নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।উপরের লাইন দুটো আমার অনেক পছন্দের, যদি আপনার কাঁধেও কাজটি পরে করে দিয়েন ভাই।

সময়ের গ্যাঁড়াকল

সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।

সময়ের গ্যাঁড়াকল › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি বৃষ্টি

০২ রা মে, ২০১৪ সকাল ৯:১৬

বৃষ্টি কি আসলেই টুপ টাপ শব্দ হয়? আমার কাছে তো বৃষ্টি মানে ঝমঝম শব্দ, আকাশে মেঘের আঁকা রুপোলী এবড়োখেবড়ো দাগ। আমার কাছে বৃষ্টি মানে পিঠে ছড়িয়ে থাকা চুলগুলোর এক আশ্চর্য স্বাধীনতায় লুটোপুটি খেলা। আমার কাছে বৃষ্টি মানেই রবীন্দ্রনাথের গান। আমার কাছে তো বৃষ্টি মানেই হাতে কফির কাপ নিয়ে বারান্দায় বসে যাওয়া। জানি মা'র কাছে বকা খাব, তবুও ভিজে ভিজে বাসায় যাওয়া। বৃষ্টি মানেই আমার মুখে এক চিলতে হাসি, আমার চোখের কোণে পানি, বৃষ্টি মানেই আমার গলায় গান।



আচ্ছা, বৃষ্টি কি আসলেই মন ভাল করে দেয়? আমি তো আনমনা হয়ে যাই, কবেকার কোন বিস্মৃত স্মৃতি মনে পড়ে যায়। হয়ত কিছু ভাললাগার মুহূর্তগুলো, যা বুকের ভেতর নিজের অজান্তেই লালন করে আসছিলাম বহু বছর ধরে, নিজের অস্তিত্ব জানান দিয়ে যায়। আমি বের করে দেই এক লম্বা দীর্ঘশ্বাস। হয়ত কিছু মন খারাপের মুহূর্ত গুলো মনে পড়ে যায়, বুকের ভেতর টা ভারি হয়ে আসে, আমি প্রবল বেগে মাথা নেড়ে জিনিশ্টা মাথা থেকে বের করে দেই। বের হয়ে যায়ও, শুধু আমার ভেতরটা ভারি করে যায়। বৃষ্টির সাথে আমার সকল প্রতিরোধ ঝরে পড়তে থাকে। নিজের সাথে করে রাখা সকল শান্তিচুক্তি এক এক করে ভেঙ্গে যায়। মনের ভেতর উথাল পাথাল শুরু হয়ে যায়।



আকাশ থেকে ঝরে পরা প্রতিটি বৃষ্টির ফোঁটার সাথে আমার পরিচয় দীর্ঘদিনের। প্রতিটি ফোঁটা কে আমি শুনিয়েছি নিজের কোন গল্প, তারা আমার গল্প মন দিয়ে শুনেছে, কখনো হয়ত কিছু জল উপহার দিয়েছে, কখনো উপহার দিয়েছে রংধনু। তাদের সাথে কি আমার মিথ্যে বলা সাজে? পাশে যখন কাউকে পাইনি, তারা তো ঠিক ই সাথে ছিল। অকাতর ভালবাসা বিলিয়েছে আমার মাঝে। বৃষ্টির সান্নিধ্যে থেকেই তো আজ আমি স্নিগ্ধ, আজ শুভ্র আমি। শরত নয়, বৃষ্টি আমাকে কাশফুলের ন্যায় সরলতা দিয়েছে, শীত নয়, বৃষ্টিই আমাকে খেজুর গুড়ের মিষ্টতা দিয়েছে। বৃষ্টির প্রভাবেই আমি কখনো গ্রীষ্মের খরা হইনি, হেমন্তের শিশির রয়ে গেছি।



বৃষ্টি আমাকে সঙ্গীত শিখিয়েছে, আমাকে সৌন্দর্যের সংজ্ঞা বুঝিয়েছে। বৃষ্টি আমাকে শিখিয়েছে কিভাবে আকাশে বাস করেও মাটিতে মিশে যাওয়া যায়।



বৃষ্টি? বৃষ্টি আমাকে ভালবাসা শিখিয়েছে, বৃষ্টি আমাকে ভালবাসতে শিখিয়েছে। বৃষ্টির কাছ থেকে আমি কাঁদতে শিখেছি, আমাকে আর কান্নার ভয় দেখিয়ে লাভ নেই।



আর তাই,আমি বৃষ্টি আজ মুক্ত হলাম, অনেক দিনের জমিয়ে রাখা মেঘ মুক্ত করে দিয়ে আজ আমি মুক্ত হলাম। আমার আকাশে আজ গাম্ভীর্য আছে, গুমোট অন্ধকার নেই। আমি আজ উড়ছি, উদ্দাম বাতাসে নিজেকে ভাসিয়ে দিয়েছি আমি। পেঁজা তুলোর মতো আজ আমি ভাসছি। আজ আমি মুক্ত হয়েছি। উফফ, শ্বাস নিয়ে এতটা শান্তি আমি কখনো পাইনি। আমি বৃষ্টি, আজ মুক্ত হয়েছি এক উন্মুক্ত আকাশে যেখানে রাজত্ব শুধুই আমার, যেখানে রোদের তাপ নেই, আছে শুধুই এক বিষাদ ভরা উষ্ণতা।



-----------------

মুক্তগদ্য লেখার এক বিফল প্রচেষ্টা এই লেখাটি। তবুও পোস্ট করলাম, কিছু একটা লিখতে ইচ্ছে করছিল খুব।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৪ দুপুর ১২:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: উমম, মোটামুটি লেগেছে! আপনার লেখা সহজ সরল। নিয়মিত লিখে যান, শুভ কামনা রইল।।

২| ০২ রা মে, ২০১৪ বিকাল ৫:৫২

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: আমি যথাসাধ্য চেষ্টা করবো ভাই।।ধন্যবাদ।। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.