![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।
১৪.০৪.২০১৪ দিনটি ছিল বাঙলা বছরের প্রথম দিন,আর সবার দিনটি যেমন যাওয়ার কথা হয়তো তেমনই গেছে,কিন্তু আমার :'(
দিনটির প্রথম সকালটাই শুরু হয় ঝামেলা দিয়া সেইটা আসলে বলতে চাচ্ছি না।
সকালে কোথাও যাওয়ার পরিকল্পনা ছিলনা কিন্তু Foysal এবং Shishir বলল চল ঘুইরা আছি,বাসায় অনেক ঝামেলা থাকা শর্তেও বললাম আচ্ছা যাবো কেননা আমারও শখ ছিল কারন আমি কোন নির্দিষ্ট দিনে ঘুরতে যাই না হঠাৎ করেই সব জায়গায় যাওয়া পরে।
তারপর আমরা সবাই গেলাম মিরপুর ১০ এবং একজনকে আমাদের সাথে যুক্ত করলাম যে ছিল আমার বন্ধুর মেয়ে বন্ধু সবাই রওনা দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে।
বাস থেকে কাওরান বাজার নামায় দিল তারপর আর কি হাঁটা শুরু,অনেক ছবি তুললাম একটা কপোত আরেকটা কপোতী সাথে ছিল তাই কেন জানি অনেক ছবি তুলতে ইচ্ছা করতেছিল তাই করলাম কিন্তু আমার না ওইজে কপোত-কপোতী।সারাদিন ঘুরলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ মোটামুটি পুরোটাই।
গতকাল শুধু হাবিজাবি খাওয়ার উপরে ছিলাম কিন্তু ভাল লাগছে অনেকদিনপর গ্রন্থাগারের সেই ভুনা খিচুড়ি খাইলাম সেই স্বাদ কিন্তু সবচেয়ে মজার বিষয় সব কিছুর দাম এত বেশি যে ধরতে ভয় লাগে কিন্তু খিচুড়ি কিন্তু আগের দামই ছিল
বিকাল হইল আর আরেকটা কস্তের জন্য এই সারাদিন পর্যন্ত অপেক্ষা করতেছিলাম।চারুকলার সামনে গেলাম ওইখানে Rakib এবং Razib ভাইয়ের সাথে দেখা হইল মানে দেখা করার কথায় ছিল,আলাপআলোচনা করতে গেলাম এইখান থেকে এয়ারপোর্ট কিভাবে যাবো।গাড়িতে উঠলাম আর কিছু ভাল ছবি পাইলাম যা তুললাম বিআরটিসি বাসের পশ্চাদ মুখে বসে।
অতঃপর এয়ারপোর্ট আসলাম আর একজনকে ফোন দিলাম ভাই কই আছেন তিনি বলল 'আমি টার্মিনাল২ এ আছি কিন্তু কিছুক্ষণ পর ফোন দিয়ে বলল না তোমরা ওইখানে আসো যেইখান থেকে Rahul কে বিদায় দিছিলাম আমরা সবাই গেলাম কারন সে গতকাল খুঁটি শক্ত করার জন্য সুদূর মালেশিয়া চলে গেলেন।
সবাই অনেক ছবি তুললাম তাঁর সাথে সবশেষ অনেক মজা করলাম।অনেক গুলা সেলফি তুললাম যা আমার আর তাঁর অনেক প্রিয়।ভাইয়ের মামা আসো আমাদের সবাইকে খাওয়াইল,আসল কথা কি আজকে সারাদিন খাওয়ার উপরেই ছিলাম তাই শেষও হইল খাওয়া দিয়া।
সবাই বাইর হইলাম তারপর সর্বশেষ টুট টুট টা Rupu ভাইয়ের সাথে খাইলাম,আগামি পাঁচ বছরতো আর দেখা হবে না তাই সর্বশেষ বললাম।
খাওয়া শেষ এইবার রুপু ভাই সবার কাছ থেকে বিদায় নিলেন যখন তাঁর সাথে কলাকুলি করলাম মনে হইল যে আমার আপন ভাই চইলা যাইতেছে।
রুপু ভাই এমন একটা মানুষ যে সব সময় আমার সব ফাইজলামি গুলা উপভোগ করতো,আমার ভুল গুলা ধরাইয়া দিত,ভাল কাজে সমর্থন করতো আর খারাপ কাজে মানা করতো।এই কারন গুলার জন্য ভাই আপনারে এত পছন্দ করি তবে ভাই আপনার পার্টির দিন আমার মন,মেজাজ,শরীর কোনটায় ভাল ছিল না।
ভাই আমি কোন কথা বলতে পারি নাই কিন্তু আমি পুরা মজটা নিছি।
ভাই আপনি চলে গেছেন কি বলবো কিছুই বলার নাই,ভাই মিথ্যা বলবো না আপনাকে আমি কিছু কিছু জায়গায় সত্যিই অনেক মিস করব অনেক।
আর কিছু বলবোনা ভাই ভাল থাকবেন দোয়া করি আপনার কাজ গুলা যেনও সফল ভাবে সম্পন্ন হয়,আর ভাই আপনিও আমার জন্য দোয়া করবেন।
ভাল থাকবেন ভাই খুব ভাল।[/sb
আমাদের কিছু স্মরণীয় মুহূর্তের ছবি আপনাদের সামনে উপস্থাপন করলাম
এই খানে আসল লেখাটা পাবেন,মানে যেই দিনের লেখা
০৩ রা মে, ২০১৪ বিকাল ৫:৫৩
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: ভাই আমার পছন্দের ভাইটা ঐ দিন চলে গেছে।।আবার ৫ বছর পর দেখা হবে।।তাহলে কি আমার জন্য দিনটি ভালো ছিল?????
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৪ বিকাল ৫:৫০
টুইংকল বলেছেন: ভালোই তো গেছে খারাপ বলেন কেন?