![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশাল এই পৃথিবীতে থাক না কিছু মানুষ অচেনা, দেখা হবে, কথা হবে, তবুও থাকবে অজানা...
আজ মনটা কেন জানি খুব খারাপ লাগছে। আমাদের বাড়িতে ২টা লাল বড় মুরগি আর ১ টা মোরগ ছিল। সারাদিন ওরা ৩ জন একসাথে ঘুরতো, খেত, বসে থাকতো। অন্য মুরগিদের সাথে এদের ৩ জনের কোন বন্ধুত্ব বা শত্রুতা ছিলো না। ছোট থেকে সবসময় বাড়ির ভিতরে এরা নিজেদের মতো করে একসাথেই থাকতো। যেন জনম জনমের মিতালি তাদের মধ্যে। গত পরশু দিন অসুস্থতার জন্য লাল মোরগটাকে জবাই করে ফেলা হয়। গত কাল মুরগি ২টাকে দেখলাম মনমরা হয়ে বসে আছে। আর আজ সকালে অন্য লাল মুরগিটাকেও জবাই করে ফেলা হয। অজুহাত ঐ একই, অসুস্থ! সকাল থেকে মনটা খুবই খারাপ। রুমে কম্বল জড়িয়ে শুয়ে ছিলাম। শেষ লাল মুরগিটা দেখলাম সারা বাড়ি তন্ন তন্ন করে ওর বান্ধবীকে খুজছে। যে মুরগি কখনো খুব বেশি হাটাচলা করতো না, সে আজ হন্যে হয়ে স্টোর রুম, রান্নাঘর, এমন কি কিছুক্ষণ আগে আমার জানালায় উঠে আমার রুমে উকি দিয়ে সম্ভাব্য সব জাযগায় দেখলো। তারপর আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে ছিলো। যেন আমাকে বললো, তুমি কি আমার বন্ধুকে দেখেছো? আমার একা একা কিছুই ভালো লাগছে না। তুমি আমার বন্ধুকে যেভাবে পারো এনে দাও! আমি মুখ দিয়ে কিছুই বলতে পারলাম না। শুধু আমার দু চোখ দিয়ে দু ফোটা অশ্রু পড়লো যেমনটা এখনো অনবরত পড়ছে। মুরগিটার নিঃসঙ্গতা দেখে আমার কেন চোখ দিয়ে পানি পড়ছে? আমি কি এতটাই বোকা!!!
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯
আমি ব্লগার হইছি! বলেছেন: ফার্মের মুরগির দাপটে ওরা আজ সংখায় কমতে কমতে একেবারে নি:চিন্হিত হতে চলেছে। জবাই না করে চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা করতে পার্তেন।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫১
রক্তিম দিগন্ত বলেছেন: মুরগী কেন, এরকম যে কোন প্রাণীর জীবনই একইরকম। তাদের সৃষ্টিই আমাদেরকে পুষ্টির অভাব থেকে রক্ষা করার জন্য। এড়জন্য মন খারাপের তো দরকার নেই।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮
মানবী বলেছেন: আপনার এই লেখাটি দুবার পোস্ট হয়েছে, যেকোন একটি ডিলিট করলে ভালো হয়।
ব্লগে স্বাগতম।