নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌম্য কবিতা

নিজেকে বুঝতে গিয়ে তলিয়ে গিয়েছি চোরাবালিতে

সৌম্য কবিতা › বিস্তারিত পোস্টঃ

একাত্নার ঠিকানা (বৈষম্য-বর্ণবাদের বিরুদ্ধে)

২৬ শে জুন, ২০১৫ সকাল ৭:৪৬

আকাশটা বড় দেখতে ভাল, সেখানে কতো তারার আলো
তারাগুলিও খুব ভাল, আঁধার হলেই ছড়ায় আলো

যেমনি ভাল দিনের আলো, তেমনি মধুর রাতের কালো
দিন রাত্রি আছে বলেই, সমান উপভোগে লাগছে ভালো

আকাশটি নয় একটি তারার, মায়ের মতো ঠিকানা সবার
একই ছায়ায় কাটাচ্ছে প্রহর, কেউ বলছেনা আমারি শহর

নীলিমার এতো রং জানো কি তার উৎস কোথায়
কোন মুগ্ধতায় বর্ণিল এই মোহ ছড়ায়

ফুল কার জন্য ফোটে এতো সুবাস ছড়ায়
এতো সুগন্ধ সে কোথায় পায়?

যে জল শুদ্ধতা ছড়ায়, তৃষ্ণা মেটাতে কতো জল চাই
ইচ্ছের প্রাচুর্যতায়, অমৃত কেনো খুঁজে না পায়?

শীতের সূর্য কেন উত্তাপে আনন্দ ছড়ায়?
আবেগ কেনো ভাসে সুরের মুর্ছনায়?

তুমি কি আমার মতো আনমনে দূর নীলিমায় হারিয়ে যাও, নির্মল
হতে নামো জলে, শ্রদ্ধাঞ্জলী ভরে ফুল দিয়ে কি করো প্রেম, মিষ্টি
সুরেলা হাসিতে কি পুলকিত হও, তৃষার অপারগতায় হও কাতর?

কে তুমি, তুমি কার, কেনো বলো শুধু আমার আমার?
এই প্রকৃতি ক্ষণিকের, তোমার-আমার-সবার
হয়তো শাশ্বত নয় কারো একার।
কেন অনিত্য রূপ-রস-গন্ধে সুরের স্পর্শে নিত্যতা খুঁজো?

এই আকাশ একাত্নার, শুদ্ধতার ঠিকানা সবার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.