![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।
নিস্তব্দ এই রাতে একা আমি একাকীত্বে একাকার
যতবার ভেবেছি তুমি আছো পাশে
ততবারই আমার ঘুম ভেঙ্গে যায়
তুমি আসো আমার স্বপ্নে,চলে যাও দুঃস্বপ্ন হয়ে।
ভাবিনি কেউ আসবে কি এই আঁধারে ঘেরা জীবনে
না আসেনি কেউ যা এসেছিল তা ছিল ধোয়াটে
যার কোনও আকার নেই,নেই কোনও অস্তিত্ব
যা ছিল শুধুই কল্পনায় কল্পনাতিত্ত।
একবার মনে হয় কল্পনা গুলোকে সত্যি করি
কিন্তু কল্পনা কি সত্যি হয়?
না তা হয় না কিন্তু এটাই যদি হয় কোনও মানুষের
বেঁচে থাকার হাতিয়ার তবে ক্ষতি কি থাক না কল্পনার চাদর হয়ে।
০৬ ই মে, ২০১৪ রাত ১০:৩২
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৪ রাত ৮:৩৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো কবিতা।