নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
ধর্মান্ধ
দাঁতাল হাঙরের মতো গিলে নেবে সবকিছু
একদল লোপ হীন দৈত্য ও ধর্মান্ধ মানুষ
ফিতে বাঁধা আমি কিংবা সরল কোন ঋতুবতী!
রোল ডাকার মতো কেউ বাদ যাবেনা।
শুধু ক্রমান্বয়ে....
খাঁজকাটা বস্তাবন্দী লাশকাটা ঘরে
বাড়বে বেহিসেবি হিসেব, নিখোঁজ নগরে ।
জারজ কথন
আমি তো গেছি নষ্টদের দলে, জারজ বৃত্তে সহবাস
নেবার অধিকার দিতে হয়না জন্মই তাকে বলে দেয়,
আস্তাকুঁড়ে পড়ে থাকে সব।
একদিন পিঠাপিঠি বোনকেও আস্তাকুঁড়ে ছুড়ে ফেলেছিল
আমি চিৎকার করতে পারিনি
কেননা আমি যে ছিলাম জারজ সন্তান।
জারজদের চিৎকার করতে নেই, যেন গোপনেই গোপনাঙ্গ কেটে নেয়া হলো আমার।
জারজদের পিতার হদিস থাকেনা,
কেননা পিতা তো আদিম পশু বৃত্তিতে মেতেছিল, জন্ম দেবার জন্য নয়।
জারজদের কোন পরিবার থাকতে আদমশুমারির গণনায় গণিকা শ্রম
জারজদের মাথা উঁচু করতে নেই, কেননা-
তাদের জন্মদাতারা সারমেয় সমতূল্য নাগরিক ইতর!
ফাগুন
ফাগুন আসছে
আগুন হবো
পুড়িয়ে দেব তোমায়।
তোমার সব সুখ
বোতাম বানিয়ে
পড়বো আমার জামায়।
ফাগুন আসছে
ফুলেরা হাসবে
তুমি ভাসবে অশ্রুধারায়
কাটার আঘাত জমিয়ে রেখেছি
উপহার দেবো তোমায়।
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
উৎসর্গ :
আরজুপানি
লেখোয়াড়
মাসুম আহমেদ
আমি এই ত্রিরত্ন ব্লগারদের লেখায় কয়েকদিন ধরেই নিমগ্ন! চোখ পেতে আছি আরো লেখা পড়বার আশায়।
রচনাকাল:
১১ জানুয়ারী দুই হাজার চৌদ্দ খ্রিষ্টাব্দ
সুসং নগর।
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩০
সকাল রয় বলেছেন:
বিদ্রোহ করতে ইচ্ছে করে
কবিতায়
কলম অনির্দিষ্ট হতে চায়
তাই কবিতার জন্ম
২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২২
সেলিম আনোয়ার বলেছেন: ২য় টা বেশি ভাললেগেছে। মানতার বিপর্যয় ফুটে ওঠেছে । অন্য গুলোও ভাল হয়েছে ।
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩১
সকাল রয় বলেছেন:
অনেক কথা দেয়ালে আটকে যায় কিন্তু কলমে আটকায় না। চেষ্টা করেছিলাম সেসব কিছু নিয়ে কবিতা লিখবো।
কিছুটা লিখতে পেরে স্বস্তি!
ধন্যবাদ
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৪
মামুন রশিদ বলেছেন: তৃতীয়টির মুড প্রথম দুটো থেকে আলাদা ।
উৎসর্গিত ত্রিরত্নের লেখায় আমিও মগ্ন থাকি ।
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
মামুন ভাই
সৃষ্টিতে বিষ্ময় ঘটাতে না পারলে কি হবে
ত্রিরত্নের লেখায় বিস্মিত হচ্ছি ক্রমাগত
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯
কবীর হুমায়ূন বলেছেন: অনেক সুন্দর লিখেছেন, কবি।
জারজ যদি সন্তান হয়, জারজ কি পিতা নয়?
জারজ সন্তান জারজ পিতার সন্তান নিশ্চয়।
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫
সকাল রয় বলেছেন:
অবশ্যই
অনেক সময় ভাবনাকে উসকে দিতে হয়। নয়তো সেই হাটুর নিচে বাঙালী
ভালো লাগলো আপনার উপস্থিতি
অনেক ধন্যবাদ।
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: প্রথমটা বেশি ভালো লাগছে।
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬
সকাল রয় বলেছেন:
আপনাকে যে কবিতায় দেখতে পেয়েছি সেটাই আমার জন্য অনেক অনুপ্রেরনা
লিখবো আরো কবিতা
ভালো থাকবেন কবি
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১০
কয়েস সামী বলেছেন: শেষেরটা ভাল্লাগসে বেশি।
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৬
সকাল রয় বলেছেন: ধন্যবাদ।
ভালোথাকুন শব্দসমাজে
৭| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬
েফরারী এই মনটা আমার বলেছেন: ধর্ম যার যার উৎসব সবার!!!এই মতবাদের প্রবক্তারা আজ কোথায়?আসুন সবাই পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করি।
Click This Link
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৬
সকাল রয় বলেছেন: হুম অবশ্যই
৮| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৯
সামাইশি বলেছেন: দ্বিতীয়টা খুব মিষ্টি লেগেছে। শুভেচ্ছা নিরন্তর।
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬
সকাল রয় বলেছেন:
আমারও ভালো লাগছে
কবিতা আজকাল মিষ্টি হয়ে আসছে
ধন্যবাদ
৯| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৭
স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ ভালো লাগলো সাম্প্রতিকের তিন !
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৫
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
অভি ভাই
১০| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫১
মাহমুদ০০৭ বলেছেন: কয়েস সামী বলেছেন: শেষেরটা ভাল্লাগসে বেশি
তার কথাই আমার কথা । সুসং নগর - বুঝলাম না ভাই ।
ভাল থাকবেন ভাই । শুভকামনা রইল ।
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৪
সকাল রয় বলেছেন: সুসং নগর হলো
সুসং রাজার রাজ্য
ধন্যবাদ
১১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২২
বোধহীন স্বপ্ন বলেছেন: প্রতিটি কবিতাই অসাধারণ।
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৪
সকাল রয় বলেছেন: অনেক ধন্যবাদ
ভালো লাগলো মন্তব্যটি
১২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫০
ইখতামিন বলেছেন:
ফাগুন আসছে
আগুন ঝরছে
পুষ্প হাসছে
পবন বইছে
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৩
সকাল রয় বলেছেন:
আরে বাহ!
দারুন তো
ফাগুন নিয়ে
১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩০
সায়েম মুন বলেছেন: প্রথমটা বেশী ভাল লেগেছে।
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫২
সকাল রয় বলেছেন:
ধন্যবাদনম
মুন ভাইয়া
১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সময় কে শব্দে বুনে কবিতা
কিংবা কবিতা হয়ে থাকে বর্ণবন্দি সময়।
ভালো লাগলো, দাদা।
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫১
সকাল রয় বলেছেন:
শব্দ নিয়ে কিছু শব্দামি করলাম
অনেক ধন্যবাদ
দুজয় কবি
১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০০
সুমন কর বলেছেন: প্রতিটি চমৎকার হয়েছে। আর মাসুম আহমেদ আমার একজন প্রিয় ব্লগার।
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫১
সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ
সুমন কবি।
ভালো থাকুন এই বাঙলা বেলায়
১৬| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৩
লেখোয়াড় বলেছেন:
যে দুজন ব্লগারের সাথে আমাকেও উৎসর্গ করলেন, তাতে আমি লজ্জায় নিমজ্জিত ভীষণভাবে। আরজুপনি আর মাসুম আহমেদের সাথে আমার কোন তুলনাই চলে না। ওনারা অনেক বড় মাপের এবং সন্মানীয় ব্লগার। ওনারা ব্লগে অনেক নিয়মিত।
সব মিলিয়ে আমাকে কোন কিছু উৎসর্গ করার মতো যোগ্যতা আমার আছে বলে আমি কখনো তা মনে করি না।
নেট খুব খারাপ, তাই লেখা নিয়ে পরে কথা বলবো।
অনেক ধন্যবাদ।
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭
সকাল রয় বলেছেন:
সকল কাটা ধন্য করে.......
কবির পরিচয় তার লেখায়..... কে যোগ্য কে অযোগ্য তা নিজে বলা যায়না। পাঠক বলবে।
আপনার লেখা ভালো লাগলো তাই !
কথা হবে ব্যাঙদের পার্টিতে যেখানে কোলাহল সঙ্গিত যেন।
১৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: আমি সমান্য কিছুতেই অনেক খুশি হই। এই যে আপনার এই পোস্টে উৎসর্গে আমার নাম দেখলাম, সেটা দেখে আমি অনেক খুশি হইছি
আপনার সাথে আমার ব্লগিং শুরুর প্রথম দিক থেকেই পরিচয়। সেই থেকেই আপনার লেখার সাথে আমি পরিচিত। ইদানিং খেয়াল করছি আপনি অনেক বেশি লিখছেন এবং অনেক ভালো লিখছেন।
ধন্যবাদ আপনারে এবং দেশে আসলে আপনার সাথে সুসং নগর দেখতে যাব
ভাল থাকুন, ভাল লিখুন!
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫
সকাল রয় বলেছেন:
দেখা হবে সুসং নগরে
দেখা হবে সোমেশ্বরীর মোহনায়
দেখা হবে এই বাঙলায় ফরিঙপথে
........................................
সেই ২০০৯ থেকে চলছে পথচলা। ২০১৪ লিখবো লেখার জন্যই।
১৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৭
সাগর রহমান বলেছেন: খুব খুব ভাল হয়েছে কবি। অপূর্ব
কথন।
সুসং নগর নামটা শুনলেই আমার কেন জানি জায়গাটিকে দেখতে ইচ্ছে করে। সে বহুদিন থেকেই।
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩১
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সাগরকবি
একদিনআসবেন
দেখা হয়ে যাবে বেলা অবেলায়
১৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪২
মশিকুর বলেছেন:
কবিতা, উৎসর্গ ভালো লেগেছে। তৃতীয় কবিতাটি ভিন্ন মেজাজের।
১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩০
সকাল রয় বলেছেন:
অনেক ধন্যবাদ।
মাঝে মাঝে পাল্টে যেতে হয়।
২০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৬
মুকুলসরকার বলেছেন: এখনতো ক্ষমতান্ধতার সয়লাব। ধর্মান্ধতার মত শব্দবিলাশ এখন এদেশের মানুষকে হাসাতে পারে বটে। পচাঁ রাজনী-তীর বিষাক্ত ছোবল আজ ধর্মের পবিত্রতাকে এফোড়-ওফোড় করছে, খুবলে খাচ্ছে মানবতাকে। সুতরাং কবি কি তাঁর কলম সে দিকে একটু তাক করবেন?
১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৩
সকাল রয় বলেছেন:
প্রতিষ্ঠিত কবিবৃন্দ হয়তো কলম সেদিকে তাক করতে গিয়ে আশেপাশে তাকাবেন তবে আমরা যারা আছি সমসাময়িক তারা কিন্তু ইতিমধ্য তাক করে ফেলেছি।
ধন্যবাদ
২১| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৫
আরজু পনি বলেছেন:
ঝাঁঝালো আর রোমান্টিকতায় মেশা তিন...
আপনার মতো শিল্পীর ব্লগে আমার মতো সাধারণ একজনের নাম দেখে অনেক সম্মানিত বোধ করছি ।
ব্লগে গত কয়েকদিন আসতে পারিনি ব্যস্ততায় তাই দেখতে একটু দেরী হয়ে গেল ।
নিজের কাছে নিয়ে রাখলাম এই সম্মাননা ।
১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৩
সকাল রয় বলেছেন:
আমরা কেউই সাধারণ নই
প্রত্যেকেই প্রত্যেকের কাছে অসাধারণ। আমরা যে এই যুগে সবাই মিলেমিশে একসাথে লিখতে পারছি সেটাই আমাদের সফলতা।
অনেক ধন্যবাদ
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২২
এয়ী বলেছেন: খুব ভালো লেগেছে।