নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।উপরের লাইন দুটো আমার অনেক পছন্দের, যদি আপনার কাঁধেও কাজটি পরে করে দিয়েন ভাই।

সময়ের গ্যাঁড়াকল

সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।

সময়ের গ্যাঁড়াকল › বিস্তারিত পোস্টঃ

বাংলা সিনেমার পরিচিত কিছু ডায়লগ

০৩ রা মে, ২০১৪ রাত ১২:১২

একবার চিন্তা করে দেখেনতো, এই সব ডায়লগ কই শুনছেন? কত্তবার শুনছেন??

অবশ্য যারা বাংলা সিনেমা দেখে না তাঁদের ক্ষেত্রে ভিন্ন কারণ তাঁরা দেখেও নাই শুনেও নাই।



১. চৌধুরী সাহেব টাকা দিয়ে আপনি সব কিনতে পারলেও আমার ভালোবাসা কিনতে পারবেন না



২. বাঁচাও। বাঁচাও।। ছেড়ে দে শয়তান।। তোদের কি মা-বোন নেই???



৩. এই ছাড়োনা, কেউ দেখে ফেলবে তো।



৪. চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা মানুষ, আমাদেরও ইজ্জত আছে।



৫. মেমসাহেব আপনারা বড়লোক, আমরা গরিব।। ভালোবাসা আপনাদের কাছে খেলনা, খেলা শেষে ছুড়ে ফেলে দেন



৬. তোর এত্ত বড় স্পর্ধা, সামান্য ট্যাক্সি ড্রাইভার হয়ে আমার মেয়ের দিকে চোখ দিস



৭. এই নির্জন বনে তোকে কেউ বাঁচাতে আসবেনা সুন্দরী।



৮. তুমি এইখানে, আর ওইদিকে তোমার মাইয়া নদীর ঘাটে গফুরের লগে ফস্টি-নস্টি করতাছে



৯. ছুঁচো মেরে হাত গন্ধ করে লাভ নেই। এমন কাজ করবো যাতে সাপও মরবে কিন্তু লাঠিও ভাংবেনা।।



১০. মানিক ওই তোর হারিয়ে যাওয়া ছোট ভাই রতন।।



১১. ডাক্তার সাহেব আমি সব দেখতে পাচ্ছি। আমি সব দেখতে পাচ্ছি।।



১২. আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো, সময় মতো আপনি না এলে আজ আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত



১৩. তোর সাহসতো কমনা, বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াস।। জানিস তোর ঐ হাত আমি কেটে ফেলতে পারি?



১৪. কে আছিস।। আমার চাবুক নিয়ে আয়।। চাপকে আমি ওর পিঠের চামড়া তুলে নেব।।



১৫. মা আমার সব মনে পরে গেছে। আমার স্মৃতি ফিরে এসেছে মা।।



১৬. বলতে পারেন কি দোষ ছিল আমার বাবার? কেন তাঁকে হত্যা করা হয়েছিল?? কি দোষ ছিল আমার নিস্পাপ ছোট্ট বোনটির??? কেন তাঁকে আত্মহত্যা করতে হয়েছিল???? বলতে পারেন আমার মায়ের গায়ে বিধবার কাপড় কেন????? তাঁর চোখের পানি কেন শুকায় না??????



১৭. ঐ চৌধুরীই তোর বাবাকে খুন করেছে। যাহ্‌ পিতৃহত্যার প্রতিশোধ নে।। এইটা তোর মায়ের আদেশ



১৮. (মেয়েকে বিদায় দেয়ার সময় বাবা) মনে রাখবি মেয়েরা জীবনে দুইবার বাড়ি থেকে বের হয়। একবার বধু হয়ে বাপের বাড়ি থেকে, আর একবার লাশ হয়ে স্বামীর বাড়ি থেকে।।



১৯. (নায়ক মদ খেয়ে বাড়ি ফিরলে) তুমি আবারো এসব ছাই-পাশ খেয়েছো। রোজ রোজ রাত করে বাড়ি ফিরে বউয়ের সাথে মাতলামি করতে তোমার লজ্জা করেনা।।



২০. (বিয়ের কিছুদিন যেতে না যেতেই নায়িকা) এই শুনছো, আজ অফিস থেকে ফেরার সময় আমার জন্য আচার নিয়ে আসবে কিন্তু।।



২১. রাজা ভাইয়া, লস্করের লোকজন প্রিয়া ম্যাডামকে বাগানবাড়িতে ধরে নিয়ে গেছে। (নায়ক) লস্করররর……



২২. (নায়িকা বউ হয়ে আসার প্রথম সকালে) মা আজ থেকে আপনার ছুটি, রান্নাঘরের সমস্ত দায়িত্ব এখন থেকে আমার।



২৩. প্রিয়া ম্যাডাম জলদি হাসপাতালে চলেন। জ্ঞান ফেরার পর থিক্কা রাজু ভাই খালি প্রিয়া প্রিয়া কইয়া ডাকতাছে



২৪. ছিহ্‌। কি করে ভাবলি যে তোর মতো একটা ইতর, লম্পট কে আমি ভালোবাসবো



২৫. (শশুর বাড়িতে মেয়ের দুরবস্থা দেখে বাড়িতে এসে) শাহানা, তোমার মেয়ে খুব ভালো আছে। খুব সুখে আছে।। ওরা তোমার মেয়েকে রাজরানী করে রেখেছে।। কত্ত আদর যত্ন করলো।। আমাকেতো আসতেই দিতে চায়নি।।



২৬. ম্যাডাম আমার ভালোবাসা বাজারের কোন পন্য নয় যে যখন খুশি কিনে নিবেন।



২৭. পুলিশ চারদিক ঘিরে ফেলেছে। কেউ পালাবার চেষ্টা করবেন না।।



২৮. (মাতবর সাব নায়িকারে কাজ করতে দেখে) আহহারে এত্ত সুন্দর হাত দুইখানরে করছো কি!! ইসশিরে দাগ পইরা গেছে।। তোমারে কাম করতে কইছে কে? তুমি খালি আমার সেবা করবা



২৯. (ডাক্তার) ধন্যবাদ আমাকে না, ঐ ভদ্রলোককে দিন। উনি সময়মতো ব্লাড না দিলে রোগিকে বাঁচানো সম্ভব হতোনা।।



৩০. আইন নিজের হাতে তুলে নিবেন না। অপরাধীর বিচার করার জন্য আদালত আছে।।



৩১. আগুন নিয়ে খেলা করিসনা, একদিন এই আগুনে তুই পুড়ে মরবি।



৩২. (জমিদার) এইটা গফুরের মাইয়া না?? ডাংগোর হইয়া গেছে দেহি। গফুররে আইজকাই খবর দে।।



৩৩. কোথায় ছিল আপনার আইন যখন মাতবরের লোকেরা আমার নির্দোষ বাবা-মাকে হত্যা করেছিল, কোথায় ছিল আপনার আইন যখন ওরা আমার নিরিহ বোনকে ধরে নিয়ে গিয়েছিল। আমার নিস্পাপ বোনটি লজ্জায় আত্মহত্যা করেছিল, কোথায় ছিল আপনার এই আইন??



৩৪. (নায়ক) তোমার ঐ নিস্পাপ রূপ দেখে চাঁদও লজ্জা পাচ্ছে।। (নায়িকা) যাহ্‌!!



৩৫. শয়তান তুই আমার দেহ পাবি তবু মন পাবিনা



আমি এইগুলা বলে আমাদের বাংলা সিনেমাকে ছোট করছি না।

এই কথোপকথন গুলো আমরা অনেক দিন ধরে শুনে আসছি,তাই আমরা অনেকে এই ডায়লগ গুলা নিতে অনেক মজা করি।

কিন্তু বর্তমানে আমাদের সিনেমার আমূল পরিবর্তন দেখা যাচ্ছে,আপনারা যদি বর্তমানের কিছু ছবি দেখেন তাহলেই বুঝবেন

যেমন-মনপুরা,থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,আমার বন্ধু রাশেদ,ভালবাসা জিন্দাবাদ,ছায়া ছবি,টেলিভিশন,তারকাটা,কিস্তিমাত,পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি,অগ্নি ইত্যাদি।

এই ছবি গুলা দেখলেই আপনার বাংলা ছবি প্রতি টান চলে আসবে,আগের ছবি দেখলে যে ভালো লাগতো না তা কিন্তু না খালি মধ্য যুগে এসে আমরা এই ডায়লগ গুলা পাইছি,আমাদের স্বর্ণ যুগের ছবির কথা নতুন করে আর বলা লাগে না এইটা সবাই যানে :)

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৪ রাত ১২:৪৪

রাজীব নুর বলেছেন: পুলিশ চারদিক ঘিরে ফেলেছে। কেউ পালাবার চেষ্টা করবেন না।।

০৩ রা মে, ২০১৪ রাত ১২:৪৮

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: আইন নিজের হাতে তুলে নিবেন না ;)

২| ০৩ রা মে, ২০১৪ রাত ১২:৪৫

অঘটনঘটনপটীয়সী বলেছেন: ক্লাসিক ১টা ডায়লগ বাদ গেছে।

মা, মা, তোমার আমি ফার্স্টক্লাস ফার্স্ট হয়েছি মা!!! :-B :-B

০৩ রা মে, ২০১৪ রাত ১২:৫০

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: ওগো তোমার ছেলে আজ পুলিশ অফিসার হয়েছে,আজ যদি তুমি থাকতে ;)

৩| ০৩ রা মে, ২০১৪ রাত ১২:৪৭

অঘটনঘটনপটীয়সী বলেছেন: তোমার শব্দটা হবে না। ভুলে লিখছি :(

০৩ রা মে, ২০১৪ রাত ১২:৪৯

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: ভুল হতেই পারে :)

৪| ০৩ রা মে, ২০১৪ রাত ১:০৪

বাংলার নেতা বলেছেন: শয়তান তুই আমার দেহ পাবি তবু মন পাবিনা

=p~ =p~ =p~

০৩ রা মে, ২০১৪ সকাল ১০:২৭

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: কি অপরাধ ছিল আমার নিস্পাপ খালতো বোনের :প

৫| ০৩ রা মে, ২০১৪ রাত ২:২১

ধুত্তরি বলেছেন: ভাই শুক্রবার দুপুরের কথা মনে করায় দিলেন! সংকলনটি ভালো হইসে।

০৩ রা মে, ২০১৪ সকাল ১০:৩১

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: ধন্যবাদ ভাই।।আজও পুরনো দিনের শুক্র বারের কথা মনে পরে,৩ টা বাজবে কখন তাঁর অপেক্ষায় বইসা থাকতাম।।

৬| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১:৫১

আরিফ শামসুল বলেছেন: নায়ক: শয়তান, তুই আমার মাকে মেরেছি, আমার বোনকে মেরেছিস... আজ তোকে ছাড়ব না।

ভিলেন: সবকিছু যখন জেনেই ফেলেছিস, তবে এটুকুও জেনে রাখ যে, তোর বাবাকেও আমিই খুন করেছিলাম।

০৩ রা মে, ২০১৪ দুপুর ২:২৪

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: আগুন নিয়ে খেলা করিসনা, একদিন এই আগুনে তুই পুড়ে মরবি।

৭| ০৩ রা মে, ২০১৪ দুপুর ২:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
পালিয়ে বিযে করার পর সস্ত্রীক নায়ক অগ্নিমূর্তি বাবা/মার প্রতি-

: বাবা/মা, এই তোমার বউমা! (বউয়ের প্রতি) রিমা, বাবা/মাকে সালাম করো তো! ;)

০৩ রা মে, ২০১৪ দুপুর ২:৫০

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: (নায়িকা বউ হয়ে আসার প্রথম সকালে) মা আজ থেকে আপনার ছুটি, রান্নাঘরের সমস্ত দায়িত্ব এখন থেকে আমার। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.