নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
শেষ হয়ে এলো জানুয়ারী মাস। ২০১৩ তে বিশেষ কিছু লিখিনি অন্তত ছাপা হরফে প্রকাশ হবার মতো তো নয়ই। ২০১৪ বইমেলাতে কোথাও নেই আমি। না থাকার অন্যতম একটা কারণ হলো বিষণ্নতা। দেয়ালে সেঁটে গেছিল আমার সব ইচ্ছে গুলো, যেন কেউ পেরেক দিযে গেঁথে দিয়েছিল।
সন্ধ্যেয় স্থানীয় কবি লোকান্ত শাওন পরপর তিনবার আমার “বনসাই প্রেম” লেখাটি শুনলেন তিনি বিস্ময় একে দিলেন আমার চোখে, মুখে তিনি বললেন এরপরও তবে কেন আমি আড়ালেই থাকি। আমি আড়ালেই থাকতে চাই কেননা এমন লেখা সাম্প্রতিক সময়ে হাজার হাজার রচিত হচ্ছে আর সেখানে আমি কোন ছাড়....
সৃষ্টিতেই আনন্দ আমার! এর’চে বেশি কিছু ভাবতে পারিনা আর চাইও না। দিনকে দিন লেখাগুলো বেহায়া হয়ে যাচ্ছে আমার পকেট ক্যামেরার মতো যেখানেই জিপার খুলি সেখানেই প্রকৃতি!
একটা অভ্যেস আছে কারো উপর কখনো অভিমান হলে তার উপর সেটা প্রয়োগ না করে নিজের উপর করা। নিজের যৎসামান্য সৃষ্টি গুলোকে পুড়িয়ে দেই তাতে সাময়িক শান্তি পাই আর দীর্ঘস্থায়ী অবসান হয় শব্দযন্ত্রনা থেকে। ছিঃ ছিঃ করবার মতো লোকের সংখ্যা বাড়াতে চাইনা। একজন বললো কটা লোক পড়ে আপনার কবিতা? আমি বললাম কেন পড়বে? পড়ার মতো হলেই না হয় পড়বে! আমি নিশ্চই কারো চোখে শব্দযন্ত্রনা চাপিয়ে দিতে পারিনা।
শুনেছি নদী ও নারী দুজন দুজনার সতীন। আমার তো কোনটাই নেই, না নারী। না সতীন। তারপরও অভিমান। ছন্নছাড়ার অদ্ভুত পাতা যদি কেউ পড়ে কিংবা পড়তে থাকে তাহলে খানিকটা বিরক্ত সে হবেই কেননা এতে কিছু নেই কিছু ছিন্ন ঘটনার কথকতা ছাড়া। এক সাক্ষাতকারের কবি বলছেন তরুনরা কবিতার নামে যা লিখছে তা ছিন্ন ভাবনা আর আবেগের সমষ্টি। ছোট গল্পে চলছে দুর্দিন!
কতিপয় ব্যক্তিবর্গ একদিন কবি হয়ে গেলে পড়ে শুধু দাপাদাপি আর কিলিকবাজী করার অপেক্ষা গুলোকে বোতাম বানিয়ে কিংবা চশমার ফ্রেমের কাঁচ বানিয়ে ঘুড়ে। তবুও ভাবতে ভালো লাগে কবিরা কিছু বলছে।
৩১ জানুয়ারী-২০১৪ খ্রিঃ
__________________________________________
ডায়েরীর পাতা থেকে___রয়
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩১
সকাল রয় বলেছেন:
আমিও সেটাই ভাবি, কিন্তু দেবদাসের মতো সোনার জীবন ধ্বংস করতে মাঝে মাঝে বড় স্বাদ হয়।
কিন্তু পারিনা অদৃশ্য কেউ যেন প্রতিদিন ধ্বংস হবার আয়োজনটা ভেস্তে দেয় আর তাই লিখি।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৮
মামুন রশিদ বলেছেন: কবিরা একটু আধটু অভিমানি হয় ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২
সকাল রয় বলেছেন:
মান-অভিমানে দুরত্ব বাড়ে
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০২
স্বপ্নবাজ অভি বলেছেন: কবির জন্য শুভকামনা, ইচ্ছে গুলো জেগে উঠুক
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৩
সকাল রয় বলেছেন:
শুভকামনা আপনার জন্যও
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২২
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো টুকরো ভাবনা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৬
সকাল রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৪
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
একটা অভ্যেস আছে কারো উপর কখনো অভিমান হলে
তার উপর সেটা প্রয়োগ না করে নিজের উপর করা...!
কবি,
অভিমান হলো লবনের মতো..
পরিমানমতো থাকা ভালো কিন্তু
বেশি থাকা মোটেই স্বাস্হকর নহে..।
ভালো থাকুন আর লিখুন...।
ধন্যবাদ ।