নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।উপরের লাইন দুটো আমার অনেক পছন্দের, যদি আপনার কাঁধেও কাজটি পরে করে দিয়েন ভাই।

সময়ের গ্যাঁড়াকল

সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।

সময়ের গ্যাঁড়াকল › বিস্তারিত পোস্টঃ

সব সময় এই দোয়া করি তিনি যেনও আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকে

০৩ রা মে, ২০১৪ রাত ১১:০৭

আমি যে ইদানিং খুব বেশি ধুমপান করি,



কাঁশতে কাঁশতে কলিজার ভেতর থেকে



বের করে আনি একদলা থু থু ,



এসব কিছুতে আমার সাথে বাবার খুব মিল



শুধু আমি ধূমপানের কারনে কাঁশি আর



আমার বাবা এমনিতেই কাঁশে এতটুকুই তফাৎ



আমি যে ইদানিং খুব অল্পতেই ক্ষেপে উঠি,



প্রচণ্ড চিৎকারে গলার রগ ফুলিয়ে কন্ঠনালী ছিঁড়ে ফেলি



এসব কিছুতে আমার সাথে বাবার খুব মিল



শুধু আমাকে নিয়ে বাবার মনে স্বপ্নের সমান



উঁচু উঁচু যে সব আশা আকাঙ্ক্ষা



সেসব কিছুতেই যত গরমিল



আমাদের সম্পর্ক ছিলো অনেকটা



পিতার সাথে পুত্রের



শাসক আর শাসিতের ।



রাজার সাথে করুণ প্রজার



একটা চোখের সাথে পার্শ্ববর্তী অপর চোখের ।



আমাদের মা এসে আয়নার মত করে সামনে না দাঁড়ালে



আমাদের দু’জনের দেখাই হতো না



অথচ একদিন গভীর রাতে আমি জানলাম ভিন্ন কিছু,



গোপন এক রহস্য ।



হঠাৎ একদিন ঘুমের ঘোড়ে আমার মাথার কাছে বাবার অস্তিত্ব ।



কপালে হাত রেখে অস্পষ্ট ও অনুচ্চস্বরে বলছেন



‘আল্লাহ, আমার ভালবাসা তাকে ছুঁতে পারেনি,



ছুঁয়েছে কেবল কঠোরতা ।



তার জীবন তুমি পূর্ণ করে,অভাব মুক্ত করো



তাকে ঘিরে রাখো তোমার করুণার গভীরতায়







কে জানতো আমার বাবা বহু কাল ধরে প্রগাঢ় মমতায়



তার ভেতর পুষেছিলো এমন ভালবাসা ।



আল্লাহ আমার হায়াত তাকে দান করুন



সব সময় এই দোয়া করি তিনি যেনও



আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকে

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৪ রাত ১১:৩৪

ডার্ক ম্যান বলেছেন: আমারও একই ইচ্ছা।

০৩ রা মে, ২০১৪ রাত ১১:৩৬

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: ভাই দোয়া করি আপনার ইচ্ছাটা যেনও সার্থক হয়।।সাথে আমার টাও

২| ০৩ রা মে, ২০১৪ রাত ১১:৪৯

একজন ঘূণপোকা বলেছেন: সব সময় এই দোয়া করি তিনি যেনও আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকে

---- একই কামনা

০৩ রা মে, ২০১৪ রাত ১১:৫৪

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: ইনশাআল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.