![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।
ঠিক এই জায়গাটায় দুইজন মানুষ মারা গেছেন,একটু খেয়াল করলেই দেখতে পারবেন।
আমি আজকে আল্লাহর কাছে হাজার শুকরিয়া করতেছি যে আমি বেঁচে বাসায় ফিরতে পারছি।
নিজের ভার সামলাতে না পেরে আমার গায়ে এসে পরে মেয়েটি কিন্তু আমি তাকে ধরে রাখতে পারি নাই পরে যাওয়ার সাথে সাথে আমি আর মেয়েটিকে দেখি নাই সরি
আমি জানি না সে কি বেঁচে আছে কিনা।
অনেক কষ্টে এতো মানুষের ভীর ঠেলে কোনও রকম একটা খালি জায়গায় এসে দাঁড়ালাম তারপর উঠলাম এক দেয়ালে এবং কিছু জিনিষ ক্যামেরা বন্দি করলাম প্রমান রাখার জন্য
মানুষ যে এইরকম হয় আগে জানতাম না যেইখানে মানুষ পরে যাচ্ছে দাড়াতে পারছে না সেইখানে কিছু জানোয়ার যারা মানুষকে সাহায্য তো দূরে থাক,তাঁরা মানুষের পরে যাওয়া টাকা,স্যান্ডেল,পার্স ইত্যাদি নেওয়ায় বেস্ত আমাদের দেশের মানুষ এমন কেন বলবেন।
আর আমাদের দেশের মানুষের জন্য একটা উক্তি আছে "বাঙালি ফ্রি আলকাতরা পাইলেও খায়" আজকে এইটা আমি প্রমান পাইলাম।
এক প্যাকেট খাবারের জন্য মানুষ যে এতো ভয়াবহ হতে পারে জানা ছিল না।
একজন আরেকজনকে সে কি মাইর কারণ একটাই খাবারের প্যাকেট চাই,কিচ্ছু বুঝি না খাবারের প্যাকেট চাই,আরে ভাই তোরা কি খাবার খাইতে আসসোস নাকি জাতীয় সংগীত গাইতে, কিন্তু তাদের আচরণে বোঝা যায়তেছে যে আগে খাবার পরে জাতীয় সংগীত।
এই দৃশ্য দেখার পর নিজের প্রতি নিজের অনেক লজ্জা লাগলো।
অনেক আনন্দের সাথে সকালে প্যারেড গ্রাউন্ডে আসছিলাম কিন্তু নিয়ে আসার কথা ছিল অনেক আনন্দ অনেক সম্মান কিন্তু নিয়ে এলাম বাঙ্গালির এক অভূতপূর্ব আচরণ।
হয়তবা আমরা কাগজে কলমে রেকর্ড করছি কিন্তু ক্যামেরার পিছনে অনেক কিছুই ঘটে গেছে যা কেউ জানে না,শুধু মাত্র জানে যারা ওইখানে ছিল।
আমার সোনার বাংলা আমি আসলেই তোমাকে ভালবাসি কিন্তু আমাদের এই ভালোবাসা শুধুমাত্র লোক দেখানো
আজকে যদি মানুষ সব নিয়ম গুলা মানত তাহলে আজকে ২লাখ ৫৪হাজার ৬৮১জন না ৫লাখ মানুষ হতো।
হবে কেমনে তাঁরা তো খাবার পাইল আর গাছতলায় গেলো।
তবে একটা জিনিষ ভেবে অনেক ভালো লাগতেছে যে এই ২লাখ ৫৪হাজার ৬৮১জনের মধ্যে আমি একজন।
নিজের স্বার্থ সবাই দেখে কিন্তু আমরা বাঙ্গালিরা একটু বেশিই দেখি,এইটা আমাদের রক্তে মিশে আছে কিচ্ছু করার নাই।
আরেকটা জিনিষ খেয়াল করলাম ক্যাপের ওপরে বঙ্গবন্ধুর ছবিটা না দিলেও পারতো ওইখানে একটা লাল বৃত্ত অথবা একটা লাল মানচিত্র দিতে পারতো এইটা খুবই খারাপ লাগলো।
ফেইজ বুকে যেইদিন লিখা হইছিল যেই দিন লিখা হইছিল_এই লিংকে যান
আরও অনেক কিছু বলার ছিল কিন্তু বললাম না কেননা
আমি আমার দেশ কে ভালবাসি,আজীবন ভালবেসে যাবো
০৫ ই মে, ২০১৪ বিকাল ৪:০৫
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: ভাই আমি দুই জন কে দেখছি কিন্তু ওইদিন ঐখানে ৭ জন মারা গেছিল।।এই সব কোনও সময় প্রকাশিত হয় না কিন্তু আমি দেখছি।।
আর কিছু মানুষ রুপি জানোয়ার ছিল যারা মেয়ে মানুষদের সাথে জে আচরনটা করেছিল আসলে ভাবতেই অবাক লাগে কোন দেশে বাস করি
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৪ দুপুর ২:৪৩
নীল আকাশ ২০১৩ বলেছেন: দুটি নিষ্পাপ জীবন আর হাজারো মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই অর্জন - গিনেজ বুকে বাংলাদেশের নাম সাময়িকভাবে উঠানো