![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।
অসম্ভব বলে কিছু নেই
চারদিকে এখন আরেফিন শুভর জয়জয়কার। একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন। সঙ্গে আছে বড় প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালকদের সানি্নধ্য। অনেকেই তাঁকে আগামী দিনের 'সুপারস্টার' ভেবে বসে আছেন। স্বপ্নটা শুভ নিজেও দেখছেন। লিখেছেন সুদীপ কুমার দীপ, ছবি তুলেছেন নাভিদ ইশতিয়াক তরু
আরেফিন শুভর চলচ্চিত্রে অভিষেক ঘটার কথা ছিল বছর সাতেক আগেই। সালাউদ্দিন লাভলুর 'ওয়ারিশ' ছবির মাধ্যমে। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি হয়নি। আর তখনই শুরু হয় টিকে থাকার লড়াই। তবে একটুও ভেঙে পড়েননি শুভ। 'এমন কোনো বড় প্রযোজনা প্রতিষ্ঠান, বড় পরিচালক নেই, যাঁর কাছে আমি যাইনি। কিন্তু কেউ প্রথমে আমাকে নিয়ে বাজি ধরতে চাননি। উল্টো প্রতিনিয়ত সমলোচনার মুখে পড়েছি। একদিকে ছোট পর্দা, র্যাম্প, মডেলিং ছেড়ে দিয়ে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়েছি, অন্যদিকে হাতে কোনো সুযোগ নেই। চরম হতাশায় কেটেছে দিনগুলো। কাউকে কিছু বলতে গিয়েও পারিনি। সংগ্রাম করে গেছি চুপচাপ'- বললেন হালের স্টাইলিস্ট এই তরুণ নায়ক।
আরেফিন শুভর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি খিজির হায়াৎ খানের 'জাগো'। এরপর দীর্ঘ বিরতি দিয়ে তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের 'ছায়াছবি'তে। শুটিং-ডাবিং শেষ হলেও কোনো এক অজানা কারণে ছবিটি আটকে আছে। তবে পরবর্তী সময়ে চুক্তিবদ্ধ হওয়া সাফি উদ্দীনের 'পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী' দিয়ে তিনি প্রথম দর্শকদের মধ্যে সাড়া ফেলতে সক্ষম হন। এরপর দেবাশীষ বিশ্বাসের 'ভালোবাসা জিন্দাবাদ'ও ব্যবসায়িক সফলতা পায়। তবে তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন ইফতেখার চৌধুরীর 'অগ্নি' দিয়ে। বছরের অন্যতম ব্যবসাসফল এই ছবির মাধ্যমে তিনি এরই মধ্যে একটি শক্ত অবস্থান গড়ে নিয়েছেন। এখন তাঁর হাতে আছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের 'তারকাঁটা', আশিকুর রহমানের 'কিস্তিমাৎ', শাহাদাৎ হোসেন লিটনের 'মন বোঝে না', শিহাব শাহীনের 'ছুঁয়ে দিলে মন'সহ বেশ কয়েকটি ছবি। শুভ বলেন, 'যদিও অনেকে বলছেন, আমি নিজের অবস্থান তৈরি করে নিয়েছি, আমি আসলে অতটা ভাবছি না। নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। প্রতিদিন নিয়ম করেই জিম, নাচ, ফাইট, অভিনয়ে তালিম নিচ্ছি। নিজের ভুলভ্রান্তি শুধরে দর্শকদের হৃদয়ে আরো পাকাপোক্ত আসন গড়তে চাই।'
রাঁধে মেয়ে কি চুল বাঁধে না? 'অগ্নি'তে নিজের গাওয়া গানে ঠোঁট মিলিয়েছেন এই নায়কও। গানটি যাঁরা শুনেছেন, একবাক্যে বলেছেন, শুভ চাইলে পেশাদার কণ্ঠশিল্পী হতে পারেন। তবে শুভ এদিকে এখন সময় দিতে চান না। বললেন, 'আগে নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হই, তারপর না হয় গানের বিষয়টা নিয়ে ভাবা যাবে। তবে আমার কাছে কিন্তু অসম্ভব বলে কিছু নেই।'
০৫ ই মে, ২০১৪ বিকাল ৪:১০
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: আপনার কথায় যুক্তি আছে,আধুনিক নায়ক হিসেবে আমি সালমান শাহ এর পরে আমি কোনও নায়ক দেখি নাই কিন্তু শুভ ভাইয়ের মধ্যে আমি সালমান শাহ ভাইকে দেখতে পাইতেছি।।
আপনি অগ্নি ছবিটা দেখবেন বাংলাদেশের প্রেক্ষাপট হিসেবে দারুন একটা ছবি,অবশ্যই দেখবেন ধন্যবাদ
২| ০৫ ই মে, ২০১৪ রাত ১১:৩২
আরজু পনি বলেছেন:
শুভর জন্যে শুভকামনা ।।
৩| ০৫ ই মে, ২০১৪ রাত ১১:৫৬
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৪ বিকাল ৪:০৫
ডার্ক ম্যান বলেছেন: তাকে যদি ভালভাবে কাজে লাগানো যায়, তাহলে আমার মনে হয় সালমান শাহ এর পরে সে হবে সত্যিকারের সুপার স্টার।