![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার একটা জরুরী কাজের জন্য ফরিদপুর যাওয়া দরকার। দিনে দিনে ব্যাক করা যাবে কিনা জানতে চাই। কোথা থেকে গাড়ী পাওয়া যায়? সকাল কয়টায় প্রথম গাড়ী ছেড়ে যায়? আমার ফরিদপুর থেকে রাতে শেষ গাড়ী কয়টায় ছাড়ে?? কি গাড়ী এবং এসি গাড়ী যায় কিনা জানালে উপকৃত হব...।
১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৫
আমি বলছি...। বলেছেন: ধন্যবাদ ভাই।। যেতে কত সময় লাগে জানতে পারলে ভাল হত!!!!!
২| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৫
অকুল পাথার বলেছেন: লঞ্চ পারাপার গেলে ৩ ঘণ্টা আর ফেরি পারাপার গেলে সাড়ে ৩ থেকে ৪ ঘণ্টা লাগতে পারে। ফেরি পারাপার সময় নির্ভর করে ফেরি ঘাটে জ্যামের উপর। তবে আমি মনে করি আপনার ফেরি পারাপারে যাওয়া উচিত। টিকিট কাটার সময় অবশ্যই জিজ্ঞাস করবেন গাড়ি ফেরি পারাপার কি না। যদি গোল্ডেন লাইনে ফেরি পারাপার না পান তাহলে আজমেরি পরিবহনে গিয়ে দেখবেন পান কিনা অইখানেও না পেলে আনন্দ ডিলাক্স এ অবশ্যই পাবেন। এই ৩ টা গাড়ি ছাড়া অন্য কোন গাড়িতে যাবেন না।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৮
অকুল পাথার বলেছেন: গোল্ডেন লাইন পরিবহনঃ
ফোনঃ ০১৭৫৫৫২২২১১ (গাবতলি)
এসি গাড়ি আছে। সকাল ৮টায় সম্ভবত। তাছাড়া এদের নন-এসি চেয়ার কোচ আছে প্রতি ১০ মিনিট পরপর বাস ছাড়ে এবং সকাল পৌনে ছয়টায় মনে হয় প্রথম বাস। অবশ্যই দিনে যেয়ে দিনে ফিরতে পারবেন। আর শুধুমাত্র গাবতলি থেকে বাস ছাড়ে।ফরিদপুর রুটে সবচেয়ে ভাল বাস।