![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে সত্য ছিলো তোমার হৃদয় গোপন
কোন এক অপরাগতায় প্রকাশ হতোনা অধরে।
সেদিন, তোমার চোখ দেখে
আমি ঠিকই বুঝে নিয়েছিলাম
নির্মল সত্যটিকে।
কিন্তু একদিন, তুমি নিজেও জানোনা
ভালবাসতে বাসতে কখন যে
অভিনয় ছড়ালে.........
আমিও সরল বোকার মতো, পাগল হয়ে
জড়িয়ে গেলাম তোমার ছলনার গড়লে।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৫ রাত ১:১২
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ