নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।উপরের লাইন দুটো আমার অনেক পছন্দের, যদি আপনার কাঁধেও কাজটি পরে করে দিয়েন ভাই।

সময়ের গ্যাঁড়াকল

সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।

সময়ের গ্যাঁড়াকল › বিস্তারিত পোস্টঃ

রক্তিম সিংহাসন

১৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

শতাব্দীর প্রান্তে দাঁড়িয়ে আজ

ধরে আছি আমি এই আবার

আঁকড়ে আছি কলঙ্কের সেই রক্তিম সিংহাসন

হাজার ক্ষুব্ধ কোন গ্রহের পর

উগ্র শ্বাস শুনে ডুবে গেছে বালুচর

ক্ষীপ্ত পৃথিবীর অভিশাপে

কেউ আপন আর কেউ পর



কালো মেঘের ছায়ায় ঘেরা আমাদের এই নির্বাসন

ক্ষুব্ধ পৃথিবীর কাছে আমাদের এই আবেদন

দুঃখ বুকে জড়িয়ে তোমায় দিয়ে দেব অবাধ সুখ

চাইনা কোন মিছে আশা

ভেঙ্গে দিয়ো না নিষ্পাপ বুক



এখন আমি একা আবার গড়ে

তুলবো পৃথিবীকে নতুন করে

সাজিয়ে দেব স্রষ্টার আলোকে

অপরুপ এ প্রহর



চাঁদমামা চাঁদমামা কোথায় তুমি

হারিয়ে গেলে মেঘের আকাশে

জ্বলন্ত চিতার আগুনে তারা জ্বলবে বাতাসে



তবু হাল ছাড়েনি সেই পাহাড়ি মেয়ে

চোখটা আবেগে ছলছলে

করছে প্রার্থনা ও চাঁদমামা

ফিরে কবে আসবে?



কালো মেঘের ছায়ায় ঘেরা আমাদের এই নির্বাসন

ক্ষুব্ধ পৃথিবীর কাছে আমাদের এই আবেদন

দুঃখ বুকে জড়িয়ে তোমায় দিয়ে দেব অবাধ সুখ

চাইনা কোন মিছে আশা

ভেঙ্গে দিয়ো না নিষ্পাপ বুক

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.