নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।উপরের লাইন দুটো আমার অনেক পছন্দের, যদি আপনার কাঁধেও কাজটি পরে করে দিয়েন ভাই।

সময়ের গ্যাঁড়াকল

সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।

সময়ের গ্যাঁড়াকল › বিস্তারিত পোস্টঃ

ব্রন থেকে মুক্তি পাওয়ার ১১ টি উপায়

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫০





১. বরফ ব্যাবহারঃ

মুখে উপর বরফ ঘষুন ১০ মিনিটের মত। এতে ব্রন কম বের হবে এবং ইতিমধ্যে যদি ব্রন বেরিয়েও থাকে,কমে যাবে ।



২. টুথপেস্ট ব্যবহারঃ

ব্রনের উপর সামান্য করে টুথপেস্ট লাগিয়ে রাখুন সারারাত । সকালে ধুয়ে ফেলুন । এতে ব্রন আকারে কমে যাবে । এবং শুকিয়েও যাবে।



৩. রসুন ব্যবহারঃ

ব্রনের উপরে এবং চারপাশে কাচা রসুন ঘষে দিন ।

এতে খুব দ্রুত সমস্যার সমাধান হবে এবং দাগ ও অনেক কমে যাবে ।



৪. কমলার খোসা ব্যবহারঃ

কমলার খোসা বেটে পেস্ট তৈরি করে মুখে মাখুন । ব্রন কমে যাবে ।



৫. মধু ব্যবহারঃ

ব্রন ওঠার সাথে সাথে এর উপরে মধু লাগিয়ে দিন ।

এটা আর বাড়তে পারবে না ।



৬. কাগজি লেবু ব্যবহারঃ

ঘুমানোর আগে মুখে কাগজি লেবুর রস মাখুন এবং সকালে ধুয়ে ফেলুন । মুখ ব্রন মুক্ত থাকবে।



৭. ভিনেগার ব্যবহারঃ

সামান্য পানি এবং ভিনেগার প্রথমে গরম করুন একসাথে । তারপর ঠাণ্ডা করে এই মিশ্রন মুখে ব্যবহার করুন । ৫ মিনিট পর ধুয়ে ফেলুন ।



৮. আলু ব্যবহারঃ

আলু স্লাইস করে কেটে ব্রনের উপর ঘষুন ৫-৭

মিনিট । ব্রনের আকার অনেক কমে যাবে ।



৯. শশা ব্যবহারঃ

শশা থেতো করে সামান্য লেবুর রস

একসাথে করে মিশিয়ে নিন এবং মুখে লাগান ।

আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন । ব্রন হবে না । থাক্লেও অনেক কমে যাবে ।



১০. মুখের পরিচ্ছন্নতাঃ

ভাল ফেস ওয়াশ দিয়ে দিনে অন্তত ২ বার মুখ ভাল

করে পরিস্কার করবেন । মুখে কখনই সাবান ব্যবহার

করবেন না । নোংরা কাজ করার পর এবং প্রতিবার

বাইরে থেকে এসে ভাল করে মুখ ধোবেন ।

এবং নিয়মিত নামাজ পরার জন্য অজু করলেও ব্রন হবে না , থাক্লেও কমে যাবে ।



১১. চোখের ড্রপ ব্যবহারঃ

খুবই কার্যকরী পদ্ধতি । ব্রনের উপর ১

ফোটা করে ইউজ করলেই অনেক কমে যাবে ।



আশাকরছি, এতগুলো থেকে আপনার সুবিধামত ১-২টা ট্রাই করলেই ভাল ফলাফল পাবেন। ;)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.