নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌর কলঙ্কে পর্যবসিত (সৌকপ)

সৌর কলঙ্কে পর্যবসিত

আমি আসলে কেউ নই ।

সৌর কলঙ্কে পর্যবসিত › বিস্তারিত পোস্টঃ

ইবনে শাতিরের সূর্যঘড়ি

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৫

ইবনে শাতির (১৩০৪-১৩৭৫) কর্তৃক দামেশকের মসজিদে স্থাপিত সুর্যঘড়ি । তৎকালীন যুগের সবচেয়ে নির্ভূল ঘড়ি ছিল এটি । মূলত নামাজের সময়ের হিসাব নিকাশের জন্যই এটি স্থাপিত হয়েছিল। বছরের বিভিন্ন সময়ে সূর্যের উদয়, অস্তের স্থান ও উন্নতি কোণ সবসময় এক থাকে না। বিভিন্ন ঋতুতে তা পরিবর্তিত হয়, কিন্তু তারপরেও এই ঘড়ি সারা বছরই সঠিকভাবে সময় দেয় । নিকোলাস কোপার্নিকাস তার কিংবদন্তী গ্রন্থ "bus orbium coeleftium";2nd edition এ যে কয়েকজন মুসলিম বিজ্ঞানীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, ইবনে শাতির তাদের তৃতীয় জন ।



প্রথমজন হলেন আল বাত্তানী ( যিনি সর্বপ্রথম মধ্যযুগীও বিজ্ঞানী যিনি টলেমীর আল-মাজেস্ট এ বর্ণিত geocentric theory এর প্রতি সন্দেহ পোষণ করে টলেমীর কাজ গুলোর পুনঃনিরীক্ষণ ও নিজে নতুন গবেষনা করেন), দ্বিতীয়জন হলেন নাসিরুদ্দিন আল তুসী (যিনি tusi couple আবিষ্কার করেন ও কোপার্নিকাস তার সংরক্ষিত নক্ষত্র, ধূমকেতু , গ্রহ ইত্যাদির চলাচল ও অন্যান্য উপাত্ত,data এবং tusi couple নিজের গবেষণায় গ্রহন করেন )।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.