![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।
প্রিয় সেই বি এন কলেজ
২০১০ থেকে ২০১২ জীবনের শ্রেষ্ঠ দুটি বছর কেটেছে বি এন কলেজে। কাল সারারাত স্মৃতির পাতা হাতড়েও ভর্তি পরীক্ষার দিনটার কথা মনে করতে পারলাম না কিন্তু হঠাৎ করেই মনে হলো বি এন কলেজে তো ভর্তি পরীক্ষা হয় নাই
রেজাল্টের দিনটার কথাও অবশ্য মনে আছে, বিকেলে কলেজের নোটিশ বোর্ডের সামনে গিয়ে নিজের রোল খুঁজে পেয়ে যতটা খুশি হয়েছিলাম তার থেকে অনেক কষ্ট পেয়েছিলাম খুব কাছের এক বন্ধুর চান্স না পাওয়ায়।
অবশ্য বি এন এর মোটামুটি সবগুলা চেহারাকেই আশে পাশে দেখে অনেক ভালো লেগেছিলো।কিন্তু একটা জিনিসই ভালো লাগে নাই তা হলো কলেজের সামনে সাগরিকা হল।অবশ্য এখন আর সেই হল তো দূরে থাক তাঁর ছিটে ফোটাও নেই,এখন তো কলেজের আমূল পরিবর্তন
কলেজের প্রথম ক্লাস ছিল ম্যানেজমেন্ট।সেই নাজিম স্যার প্রথম দিনই স্যার আমার বড় চুল দেখে আড়চোখে তাকালো কিন্তু বেশি কিছু বলল না।আমিও তাঁর দিকে আর চোখে তাকালাম
পরের ক্লাসটা ছিল আমার দেখা জীবনের সেরা শিক্ষক আসলাম স্যার তিনি এতটা শান্ত প্রকিতির মানুষ যে আমি প্রথম দিনই তাঁর অনেক ভক্ত হয়ে গেলাম যদিও আমি স্যার এর কাছে ততোটা ভালো ছাত্র ছিলাম না।
তারপর আসি আমাদের সিয়াম স্যারের কাছে আমরা যখন কলেজ থেকে বের হয়ে যাবো তখন এই ভালো মানুষটার আগমন ঘটে আমাদের কলেজে স্যার আপনার ক্লাস খুবই মিস করি।
আর কারো কথা বলবো না শুধু শেষের দিকে একটা স্যারের কথাই বলবো যাকে বি এন কলেজের খুব কম ছেলেই আছে যে তাকে চিনবে না সে আর কেউ না আমাদের শ্রদ্ধেয় নির্ঝর মাহবুব স্যার। "স্যার চুলের লেইগা বহুত মাইর খাইছি,তবে নির্ঝর স্যারের হাতে Nasir সাহেবের মতো মাইর আমার মনে হয় না কেউ খাইছে।
স্যার আপনার লেইগা আমার ৮ ইঞ্চি চুল ১ ইঞ্চি হইয়া গেছিলো :'( লাস্টবার যখন চুল ধইরা ঝাকি দিছিলেন সেই ঝাঁকি আমার আজ মনে পরে
বি এন কলেজের সব চেয়ে মজার মুহূর্ত ছিলো ১৪ নাম্বার বট তলায় আড্ডা।
কলেজ শেষ হইলে বটতলায় সবাই একসাথে হওয়া তাঁরপর চান্দা তুইলা টুট টুট কিনার টাকা সংগ্রহ করা অবশ্য আমি তখন কলেজের বন্ধুগো লগে খাইতাম না এমন একটা ভাব করতাম আমিই খাইতেই জানি না -_- কিন্তু বাসার পোলাপানের লগে মানে পুরাই লুকাইয়া চলত টুট টুট ^_^
তারপর কলেজে আমগো আবার দুইটা টিম ছিল বিশেষ করে কমার্সের পোলাপানের একটা ছিল বেনসন টিম আরেকটা ছিল ব্রিলিয়ান্ত টিম।
সব চেয়ে মজার বিষয় হইলো যে আমরা ব্রিলিয়ান্ত টিমের লগে সব ম্যাচ জিততাম কিন্তু বাজি গুলা কেন জানি হাইরা যাইতাম
আরও কতো স্মৃতি সব লিখতে মন চাইতেছে কিন্তু আমার মনে হয়না লেখা সম্ভব কারণ লিখলে একটা গল্প সমগ্র তৈরি হয়ে যাবে তখন আবার পাবলিশাররা সেই বই নিয়া টানাটানি শুরু কইরা দিবে
এখন কলেজও আর আগের মতো নাই
কলেজের বন্ধু গুলাও আর আগের মতো নাই।
সবার অনেক পরিবর্তন আমার কি পরিবর্তন হইছে?
মনে হয়
©somewhere in net ltd.