![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
== ছোট কবিতা - ১===
সুশীতল মেঘ, সুনিবিড় ছায়া
জানি যাবে চলে, ছড়ায়ে মায়া
রূপালি দুপুরে হবে ব্যস্ত কায়া
যামিনী মিলনে হারাবে স্মৃতিমায়া
অনিত্য ভবে, হ্যাঁ ' এটাইতো স্বাভাবিক
তবু মূর্খ তৃষা, কেনো খুঁজে আঁকড়ি'ক?
== ছোট কবিতা - ২===
আমারি দাহের তপ্ত ধোঁয়া
ভারী মেঘের কোমল করবে
শেষ ছাইভস্ম গুলোকে মিলাতে
তোমার সমাধির মাটিতে।
তখন বুঝতে পারবে......
আমরা অনাদিকাল থেকে ছিলাম
একাকার, এই অনন্ত মহামিলনে
বাঁধা দেওয়ার নেই কারো অধিকার।
২| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫১
আমি মিন্টু বলেছেন: ভালো লাগচ্ছে কবিতা
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৫
ইসজান বলেছেন: সুন্দর.।.।.।