নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।উপরের লাইন দুটো আমার অনেক পছন্দের, যদি আপনার কাঁধেও কাজটি পরে করে দিয়েন ভাই।

সময়ের গ্যাঁড়াকল

সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।

সময়ের গ্যাঁড়াকল › বিস্তারিত পোস্টঃ

ছেলে মেয়ে সমান অধিকার :)

১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫১

আমরা যা শিখছি, যা জানছি তাইতো করবো..........তাই নয় কি ?

আমাদের সমাজে বর্তমানে তুমুল আলোরন তৈরী করেছে ছেলে মেয়ে দের সমান অধিকার।



আর তারি ধারাবাহিকতায় সরকার সমাজ, ধর্ম সব কিছুকে তুচ্ছ করে ছেলে-মেয়ের সমান অধিকার প্রতিষ্ঠার জোর চেষ্টা চালাচ্ছে।

হায়রে ধর্ম ও এর হাত থেকে রক্ষা পায়নি...........



ছেলে মেয়েরে সমান অধিকার এর জন্য পৈতৃক সস্পত্তির উপর দুজনের সমাজ অধিকারের আইন সরকার করেছে কিন্তু ধর্মে বলেছে মেয়েরো পাবে ছেলেরা যা পাবে তার অর্ধেক।



যাই হোন.......না হয় বুঝলাম ছেলে-মেয়ের সমান অধিকারের জন্য এই সব.......

কিন্তু এ সব কি ?



মেয়েদের জন্য আলাদা সংরক্ষিত আসনরা, আলাদা কোঠা থাকা এগুলো কে ?

ছেলে-মেয়ের না সমান অধিকার তবে মেয়েদের জন্য আলাদা কোঠা থাকবে কেন ?

ছেলে মেয়ে সমান প্রতিযোগী তা করে যে যার যোগ্যতা অনুযায়ী স্থান করে নিবে.......



শুধু তাই নয়.......



ছেলে-মেয়ের সমান অধিকার অথচ শুধু মাত্র মেয়েরা উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুয়োগ পায় কিন্তু ছেলে পায়না..........

যে পিতার আর্থিক সামথ্য নেই সে যেমন তার মেয়েকে পড়াতে পারবেনা তেমনি তার ছেলেকেও পড়াতে পারবেনা........



এখন সরকারের কথা হচ্ছে মেয়েকে শিক্ষত করো আর ছেলে দের কে মূর্থ করে খারাপ কাজে লিপ্ত করো । তাই নয় কি ? তা না হলে ছেলে মেয়ের সমান অধিকার তাই দুই জনেই সমান বিনা বেতনের অধ্যায়নের সুবিধা পেত।

আর তাই যদি হয় ছেলে মেয়ের সমান অধিকার তবে বাসে মেয়েদের আলাদা সিট থাকবে কেন ?



একজন ছেলে যদি দাড়িয়ে যেতে পারে তবে কেন একজন মেয়ে দাড়িয়ে যেতে পারবে না ?

কেন তাদের কে সম্মান করে সিট ছেড়ে দিতে হবে ?

ছেলে মেয়ের না সমান অধিকার ?



আর তাই যদি হয় তবে একজন ছেলে যেমন অন্য ছেলের গায়ে হাত দেয়, ধাক্কা দেয় তেমনি একজন মেয়ে কেও আমরা করতে পারবো কারণ ছেলে মেয়ের সমান অধিকার......



আমরা এতদিন মেয়েদের কে প্রত্যেক ধর্ম অনুযায়ী মায়ের মর্য়াদা দিয়ে দেবী তুল্য মনে করে মাথায় তুলে রাখতাম, সম্মান করতাম...........

সুখে থাকলে ভূতে কিলায় তাই তো আপনাদের অর্থাৎ মেযেদের তা আর ভালো লাগছেনা তাই সমান অধিকার এর জন্য বেশী ততপর হয়ে উঠেছেন......ওকে ঠিক আছে আমরা তাই দিব ...



আর তা যদি হলে আপনাদের কে দেবী তূল্য স্তান থেকে ছিটকে ফেলে পায়ের তলায় পিষতে হবে .....

আর ঐ সব সংরক্ষিত, টংরক্ষিত বাতিল করতে হবে...........

আলগা সম্মান বাতিল করতে হবে ...................

আপনারাই বলুন আমরা কি তা করবো ?

কারণ আপরানাই তো বলছেন ছেলে মেয়ের সমান অধিকার...........

তাই সব সমান হওয়া উচিত................তাই নয় কি ?????

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.