নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুটা প্রকাশিত বাকীটা অপ্রকাশিত
তার চোখ ভরা উষ্ণতা। মলিন আভাস। উসকো চুল। ভ্রুযুগলে দীর্ঘ অপেক্ষার হলুদাভ চিঠি। নাকফুলে গাঁথা রাজ্যের ভার। অধরায় বিরক্তির প্রজাপ্রতি। নাসিকা মঞ্চে ব্যাকুলতার তরঙ্গ। আর হাত দুটোতে বরফ জমে আছে। তনুর উষ্ণ চোখের জলে ভেসে গেছে মুখের প্রদীপ হাসি। কতকাল যে কেঁদেছে বলতে পারবে না। সেই চোখ দেখতে দাড়িয়ে ছিলাম জানালার ধারে।
সে আমার দিকে দু’হাত তুলে বললো আমার দু’হাত রাঙিয়ে দিবি? কান্না আমার গলায় আটকে আছে ভেতরে নিতে পারছিনা। কষ্ট গুলো দু’হাতের মেহেদী আল্পনায় আলোকিত।
সারাটা দিন শুধু ঘর বন্ধ। বাইরে মস্ত এক তালা! রুপোর চাঁবি থাকে শেফালীর আচঁলে। ও চাঁবির ছুটি নেই। ঝুলে থাকে সেফটি পিনের মতো বুক ভরা অভিমান নিয়ে। অভিমানের শব্দ ভরতি চিঠি বুকে নিয়ে বসে আছে জোনাক গুলোও। ওরা বসে থাকে তনুকে ঘিরে। চোখের উঠোনে শুধু দেয়াল ভাসে। একপাশে রয়েছে দীর্ঘ পাঁচ বছর ধরে ঝুলে থাকা ত্যাক্ত-বিরক্ত ক্যালেন্ডারটি। টেবিলের এক কোনায় পড়ে আছে কপাল-কুন্ডলা। মাঝে মাঝে যার পাতায় চোখের জল পড়ে কুন্ডলী পাকিয়ে যায়। সে কুন্ডলীতে ধোয়া নেই আছে শৈথিল্য। সাঁঝ সকালে শুধু খাবার এসে দাড়ায় শেফালীর হাত ধরে। জানালার ধার দিয়ে খানিকটা আকাশ বন্ধুর মতো ঝুলে থাকে। বৃষ্টি অথবা রোদ শেফালীর আঁচল ধরে দরজা পেড়িয়ে যায়। ওদের আক্ষেপ থাকে তনুর মুখটা দেখবার। আক্ষেপে কারো ভ্রুক্ষেপ নেই। তনুর প্রসাধনীবিহীন মুখটা শুধু আয়নাকে দেখে, দেখে উসকো চুলের খুচরো প্রলাপ। কতকাল উঠেনি সিদুঁর সিথিঁতে তার।
রোজ গ্রামবাসী পথের ধারে কথার গুলি ছোড়ে- তনু কি সত্যিই পাগল হইছে? নাকি হুদাই ঢং করে?
কদম, বকুল, পলাশ গাছে বন্ধ ঘরের অসহায় স্মৃতির ঘুড়ি উড়ে। সুতো নেই তবুও ওদের অভিমান। তনু পুরোটা আকাশ দেখতে পায়না। সেই ছোট বেলাকার ঘুড়িটি বকুল, কদম, পলাশ গাছের উপর দিয়ে ডেকে যায় তনু! তনু! তনুশ্রী। চাঁবি ঝুলে আছে শেফালির আচঁলে। ছ’বছর আগের কোন একদিন যার যাত্রা শুরু হয়েছিল। এখনো ঝুলে আছে মস্ত অভিমানে। সিথিঁতে সিঁদুর উঠেছিল সেই যে কবে। কেউ জানেনি। তারপর থেকে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল তার সিথিঁ। আর কখনো সে হাসবে কি-না কেউ জানে না। তার যে অসুখ বড়। জোছনা অসুখ।
রোজ লুকিয়ে প্রলাপের সাক্ষি হই। আমার মধ্যমায় ব্যার্থতার বাঁসা। আমি আহত হই। ইচ্ছে করে একদিন রুপোর চাঁবি দিয়ে ও তালা খুলে দেই। তনু বেড়িয়ে আসুক। চিৎকার করে বলুক-আমি বাতাসে দ্বিহৃদয়া হইনি। কেউ একজন চাঁদ বুনে দিয়েছিল জঠরে। সেই কবে গলায় খিড়কি এটেঁ দিয়েছিল সমাজ। নির্বাক তনু। অভিমান ঝুলে থাকে তার ক্যালেন্ডারের গায়। শুনেছি কর্মফল বড় বিচিত্র! সময় তার করাতকলে নিঃদ্বিধায় তুলে নেয় শুভ-অশুভ সব ক্রিয়াদি। সময় এভাবেই ঘুড়ির ডানায় ভর করে তনুকে জাগিয়ে তুলে। কপাল কুন্ডলার পৃষ্ঠা যায় উল্টে। রুপোর চাবি পড়ে থাকে পথের ধূলোয়। পড়ে থাকে কদম, বকুল, পলাশ। একদিন খুব গোপনে কুড়িঁয়ে নিয়ে খুলে দেই অভিমানি তালাকে।
তনুকে রাঙিয়ে দেব। মেহেদী রঙে। আমার হাত ভরতি মেহেদী।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৯
সকাল রয় বলেছেন: না শরীর
টাইপে ভুল হয়েছে।
ধন্যবাদ
ফাগুনি শুভেচ্ছা। ভালো থাকুন।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
একদিন খুব গোপনে কুড়িঁয়ে নিয়ে খুলে দেই অভিমানি তালাকে।
দারুন লাগলো !
গিয়েছিলেন বইমেলায় ?
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮
সকাল রয় বলেছেন:
না যাবো শুক্রবারে-২১ দুপুর-৪টায়
ধন্যবাদ
ভালো থাকবেন
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৭
সুমন কর বলেছেন: শুনেছি কর্মফল বড় বিচিত্র! সময় তার করাতকলে নিঃদ্বিধায় তুলে নেয় শুভ-অশুভ সব ক্রিয়াদি।
আপনার লেখা পড়তে বেশ লাগে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৭
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
সুমন ভাই
শুভেচ্ছা ভালোবাসা দিবসের
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪১
নিশাত তাসনিম বলেছেন: ব্যবহৃত ছবিটি বেশ ভালো লাগলো। পোস্ট ৩য় +++
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬
সকাল রয় বলেছেন:
আমার বানানো ডেক্সটপ ওয়াল পেপার
ধন্যবাদ
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৫
সকাল রয় বলেছেন:
শুভেচ্ছা ভালোবাসা দিবসের
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৪
মোঃ ইসহাক খান বলেছেন: চমৎকার দৃশ্য তৈরি করেছেন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৪
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
গল্পাকার
বইয়ের কি খবর?
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০০
ইখতামিন বলেছেন:
অসাধারণ
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৩
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
ভালো থাকবেন। এই সব দিনরাত্রিতে
৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৯
উদাস কিশোর বলেছেন: চমত্কার
+
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪২
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
শুভেচ্ছা ভালোবাসা দিবসের
৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪১
মামুন রশিদ বলেছেন: সুখপাঠ! চমৎকার লিখেছেন ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪১
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ
ভালো থাকুন
শুভেচ্ছা
১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
সেলিম ভাই
শুভেচ্ছা ভালোবাসা দিবসের
১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৯
স্বপ্নবাজ অভি বলেছেন: অসাধারণ সকাল দা!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৯
সকাল রয় বলেছেন:
অনেক অনেক
ধন্যবাদ
অভি কবি
১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৩
রাইসুল নয়ন বলেছেন:
দাদা, খুব কম লেখাই পড়েছি আপনর, তবে যা পড়েছি আমার দৃষ্টিতে এটাই সেরা ।।
ভীষণ ভালো লাগলো, এমনভাবে লিখেছেন, তনুকে দেখতে পাচ্ছি ।।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫০
সকাল রয় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ। লেখার সময়ে আমিও কল্পনায় ছিলাম।
ভালো থাকবেন।
১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৯
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ওই মিয়া এত সুন্দর লিখেন কি করে..>? অভদ্রতার আবডালে ভদ্রতাটুকু নিবেন... বেশ লেগেছে...
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০১
সকাল রয় বলেছেন:
ধন্যবাদ। আপনার লেখা পড়ি ভালো লাগে। আরো লিখবেন। কম লিখেন কেন?
১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২১
হাসান মাহবুব বলেছেন: সুন্দর কোমল লেখা।
১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১০
অদৃশ্য বলেছেন:
যথেষ্ট সুন্দর...
সকাল দা'র জন্য
শুভকামনা...
১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৯
সানড্যান্স বলেছেন: গ্রেট জব স্যার!!
১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৪
একলা ফড়িং বলেছেন: জোছনা অসুখ! অদ্ভুত কাব্যময় অসুখ! অনেক ভালো লাগছিল পড়তে।
১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫০
পাঠক১৯৭১ বলেছেন: বিষয় কি? গল্প , নাকি কবিতা?
২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫
সকাল রয় বলেছেন: বিষয়: না্ই।
ধন্যবাদ
আপনাকে
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১০
বোকামন বলেছেন:
গাঁয় বলতে কি গ্রামকে বোঝানো হয়েছে ?
গল্প ভালো লাগালো। মৃদু শব্দে সুপাঠ্য লিখা।