![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।
ওইদিন দিন রাস্তা দিয়া যাইতেছিলাম আমার পাশে যে কেউ ছিল তখনো টের পাই না।
টের পাইলাম তাঁদের কিছু কথোপকথনে এই ধরেন ছেলেটা পরবে ৯ম শ্রেণিতে আর মেয়েটা পরবে ৮ম শ্রেণিতে আমি ধারনা করলাম আর কি।আমি তাঁদের কথা শুইনা তো পুরাই টাস্কি,আমি একটু পাশেই ধারাইছিলাম চলেন তাঁদের কথা শুনি।
ছেলেঃ কি করো সারাদিন?
মেয়েঃ কি আর করবো ডিম পারি
ছেলেঃ আরে ফাইজলামি না বল না কি করো সারাদিন?
মেয়েঃ সারাদিন সিরিয়াল নিয়া পইরা থাকি।। আপনি?
ছেলেঃ আমিও তো সারাদিন সিরিয়াল নিয়া শুইয়া থাকি
মেয়েঃ হইছে আর পাম দিতে হবে না,তো কোন সিরিয়াল দেখেন?
ছেলেঃ (একটু চিন্তা করে) আরে আমি মা দেখি ঐ যে স্টার জলসা
মেয়েঃ এহ আপনি কতো ক্ষেত ছিঃ মা দেখেন আমি স্টার প্লাস ছাড়া দেখি না(সিরিয়ালটার নাম ভুইলা গেছি)
ছেলেঃ আমিও তো দেখি মাঝে মাঝে।।আপনি বাংলা ছবি দেখেন না?
মেয়েঃ আপনি তো আসলেই ক্ষেত বাংলা ছবি কেউ দেখে ছিঃ ছিঃ ছিঃ
ছেলেঃ হা আসলেই তো বাংলা ছবি কেউ দেখে ছিঃ
এই কথাটার পর আমি আর ওইখানে থাকি নাই আর তাঁদের বাকি কথা গুলাও শুনতে পারি নাই কিন্তু পরে আফসোস করলাম আসলে পুরাটা শুনার দরকার ছিল।
একটা মেয়ের মন পাবার জন্য একটা ছেলে কতো মিথ্যা কথায় না বলে,আর প্রতিবাদ তো দূরে থাক কতো অপ্রাসঙ্গিক কোথাকে সাদরে গ্রহন করে।এমন কি নিজের মা-বাবা কেই পাত্তা দেই না আর সেখানে আমাদের দেশ বাংলাদেশ কে নিয়ে দেশের সংস্কিতি নিয়ে কথা বলাটা তো একপ্রকার পানি-ভাত।
হে ছেলে জাতি কবে আমরা আসল ছেলে হবো?
©somewhere in net ltd.