![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।
আজকে একটা রচনা লেখুম অনেকদিন ধইরা চিন্তা করতাছি লেখুম লেখুম কিন্তু ফেইজ বুকে সবাইরে পাই না আবার সময়ও হয়না আজকে সবাই আছে লগে সময়ও আছে চলেন শুনি রচনাটা।আমি জানি অনেক না পইড়াই লাইক দিবেন এতে সমস্যা নাই।তার আগে বইলা নেই এই রচনাটা ১-২২ বছর এর একটা জীবনী কিন্তু এইখানে শুধুমাত্র ৫ বছরের সকল ঘটনা আলোচনা করা হলো,কারণ সব আলোচনা করতে গেলে এই পুষ্ট আর পুষ্ট থাকবো না।আর সবচেয়ে বড় কথা হইলো এই রচনা পড়ার পর কারো কারো পিত্তি পর্যন্ত জইল্লা যাইব আমি নিশ্চিত সেক্ষেত্রে জ্বলন্ত পাবলিকরা এই আইডিটাকে তার তালিকা থেকে মুছে ফেলতে পারে কিন্তু এতে এই আইডির মালিকের একটা চুলও পরবে না।যদি পারেন সময় নষ্ট করেন,পড়লে কোনও উপকার পাইবেন না আবার ক্ষতিও হইবনা।ঐ যে কিছু মানুষের কথা বললাম না ব্যাপার না কিছুই হইব না।
ফেইজবুক লিংক
ভুমিকাঃ নুআসিস একটা সাধারন ছেলে মানুষ।এক কথায় কঠিন ক্ষেত পোলা।দুনিয়ার মানুষ তাঁর সম্পর্কে খারাপ ধারনা নিয়া চলে।আচুল,সেসরা,বাটপার,বদ মেজাজি,বেয়াদব,আচরন নাই বললেই চলে ইত্যাদি।এক কথায় পরিপূর্ণ খারাপ মানুষের যা লাগে সব আছে এই নুআসিস এর।
বৈশিষ্ট্যঃ নুআসিস সাধারনত উপরোক্ত খারাপ গুন গুলা থাকে।তাছাড়া এর আছে দুইটা পা,দুইটা চোখ,দুইটা হাত,একটা নাক,দুইটা কান,একটা মাথা,অনেক গুলা চুল(হিসাব করা সম্ভব না)।এরা সাধারণ কালো প্রজাতির হয়ে থাকে।এক কথায় এদের কে কাল্লু বলে ডাকা হয় অথবা কাইল্লা বলে ডাকা হয়।
বাসস্থান-খাদ্যঃ নুআসিস সাধারণ পৃথিবীর ছোট একটা দেশ বাংলাদেশে বাস করে।তাই এরা প্রচুর পরিমাণ বাঁশ খেয়ে থাকে।তাছাড়া ভাত,মাছ ইত্যাদি খেয়ে থাকে।
প্রেম ঘটিত ব্যাপারঃ এরা সাধারণত প্রেম কেন প্রেমের প এর যোগও না (গোপন মাধ্যমে জানা তথ্য)।কিছুটা আলোচনা করি==>
নুআসিস এর প্রথম প্রেম বলে কিছু নাই।
১ম=তবে হা স্কুলে থাকা অবস্থায় প্রথম একটা মেয়ে ছিল যার নাম পপিকে পন্দস করে কিন্তু সে বলে আপনাকে আমি ভয় পাই।
২য়= (ইসরাত) জীবনের প্রথম কোনও মেয়ে যাকে খুব পছন্দ হয় নুআসিস এর,অনেক কিছু করেও,অনেক অপমানিতও হয় কিন্তু কোনও কাজ হয় নাই একই কথা আপনাকে আমি ভয় পাই
৩য়= নুআসিস এর খুব কাছের একটা বন্ধুর মাধ্যমে রিপ্তি নামের একটা মেয়ের সাথে পরিচয় তবে এই মেয়েটা তাঁকে বলে নাই যে আপনাকে আমি ভয় পাই সে মেয়েটা তাঁকে গ্রহন করে নেয় তার কিছু ভালো গুনের কারণে যদিও সে যানতোনা কিন্তু নুআসিসদের প্রেম করা হারাম এক বছরের মাথায় সে মেয়েটির বিয়ে হয়ে যায়।
৪র্থ= এইটা ছিল নুআসিস এর অনেক কষ্টের একটা অধ্যায়,এইখানে তার আরেকটা কাছের বন্ধুর মাধ্যমে পরিচয় হয় মিম নামের একটা মেয়ের সাথে কিন্তু সেইটা যে তার সেই কাছে বন্ধুর সাজান একটা নাটক তা আসলে নুআসিস বুঝতে পারে নাই পরে জানতে পারে তার সেই কাছে বন্ধু মিম এর কাছে বলছে নুআসিস একটা বাজে পোলা কয়েকদিন আগে একটা ছ্যাঁক খাইছে তুমি ওরে একটু সময় দাও আর হা ওরে মিস কল দিলেই অয় কল ব্যাক করে তুমি খালি ওর লগে অভিনয় করবা।
৫ম= এইখানে তাঁর এক কাছের মানুষের কাছ থেকে ভুল বুঝা বুঝির কারণে রিয়া নামের একটা মেয়ের সাথে পরিচয় হয় এতে সেই কাছের মানুষ বলে ওইটা আমার ভাইয়ের ফ্রেন্ড তুমি প্রেম করতে পারো না তখন নুআসিস অফ যায় কিন্তু মাইয়া তখন পাগল কারণ সে ভাবছিল ফোনের ঐ পারে মনে হয় রাজপুত্র আছে কিন্তু নুআসিস তো রাজপুত্র না তারপর যখন দেখা হয় যা হবার তাই হয় এড়িয়ে চলা কিন্তু তখন নুআসিস একটু দুর্বল হয়ে ছিল কিন্তু এক পর্যায় ভাঙ্গন ধরল।
এখন রিয়া খালি আসে যায়,চায় চায় না নুআসিস আসলে এখন একা
পড়াশুনাঃ নুআসিস এর পড়াশুনা সাধারণত কোনও কালেই ঠিক থাকে না বাচ্চা কালে তো না সাথে বুইরা কালেও না।
নুআসিস এর প্রতি পরিবারের ধারনাঃ এরা সাধারণত একটা পরিবারে বাস করে এদের প্রতি তার পরিবারের ধারনা হলো নুআসিস এর মতো খারাপ ছেলে সাড়া দুনিয়াতে একটাও নাই।
ভবিষ্যতে কি হবে নুআসিসঃ কোনও পরিকল্পনা নাই আল্লাহ যে দিকে নিয়ে যাবে নুআসিস সেই দিকে যাবে।
উপসংহারঃ নুআসিস রা কখনো উন্নতি করতে পারে না,ভবিষ্যতেও সম্ভবনা কম।তবে উন্নতি হলে শেষ না দেখে আসবে না।
©somewhere in net ltd.