![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিল তিল করে - একজীবনের
সঞ্চিত পূজার মহার্ঘ্য প্রসাদ
আমি নাস্তিকের মতো নিমিষেই
পায়ে মাড়িয়ে যায়, উম্মাদ মত্ততায়
জীবনের এই নির্লজ্জ প্রতিচ্ছবি
যখনি দেখি বিবেকের আয়নায়
তখন আমি মূর্খের মতো - বলি
সত্যি, অদ্ভুত মানুষ আমি!
কেবল মানুষের পক্ষেই সম্ভব
এই নিরর্থক ইতরামি।।
©somewhere in net ltd.