নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
হেয়ারহর ঢেলান দি আকাশের গাৎ
আঁই ছোক রাইখছি ম্যাঘের সমুদ্রে;
দেই আজার আজার তারার মতন, জীবনের আজার আশা,
আঁর ছোকের উডানে ভীড় করি গাইছে গান।
এইগ্গা অসুখী রাইত সুক হরী আইছিল আঁর ঘরে
হাত ভরতি ইচ্ছার হুল দি কৈছিলো,
ইয়ানে অনেক কিছুই আছে কোনটা নিবি নে
আঁই প্রেমান্ধ হোলার মতন, অবুজ নিশাগ্রস্থের মতন
হেগুনরে কৈছিলাম ভালোবাসা ছাই।
আঁর আর কিছু লাইগদো ন।
হেগুনে আকাশ হাডাইন্না আঁসি দি আর
ঝঙ্কার মিশাইন্না স্বরে কৈছিলো,
হুদা ভালোবাসা দি জীবন সমুদ্র হাড়ি দিবি?
সুখি অইতি হাইরবি ত?
দীর্ঘশ্বাস ধরি রাইখতি হাইরবি ত?
দেখুম তোর ছোকে যন নদী না আইয়্যে।
আঁই কইছিলাম, হুড়ি হুড়ি-ই তো সোনা খাডি, কইলাত্তুন হীরা অয়,
কাইন্তে কাইন্তে-ই ত আসি আইয়্যে,
দীর্ঘশ্বাস কি আর অ্যাত কষ্টের!
নদী আইয়োক ছোকে
তবু আঁর ভালোবাসা ছাই।
হরী উড়ি গেলে হরে উডি খাড়াইলাম,
এয়ারহর ঢেলান দি আকাশের গাৎ
ছোক রাইখলাম ম্যাঘের সমুদ্রে।
::: নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কবিতা লেখার চেষ্টা করেছি মাত্র।
:::আঞ্চলিক ভাষা ব্যবহারে কবি প্রণব আচার্যের কাছে ভীষণ ভাবে কৃতজ্ঞ:::
২৩ শে জুন, ২০১৩ রাত ৯:৩৯
সকাল রয় বলেছেন:
কবিতাটার সহজ ভাষার ভার্সনটা পড়লে বুঝতে পারতেন হয়তো।
এটা আঞ্চলিক ভাষায় লেখা তো তাই।।
নোয়াখালীর মানুষ অবশ্য বুঝতে পারবে।
সহজ ভার্সনটাও দেব। তখন পড়বেন। ধন্যবাদ
২| ২৩ শে জুন, ২০১৩ রাত ৯:৫০
শাহরিয়ার পলক বলেছেন: আর ভালো লাগলো বাই
পেলাচ +
২৩ শে জুন, ২০১৩ রাত ৯:৫৭
সকাল রয় বলেছেন: আন্নেরে ধইন্যবাদ
৩| ২৩ শে জুন, ২০১৩ রাত ১০:১৯
মায়াবী ছায়া বলেছেন: বাহ্ ...পড়তে কিছুটা কষ্ট হলেও ভাল লেগেছে কবিতা।।
শুভ কামনা ...ভালো থাকুন ।।
২৩ শে জুন, ২০১৩ রাত ১০:৩১
সকাল রয় বলেছেন: ধন্যবাদ
কবিতায় একটু ভিন্নতা আনার চেষ্টা করলাম আর কি
৪| ২৩ শে জুন, ২০১৩ রাত ১১:০৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: নতুনত্ব আছে কবিতায় ! আছেন কেমন?
২৩ শে জুন, ২০১৩ রাত ১১:১৩
সকাল রয় বলেছেন:
ভালই আছি।
তবেআগের মতো সময় দিতে পারছি না
৫| ২৩ শে জুন, ২০১৩ রাত ১১:৫৬
নস্টালজিক বলেছেন: ইন্টেরেস্টিং এক্সপেরিমেন্ট!
মজা লাগলো!
শুভেচ্ছা, সকাল!
ভালো থাকো নিরন্তর!
২৪ শে জুন, ২০১৩ রাত ১২:০৪
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ রানা ভাই
চেষ্ঠা থাকবে
ভালো থাকবেন আপনিও
৬| ২৪ শে জুন, ২০১৩ রাত ১:৫৭
হাসান মাহবুব বলেছেন: বুঝতে অসুবিধা হয়নাই। ভালা হৈসে।
২৪ শে জুন, ২০১৩ রাত ৮:১৫
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
হাসান ভাই
৭| ২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৬
রেজোওয়ানা বলেছেন: কিছু বুঝি নাই!!
২৪ শে জুন, ২০১৩ রাত ৮:১৫
সকাল রয় বলেছেন: নো সমস্যা আমি সরল ভার্সনটা দিয়ে দেব
৮| ২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:৫১
~মাইনাচ~ বলেছেন: অর্ধেক অর্ধেক বুছছি
২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৩
সকাল রয় বলেছেন: মাইনাচ+
দিয়ে দেব
৯| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৭
তামিম ইবনে আমান বলেছেন: ইন্টারেস্টিং
২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৪
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
ভালা থাকিয়েন
১০| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বদ্দা অনের বাড়ি হডে??
হবিতা ভাল্লাগেই!!!
২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪২
সকাল রয় বলেছেন: আঁর বাড়ি তো সুসং নগর
অনেক ধইন্নবাদ
১১| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:২৭
ৎঁৎঁৎঁ বলেছেন: হুদা ভালোবাসা দি জীবন সমুদ্র হাড়ি দিবি?
সুখি অইতি হাইরবি ত?
দীর্ঘশ্বাস ধরি রাইখতি হাইরবি ত?
দেখুম তোর ছোকে যন নদী না আইয়্যে
বাহ, একদম অন্যরকম ভাল লাগলো!
শুভকামনা!
প্রেমান্ধ,ঝঙ্কার,জীবন সমুদ্র, দীর্ঘশ্বাস - এই শব্দগুলো কি আঞ্চলিক ভাষায় চলে?
২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪১
সকাল রয় বলেছেন:
অনেক আঞ্চলিক শব্দ যেমন আমরা শুদ্ধ ভাষায় বলি তেমনি অনেক শুদ্ধ ভাষাও আঞ্চলিক ভাষার সাথে চলে।
কথ্যভাষা শুনতে যতটা ভালো লাগে পড়তে হয়তো ততটা না তবে অনেক শুদ্ধ শব্দ বা চলিত শব্দ এসেছে আঞ্চলিক ভাষা থেকে।
ধন্যবাদ পাঠ করার জন্য
১২| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৭
রাতুল_শাহ বলেছেন:
পড়তে হালকা কষ্ট হইছে।
কবিতায় ভাল লাগা রইলো
২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৭
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ কবিতার সরল ভার্সন দিলে ভালো লাগতে পারে
১৩| ২৪ শে জুন, ২০১৩ রাত ১১:৫৭
মাক্স বলেছেন: মজা লাগসে পড়তে!
২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩১
সকাল রয় বলেছেন:
ধইন্নবাদ
১৪| ২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৪০
আল-মামুন-কৌশিক বলেছেন: কি লিখিছাও ভায়া...?
পড়ি তো ভালাই লাইগলো।
©somewhere in net ltd.
১| ২৩ শে জুন, ২০১৩ রাত ৯:৩৫
শূন্য পথিক বলেছেন: তেমন কিছুই বুঝলাম না।