নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোধহয় সেই ক্ষণজন্মা জন্ম যার প্রভাতে,যার আবেদনে মেঘ ঝরেছিলো আসমান হতে।।

সকাল রয়

কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত

সকাল রয় › বিস্তারিত পোস্টঃ

∞::::∞ মুক্তগদ্য: এখানে এখনো সকাল হয় ∞::::∞

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৫





খানে এখনো সকাল হয় ধূপছায়া রুপ মেখে। এখনো শীত এলেই ঘাসগুলো সব স্নান সারে ভোর রাতে। এখনো সকাল সতেজ সবুজ অবুঝ কবির চোখে ঘুম ভাঙ্গে। এখানে এখনো সোমেশ্বরীর বরফ পানি হুংকার তুলে উষ্ণ হাওয়ায়। ঠোঁটফাটা কিশোরীর মাথায় চাপে পাহাড়ী জঞ্জালের ভার। এখানে এখনো সকাল হয় খালি পায়ে হেটে আসা বনিতা-বৃদ্ধের নিঃশ্বাসে।



এখানে ভোরের গানে সোমেশ্বরীর পাথর জলে ডুবে থাকে স্তনবৃত্ত নর ও নারীর। এক ফোঁটা সুখের কথা গেঁথে রাখে কয়লার ভাঁজে ভাঁজে। এখনো দুঃসহ্য স্মৃতির রুমাল জমিয়ে রাখে বুক পকেটে। এখানে এখনো শীত, গীত, ভাই বোন, পিঠা, মাটি, হাটা-হাটি, শীৎকার এবং অব্যক্ত কথামালা ভাসে সকালের আকাশে।



এখানে এখনও সুসং নগরে, সুদখোর রোদ পোহায় মন্দিরের দেয়ালে পিঠ ঠেকিয়ে। এখনো বেশ্যার দালাল বুক চিতিয়ে হাটে নষ্ট চোখে। এখন গারো পাড়ার শুয়ে আছে, নুয়ে আছে শতবছরী বটগাছ। এখনো ইতিহাস কাঁদে অভিশপ্ত হয়ে।



এখনো চশমায় বৃষ্টি জমে। বৃষ্টি জমে বাহারী পাহাড়ী ফুলে। এখানে এখনো হাজং গানের সুরে তুলসী তলায় হাতজোর করে মাথায় ঠেকায় রমনীরা! এখনো আদিবাসীদের বাদ্যযন্ত্রে মাতে বাঙালীরা বাঙালীপনায়।



এখনো থেমে আছে মাটিতে দেবে যাওয়া মিনি বাহাদুরের বাহারী চৌকাঠ। মণিসিংহ, রাশিমনি, কুমুদচন্দ্র, কুমুদিনী এখনো চেয়ে আছে আশাহীন চোখে। এখনো সকাল আসে আগমনী নতুন সন্দেশ নিয়ে, এখন সুসং নগরী অপেক্ষার দিনগুনে কবে ফিরবে সোমেশ্বর।











রচনাকাল-

তিনই জানুয়ারী দুই হাজার চৌদ্দ খ্রিষ্টাব্দ

নর্থষ্ট্রীট। সুসং নগর।









::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

টিকা:

সোমেশ্বরী- নেত্রকোনা জেলার, সুসং দূর্গাপুর উপজেলার অন্যতম নদীর নাম।

সুসং নগর- সুসং দূর্গাপুরের এক জনপদের নাম।

মিনি বাহাদুর- সর্বশেষ সুসং রাজ বংশের জমিদার।

মণিসিংহ- কমিউনিষ্ট পার্টির অন্যতম নেতা, যার জন্ম সুসং দূর্গাপুর।

রাশিমনি- টংক আন্দেলনের শহীদ মাতা।

কুমুদচন্দ্র- সুসং এর জমিদার, যার প্রচেষ্টায় সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থা চালু হয় সুসং নগরে।

কুমুদিনী- টংক আন্দোলনের কিংবদন্তী নারী।

সোমেশ্বর- সুসং রাজ্য প্রতিষ্ঠার প্রথম রাজা





মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯

শায়মা বলেছেন: http://www.youtube.com/watch?v=408UjIHddHA

এই গানটাই মনে পড়লো তোমার পোস্ট দেখে ভাইয়া।

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৭

সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ

শায়মা আপু

২| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৩

খেয়া ঘাট বলেছেন: বাহ! একরাশ সতেজ মুগ্ধতা।

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৫

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ। খেয়া ঘাট।
ভালো থাকুন

৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪

সুমন কর বলেছেন: কঠিন, কম বুঝলাম। আবার পড়তে হবে।

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭

সকাল রয় বলেছেন:
কারো কারো কাছে

কিছু নাম অচেনা লাগতে পারে তাই টিকা দিযে দিয়েছি।

পড়লেই বুঝতে পারবেন।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫০

মামুন রশিদ বলেছেন: কবিতা তো আগেই পড়েছি । আবারও রেখে গেলাম একরাশ মুগ্ধতা :)

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৬

সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ

মামুন ভাই

৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮

এহসান সাবির বলেছেন: দারুন।

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৫

সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ

এহসান সাবির

৬| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: গদ্য হলেও সুন্দর কাব্যিক প্রকাশভঙ্গি .....। শুভকামনা।

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৪

সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ।
মনে হয় প্রথম আপনি পড়লেন আমার লেখা

৭| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ভাল লেগেছে ।

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০২

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
সেলিম ভাই
ভালো থাকুন

৮| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৯

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ভালোলাগা +++++++++++++++++++++++++++++

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০১

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
তিতির কবি

৯| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩১

লেখোয়াড় বলেছেন:
আ! সোমেশ্বরী!!

আমার না মেটা সাধ।
এখনো এখানে জীবন অর্থপূর্ণ হয়।

ভাল লেখা সকাল বাবু। মনের মতো।

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০০

সকাল রয় বলেছেন:

ধন্যবাদ
লেখায়াড় কবি

ভালো থাকুন

১০| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪১

সামাইশি বলেছেন: সুন্দর। ভালোলাগা। শুভেচ্ছা রইলো।

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯

সকাল রয় বলেছেন:
শুভেচ্ছা আপনাকেও

১১| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালা লাগলো !


সুসং নগর নামটা অনেক সুন্দর। মে বি আমি আমার কোন লেখায় এই নামটা ব্যভার করবো :)

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯

সকাল রয় বলেছেন: অবশ্যই ব্যবহার করতে পারেন
সেই সাথে সোমেশ্বরীও

১২| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৯

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৮

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ

হাসান ভা ই

১৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

মোঃ ইসহাক খান বলেছেন: বেশ সুন্দর। মন স্পর্শ করবার মত।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮

সকাল রয় বলেছেন:
ধন্যবাদ

আমার কবিতা যে কারো মনকে স্পর্শ করতে পারছে তাতেই বা কম কি

১৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০১

মহামহোপাধ্যায় বলেছেন: বেশ সুন্দর শব্দের বুনট। খুব ভাল লাগল। সাথে ইতিহাসও জানা হল।


ভাল থাকুন। শুভেচ্ছা :)

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৫

সকাল রয় বলেছেন: ধন্যবাদ
সামান্য প্রচেষ্টা ছিল
যদিও সুসঙবাসীদের জন্য আমারোএকটা দায়বদ্ধতা রয়েছে।


শুভেচ্ছা আপনাকেও

১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: দুর্দান্ত পোষ্ট !

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৮

সকাল রয় বলেছেন:
স্বপ্নবাজ অভি বলেছেন: দুর্দান্ত পোষ্ট !

ধন্যবাদ

অভি দা

১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০

ভিয়েনাস বলেছেন: আপনার মুক্তগদ্যটি পড়ে আশরাফ বাবুর গানটার কথা মনে পড়ে গেল....শহরে সকাল আসে কলেজের করিডোরে... শহরে সকাল আসে মসজিদের মিনারে :) ...

চমৎকার শব্দ চয়নে সুন্দর একটা মুক্তগদ্য পড়লাম।
ভালো লাগা রেখে গেলাম।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২২

সকাল রয় বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার লেখা গুলো আমাকে জমিয়ে দিচ্ছে

১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। আজকে অনেকগুলো ভালো ভালো কবিতার পোষ্ট পড়লাম। সবগুলো দারুন হয়েছে। আপনার লেখার শিরোনামটা অনেক ভালো লেগেছে কবি।

ভালো থাকবেন। শুভেচ্ছা রইল।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৪

সকাল রয় বলেছেন:
কিছু কিছু লেখা শুধু শিরোনামেই পাঠকের মন জয় করে ফেলে


ধন্যবাদ কাল্পনিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.