![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নামটি আমার বলি-বেনেবউ
ইংরেজীতে বলি-Black-hooded Oriole
বৈজ্ঞানিক নাম - Oriolus xanthornus
আমরি যত নাম - বেনেবউ,হলদে পাখি,ইষ্টিকুটুম, কৃষ্ণ কোথা পাখি।
দেখতে আমি যেমন- আকার ২৫সে.মি।গাঢ় হলদে শরীর।চোখ লাল, মাথা,গলা,লেজ ও ডানার কিছু পালক কালো বর্ণের ঠোট হালকা লাল।আমাদের মেয়ে পাখি আর ছেলে পাখি দেখতে প্রায় একই রকম।
যেথায় আমার বাস-নিবাস- বনের খুব চঞ্চল প্রকৃতির পাখি । বন,বাগিচা আমায় দেখতে পাবে।
আমার খাবার মেন্যু-কীট-পতঙ্গ,ফল-ফলাদি।
যেভাবে আমি ডাকি-টু...হিইইইই বা টু...ইয়ো ইয়ো।
(প্রজনন সময়-এপ্রিল- জুলাই। ডিম সংখ্যা- ৩/৪ টি।)
সকল ছবি ও তথ্য জাল পেতে ধরা (নেট থেকে পাওয়া)
৩০ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:২৫
সোমা. বলেছেন: থ্যাংকু
২| ৩০ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:২৪
সেলিনা শিরীন শিকদার বলেছেন: খুব ভাল লাগলো পাখীটি ধন্যবাদ
৩০ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:২৫
সোমা. বলেছেন:
৩| ৩০ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:২৭
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: এটাই কি সেই টুইট পাখি? বাংলাদেশে পাওয়া যায় এদের?
৩০ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৬
সোমা. বলেছেন: আমি একে বেনেবউ,হলদে পাখি,ইষ্টিকুটুম এসব নামেই জানি।
টুইট পাখির কথা এখনও জানি না
৪| ৩০ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:২৯
দুরের পাখি বলেছেন: আমার কথা হচ্ছে বুঝি ?
৩০ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৫
সোমা. বলেছেন: হ্যাঁ অনেকটা তাই.........অঅঅঅঅঅ...নে....কককককক দিন বাঁচবেন
৫| ৩০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৪
এস.আর.এফ খাঁন বলেছেন: আমার একটা প্রিয় পাখি।
কিছু লেখা যা আপনাদেরই জন্য ব্লগে ইন্সটেন্ট বসে লেখা। ক্লিক করুন।
৬| ৩০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:১৯
কালপুরুষ বলেছেন: সুন্দর দেখতে। দেখতে যেন হলদে কালো কোকিল। রঙটা শুধু হলদে।
৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৪
সোমা. বলেছেন: ঠিক তাই
৭| ৩০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৮
শেরজা তপন বলেছেন: পোস্টটা ভেবেছিলাম দুরের পাখির
ভাল লেগেছে ধন্যবাদ
৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৫
সোমা. বলেছেন:
৮| ৩০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০২
হাসান মাহবুব বলেছেন: বেনেবউ তাহলে ব্লগার দূরের পাখির প্রোফাইল পিক! আচ্ছা! ধন্যবাদ।
৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৬
সোমা. বলেছেন: হুমম
৯| ০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:২২
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ছোট থাকতে এই পাখিটা খুব কম দেখতাম। যখনই দেখতে পেতাম তখনই তাকিয়ে থাকতাম আর একদম নড়াচড়া করতাম না, যাতে উড়ে চলে না যায়। খুব প্রিয় পাখি।
০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫৩
সোমা. বলেছেন:
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:২১
শাওন৩৫০৪ বলেছেন: পাখি পোস্ট গুড....+