![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়য়ের তাড়নায় আজ আমি পড়ে আছি সময়য়ের গ্যাঁড়াকলে।
সোডিয়াম লাইট এর এই পোলটা আমার পরিচিত।রাত হলেই আমি এর নিচে এসে দাড়াই।সোডিয়ামলাইট তুমি ভাল আছ?তোমার সাথে আমার মিল কি জানো?তুমি রাতের বেলা জ্বলে ওঠো…আমিও জ্বলে উঠি…তোমাকে ঘিরে পোকার দল ঘিরে থাকে…আর আমাকে ঘিরেও…হা হা হা…পোকাই তো…পোকা…ভয়ন্ঙ্কর পোকা…খুবলে খুবলে খায়…অমানুষ কোথাকার
ধুর…ঠোট এর লাল লিপস্টিক টা গাঢ় হয় নি।গাঢ় না হলে অমানুষের দল এই ঠোট এ কামড় দিবে না…আর ঠোট এ কামড় না দিলে আমার পেট এ ক্ষুধা কামড় দিবে…তার মানে একটা কামড় থাকবেই…শালার জীবন!
আকাশ এ পূর্নিমার চাদ উঠেছে…চাদ তুমি ভাল আছো?তোমার গায়ে কলঙ্ক কেন জানো?কারন তুমি আমার প্রতিটা রাতের সাক্ষী…তারপরেও তুমি নির্বাক…তুমি পারতে এক মুঠো জোছনা দিয়ে আমার জীবন টা আলকিত করতে…কিন্তু…হা হা
'কামের ক্ষুধা আর রুটির ক্ষুধায় চাদ কি হবে তুমি?
ঝলসানো রুটি নাকি ষোড়শী মেয়ের স্তন?'
শাড়ীর আচলটা সরিয়ে পেট বের করে রাখলাম…এই পেট ই তো সব…সবাই দেখুক কার জন্য পথ এ অপেক্ষায় দাড়ায় আছি।কখন কেউ এসে বিচ্ছিরি ভাবে তাকাবে…লোলুপ কামুক দৃষ্টি তে এক পলক তাকিয়ে কদাকার ভাবে বলবে-মাগী তোররেট কত?…ইচ্ছা করে মুখে থু দেই…ক্যান রে?আমাদের মানুষ মনে হয় না?
বিঃ দ্রঃ কথা গুলোতে যদি কিছু মনে মানে মাইন্ড করে থাকেন তাহলে কিচ্ছু করার নাই...... শুধু একটাই কাজ করতে পারেন ভালভাবে মুড়ি ভিজিয়ে খেতে পারেন -_-
২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৫
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: চিরন্তন সত্য সর্বদা রুচিহীন হয়, এটাই স্বাভাবিক
২| ২২ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৬
তাসজিদ বলেছেন: জীবন নিষ্ঠুর, অমানবিক
২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৬
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: সকল পর্যায়
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০১
ইমরান আশফাক বলেছেন: শিরোনামটা আরও কাব্যিকভাবে দিতে পারতেন, লিখনের গভীরতা লক্ষনীয় এবং মর্মস্পর্শী।
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০০
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: কাব্য তো জানি না জানি খাস বাংলা তাই এইভাবে বললেম :/
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:২৩
শেখ মফিজ বলেছেন: শিরোনামই বলে দিচ্ছে রুচিহীনতার কথা ।