নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।উপরের লাইন দুটো আমার অনেক পছন্দের, যদি আপনার কাঁধেও কাজটি পরে করে দিয়েন ভাই।

সময়ের গ্যাঁড়াকল

সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।

সময়ের গ্যাঁড়াকল › বিস্তারিত পোস্টঃ

নিকষ কালো এই আঁধারে

০৬ ই মে, ২০১৪ রাত ১০:২৪

গানের কথা গুলো আমার অনেক পছন্দের :(

আমার ভালবাসার মানুষ বলতে এমন কেউ নাই তাও কল্পনার কোনও মানুষের জন্য গানের কথা গুলো তাঁকে উৎসর্গ করলাম।




নিকষ কালো এই আঁধারে



অন্ধকার ঘরে, কাগজের টুকরো ছিঁড়ে

কেটে যায় আমার সময়

তুমি গেছো চলে

যাওনি বিস্মৃতির অতলে

যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়



রেখেছিলাম তোমায় আমার হৃদয় গভীরে

তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে

আমি রয়েছি তোমার অপেক্ষায়……



নিকষ কালো এই আঁধারে

স্মৃতিরা সব খেলা করে

রয় শুধু নির্জনতা

নির্জনতায় আমি একা

একবার শুধু চোখ মেলো

দেখো আজ পথে জ্বালি আলো

তুমি আবার আসবে ফিরে

বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে।



কিছু পুরোনো গান

কিছু পুরোনো ছবির অ্যালবাম

এসবই আমার সাথী হয়ে রয়



কাকডাকা ভোরে

যখন সূর্য ঢুকে ঘরে

কালো পর্দায় বাধা পেয়ে সরে যায়

আমার এ জগত বড় আগলে রাখে আমায়

তবু মাঝে মাঝে মনে হয়

মৃত্যুই কি শ্রেয় নয়

আমি রয়েছি তোমার অপেক্ষায়



নিকষ কালো এই আঁধারে

স্মৃতিরা সব খেলা করে

রয় শুধু নির্জনতা

নির্জনতায় আমি একা

একবার শুধু চোখ মেলো

দেখো আজ পথে জ্বালি আলো

তুমি আবার আসবে ফিরে

বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে



আমার সব গান ধূলোয় মিশে যেতে চায়

অস্তিত্বের প্রয়োজনে

চাই তোমাকে এখানে

আমি রয়েছি তোমার অপেক্ষায়



নিকষ কালো এই আঁধারে

স্মৃতিরা সব খেলা করে

রয় শুধু নির্জনতা

নির্জনতায় আমি একা

একবার শুধু চোখ মেলো

দেখো আজ পথে জ্বালি আলো

তুমি আবার আসবে ফিরে

বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে।





নেপথ্য কাহিনী:



গানটির রচয়িতা,গীতিকার ও সুরকার চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র।

৫ বছর ধরে একটি মেয়ের সাথে ছেলেটির সম্পর্ক থাকে। কী এক অজানা কারণে মেয়েটি ছেলেটিকে ছেড়ে আর একজনের সাথে সম্পর্ক করে। এতে সেই ছেলেটি অনেক দুঃখ পেয়ে গানটি রচনা করে মেয়েটিকে উৎসর্গ করে। তারপর অনেক কষ্ট পেয়ে আত্মহত্যা করে। গানটি শোনার পর মেয়েটি যখন ছেলেটি সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারে যে সে তার জন্যই আত্মহত্যা করেছে,এরপর সে নিজের ভুল বুঝতে পেরে নিজেকে এর জন্য দোষী ভেবে সেও আত্মহত্যা করে। আবার ওই মেয়েটির সাথে তখন যে ছেলেটির সম্পর্ক চলছিলো সেও মেয়েটির আত্মহত্যার কথা শুনে থাকতে না পেরে সেও আত্মহত্যা করে। গানটি পেপার রাইম নামে একটা ব্যান্ড ১৯৯৯ সালের দিকে তাদের একটি অ্যালবামে বের করে



এইখান থেকে গানটি সংগ্রহ করুন

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৪ সকাল ১১:৫১

অঘটনঘটনপটীয়সী বলেছেন: ভাই, গানটার নেপথ্যের কাহিনীটা মনে হয় সত্যি না। কাহিনীটার কোন প্রমান আছে আপনার কাছে? থাকলে একটু শেয়ার করেন। আমি অনেকবার এই কাহিনীটা শুনছি, কিন্তু কেউ অথেন্টিক কোন সোর্স দিতে পারে নাই।

০৮ ই মে, ২০১৪ রাত ১২:০৭

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: হা তাই ভাই আমি এই কয়দিন অনেক খুঁজলাম কিন্তু এক জায়গায় দেখি এক রকম কিন্তু অন্য জায়গায় আবার অন্যরকম :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.