নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌম্য কবিতা

নিজেকে বুঝতে গিয়ে তলিয়ে গিয়েছি চোরাবালিতে

সকল পোস্টঃ

অনিশ্চিত যোগসূত্র

১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১১


অনাদিকাল ধরে এভাবেই সময়ের প্রয়োজনে
বিপরীত বা সপ্রতিভ সমান তৃষ্ণা তাড়নায়
গড়ে উঠে স্ব-প্রজাতির \'যোগসূত্র\' অনিশ্চয়তায়

তুমি কিংবা আমি কেউ জানিনা
আত্নীয়তার অনড় কাল,
কেবলি স্বার্থান্ধ মন জানে
কখন হবে সংযোগের অকাল।।

মন্তব্য০ টি রেটিং+০

উম্মাদ মূর্খতা

১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০১


তিল তিল করে - একজীবনের
সঞ্চিত পূজার মহার্ঘ্য প্রসাদ
আমি নাস্তিকের মতো নিমিষেই
পায়ে মাড়িয়ে যায়, উম্মাদ মত্ততায়

জীবনের এই নির্লজ্জ প্রতিচ্ছবি
যখনি দেখি বিবেকের আয়নায়
তখন আমি মূর্খের মতো - বলি
সত্যি, অদ্ভুত মানুষ আমি!

কেবল মানুষের...

মন্তব্য০ টি রেটিং+০

ছোট কবিতা

১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৭

== ছোট কবিতা - ১===

সুশীতল মেঘ, সুনিবিড় ছায়া
জানি যাবে চলে, ছড়ায়ে মায়া

রূপালি দুপুরে হবে ব্যস্ত কায়া
যামিনী মিলনে হারাবে স্মৃতিমায়া

অনিত্য ভবে, হ্যাঁ \' এটাইতো স্বাভাবিক
তবু মূর্খ তৃষা, কেনো খুঁজে আঁকড়ি\'ক?

== ছোট...

মন্তব্য২ টি রেটিং+০

====== টান ========

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৭

যখনি জেনেছি মায়া\' দুঃখের ছায়া
তখন থেকেই আড়াল করেছি
ঘৃণায় নিজ চিত্ত কায়া।

বেশতো ছিলাম মন্দের ভালো
কোন ইশারায়, আবার যে সে এলো
নির্জন তপস্যায় ছড়িয়ে আলো
সুপ্ত গহিন ঘুম ভাঙ্গালো।

দহিত হৃদয় বিরহ ভয়ে
টানের লয়ে, রয়...

মন্তব্য২ টি রেটিং+০

===== ভালোবাসা =====

৩১ শে জুলাই, ২০১৫ রাত ২:১৪

অবিরত অতৃপ্তির আক্ষেপ
আমাকে নিস্তেজ করেনি
নির্মল আঁধারের মতো।

ধারের আলোয় জ্যোৎস্না ঢেলে
নির্বোধ চাঁদের নির্লজ অহং হাসি
আমাকেও সাহায্য করেছিলো, প্রেমের স্বপ্নে বিভোর হতে।

লোভ-ঈর্ষা-ক্রোধের উর্ধে, পথিক হতে পারিনি
বিশুদ্ধ গঙ্গমুখী ধুলোমাখা পথের।
মহাকালের সম্যক দুঃখকে ধারণ...

মন্তব্য০ টি রেটিং+১

===== দুঃখ সত্য =====

২৯ শে জুলাই, ২০১৫ রাত ৯:১৭

দুঃখকে না জানিয়া সুখের অন্বেষায়
মানুষ ছুটিছে আজ মায়া মরীচিকায়
কায়-মনো- ইন্দ্র সুখে, দ্বিগুণ দুঃখে
নিজ অনলে নিজেরেই পোড়ায়

দুঃখ যে সত্য, সে জানিছে কজন
সত্যের মুক্তিতে, মিথ্যেসুখের হয়নি বিভাজন
দুঃখ ও দুঃখ রোধ, জানিবে...

মন্তব্য১ টি রেটিং+০

==== বিচিত্র ====

২৯ শে জুলাই, ২০১৫ রাত ১২:৪৮

যে সত্য ছিলো তোমার হৃদয় গোপন
কোন এক অপরাগতায় প্রকাশ হতোনা অধরে।
সেদিন, তোমার চোখ দেখে
আমি ঠিকই বুঝে নিয়েছিলাম
নির্মল সত্যটিকে।

কিন্তু একদিন, তুমি নিজেও জানোনা
ভালবাসতে বাসতে কখন যে
অভিনয় ছড়ালে.........

আমিও সরল বোকার মতো, পাগল...

মন্তব্য১ টি রেটিং+০

==== বিপন্ন শুদ্ধতায় ====

২৩ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

দীনতার অথৈই জলে
ভেসেছে পূর্ব পুরুষ,
ভাসছি আমি সামন্তস্রোতে
পঙ্গু অসহায় কাপুরুষ।

প্রভু, আর কতকাল করতে হবে
শ্রেনীভেদের মুক্তি প্রণাম,
কত ক্রীতদাসের, রক্তে শোধিবে
"বাঁচার জন্য জীবনের নিলাম!"

স্বার্থান্ধ ইতরতায়
জীবন যদি হয়, বেঁচে থাকার দরপত্র!
বিপন্ন শুদ্ধতায়
জীবন কখনো কি...

মন্তব্য০ টি রেটিং+০

বিশুদ্ধ চিত্তে

২৭ শে জুন, ২০১৫ বিকাল ৫:৩৩


সব হীনস্বার্থে বৈষম্যের ঊর্ধ্বে
বিশুদ্ধ চিত্তে, সম্যক দৃষ্টিতে
যদি সব সত্তার মাঝে খুঁজে পেতাম তোঁমার রূপ
তবে হতোনা এতো সহিংস রক্তপাত
স্বার্থবিলাসী বৈষম্যের কাদা ছোড়াছুড়ি
ক্রোধ প্রতিহিংসার লালসার সত্তাবলি।

যদি সব সৃষ্টিতে খুঁজতাম তোঁমার রূপ
তবে...

মন্তব্য০ টি রেটিং+০

একাত্নার ঠিকানা (বৈষম্য-বর্ণবাদের বিরুদ্ধে)

২৬ শে জুন, ২০১৫ সকাল ৭:৪৬

আকাশটা বড় দেখতে ভাল, সেখানে কতো তারার আলো
তারাগুলিও খুব ভাল, আঁধার হলেই ছড়ায় আলো

যেমনি ভাল দিনের আলো, তেমনি মধুর রাতের কালো
দিন রাত্রি আছে বলেই, সমান উপভোগে লাগছে ভালো

আকাশটি নয় একটি...

মন্তব্য০ টি রেটিং+০

নতুন সূর্যের এমন প্রত্যুষ দিনে

২৫ শে জুন, ২০১৫ রাত ৯:২৫

নতুন সূর্যের এমন প্রত্যুষ দিনে
আমার বয়সী যারা
তাদের কপালে মায়েরা চুমু খায়
সযতনে স্কুলে পাঠায়।

তখন একপেট ক্ষুধা নিয়ে
আমি কাঠ কুড়াতে যাই
আর আড়চোখে নির্বাক হয়ে
তাদের পানে তাকাই।

অসম পৃথিবী অবাক করে আমায়
তাঁর কাছে প্রশ্ন...

মন্তব্য০ টি রেটিং+০

দেবীর অপূর্ণতায় পুরুষ

২৫ শে জুন, ২০১৫ দুপুর ২:৪০


আর কতোকাল পরে
যামিনী হবে মধুচন্দ্রিমা রাত
কামিনী অভাবে শেখা হয়নি
জলসিঞ্চনের বাৎসায়নী পাঠ
নিঃসঙ্গ কাঙাল আমি
হতে পারিনি আজো পুরুষ
তাই অজানাই রয়ে...

মন্তব্য২ টি রেটিং+০

জয়িতা

২৩ শে জুন, ২০১৫ বিকাল ৩:৪০

স্বাধীনতা মানে সমানে সমান প্রতিযোগিতা নয়।
সীমানা টপকে যাওয়া স্বাধীনতা নয়।
যোগ্যতা বটে, অযোগ্যের যোগ্য প্রমাণ করাও নয়।
স্বাধীনতা মানে নয়, মনের লাগাম ছেড়ে দেওয়া।

স্বাধীনতা মানে, সুসভ্য স্বীকৃত আত্নার বিকাশ ঘটা
সংকোচহীন আত্ননির্ভরশীলতায়, জয়িতার...

মন্তব্য০ টি রেটিং+০

আহবান

২৩ শে জুন, ২০১৫ সকাল ১১:৩৯

সুখ কিংবা দুঃখের অথবা বিবেক প্রসূত বোধের
হৃদয়ের অনেক না বলা কথা উম্মোচনের
বিশ্বাসের সমবেদনায় - বিশ্বাস মিলবে যেথায়
সেই গভীর পোতাশ্রয়ে নিজেরে সপে দিতে চাই
বিবেকের শুচিতায়, নির্মল বিশ্বাসের সরলতায়

তোমাদের মাঝে কি কেউ...

মন্তব্য০ টি রেটিং+০

কবিতাঃ মুর্খ আমি

০২ রা জুন, ২০১৫ দুপুর ২:১৮

সবার মত আমারও আছে মুর্খহীনতার রং
আমি - আমিত্ব ও আত্নপ্রশংসার সঙ,
যে ভ্রমে সৃষ্টি করি যশ - খ্যাতি - মিথ্যে অহং
সত্যচ্যুতি লোভ, ত্যাগহীন বৈষম্যে বেরং।

কালের বিবর্তনে ফুরাবে...

মন্তব্য০ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.