচ্ছলভাবে জীবনযাপন করতে লাগল পারভেজ। অনার্স পরীক্ষার সময় ঘনিয়ে আসাতে পড়ালেখার চাপে সে তার দোকানে একটা লোক রাখল। যে ফুল বিক্রির লাভের উপর প্রতিদিন ১০% কমিশন পাবে । লোকটাও ভালভাবেই কাজ করছিল। একটা সময় পর পারভেজ ওর উপর অনেক ভরসা করেছিল। কিন্তু লোকটি পারভেজের বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি। মনোয়ার ভাই, পারভেজ এবং আরও কয়েকজন টাকা দিয়ে ওকে বেনাপোল পাঠিয়েছিল ফুল আনার জন্য। ও মোট দশ লক্ষ টাকা নিয়ে আর ফেরত আসেনি।
সবাই পারভেজকে দোষারোপ করতে লাগল এমনকি তাদের টাকা উদ্ধার করার জন্য চাপ দিতে লাগল। পারভেজ খুব ভেঙ্গে পড়ল। ওর দেড় লক্ষ টাকা ছিল ওখানে। নানামুখি টেনশনে ও আবার মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ল। মনোয়ার ভাইয়ের মাধ্যমে একটা মিচুয়াল করে ও শাহবাগ ত্যাগ করে।
২| ১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৭
শৈবাল সামি বলেছেন: ধন্যবাদ বটের ফল, গল্প পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৯
বটের ফল বলেছেন: বিশ্বাস এক অমূল্য সম্পদ ভাই। ভালো থাকবেন।