নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুয়াশাচ্ছন্ন শীতের শেষ বিকালে, ইছামতির তীরে একটি বালক প্রায়ই বসে থাকতো অসীম শূন্যতা, নির্জনতা, আর একাকীত্বকে সঙ্গী করে। জীবন আর বাস্তবতার তাগিদে ইট-পাথরের এই শহরে সে আজ নিতান্তই তুচ্ছ একজন কয়েদি।

অর্বাচীন সিজিয়াম

বিশাল এই পৃথিবীতে থাক না কিছু মানুষ অচেনা, দেখা হবে, কথা হবে, তবুও থাকবে অজানা...

অর্বাচীন সিজিয়াম › বিস্তারিত পোস্টঃ

প্রতিশোধ!

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

ছোটবেলায়, তখন প্রাইমারি/হাইস্কুলে পড়তাম। সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে বারান্দায় হারিকেন জ্বালিয়ে পড়তে বসতাম। পড়া শেষে বিদ্যুৎ আসার অপেক্ষা করতাম, রাতের ভাত খাওয়ার জন্য। কখনো কখনো বিদ্যুৎ না এলে না খেয়েই ঘুমিয়ে পড়তাম। রাতে আব্বা এসে জাগিয়ে তারপর ভাত খাওয়াতেন। উঠতে না চাইলে দু একবার আব্বার হাতে মারও খেতে হয়েছিলো।

আমি এমন কোন রাতের কথা মনে করতে পারি না যে রাতে আব্বা আমাকে আর ছোটবোনকে না খেয়ে ঘুমাতে যেতে দিয়েছেন। তারপর থেকে প্রতি রাতে অবচেতন মনেই খেয়ে তারপর ঘুমাতে যেতাম। সেই অভ্যাসটা এখন অব্দি আছে। এমনকি ইন্টারের পরে ঢ়াকার কোচিং লাইফে কিংবা তারপর ৬ বছরের হল লাইফেও কোনদিন রাতে না খেয়ে থাকিনি। আজ সুযোগ এসেছে পুরাতন অভ্যাসটা আরো একবার প্রয়োগ করবার।

ছাত্র হিসাবে কোন কালেই আমি আহামরি ব্রিলিয়ান্ট ছিলাম না। SSC তে মানবিকে A, HSC তে ব্যবসায় শিক্ষায় A+, BBA তে A- আর MBA তে A. আল্লাহর করুণায় এইটুকুই আমার সম্বল। চাকরির পড়াশোনার কোন প্রস্তুতিই আমার ছিলো না। তারপরেও গত এক বছরে ৩ টা ব্যাংকের ভাইবার দরজা পর্যন্ত যেতে পেরেছি এই আমার কাছে ম্যালা কিছু। ঐ পরীক্ষা গুলোও দিয়েছি গড়পড়তা মানের। কিন্তু বি বি র অফিসারের লিখিত পরীক্ষাটা কি আমি এতই খারাপ দিলাম, ভাইবার জন্য সিলিক্টেড হলাম না!!!

খারাপ পরীক্ষা দিয়ে টিকে যাই আর সবচেয়ে সেরাটা দিয়েও.......!
যাই হোক এ ব্যর্থতা আমারই, নিজের ভাগ্যই আমার সাথে প্রতারণা করেছে। মোহাম্মদপুরের ৫ তলার ছোট্ট এই বাসাটাতে আজ সারাদিন শুয়ে শুয়েই কাটিয়ে দিলাম। জুম্মার নামাজটাও পড়া হয়নি। জানি না এভাবে ভাগ্যের উপর কিভাবে প্রতিশোধ নিচ্ছি/ নেবো। শুধু আজকের দিন বা রাতের না খেয়ে থাকাটাই সব নয়। ঠিক করেছি আরো কিছু প্রতিশোধ নেবো আমার প্রতারক ভাগ্যটার উপর। ভাবতেই কেমন যেন পৈশাচিক একটা আনন্দ হচ্ছে!!!!


(জীবনে কোন একদিনে এতো ছোট গল্প পড়িনি যতটা আজ পড়লাম। কমপক্ষে ৪০-৫০ টা তো হবেই। সামুর অপু তানভীরের গল্পগুলো জাস্ট অসাধারণ। আর valobashargolpo.com সিনি মনির ফ্যান তো আমি সেই কবে থেকেই। আজ আমার মন খারাপের এই দিনে এই দুইজন লেখক লেখিকার নিকট আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের অসাধারণ কিছু সৃষ্টির জন্য।)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.